Tag: Uttarpradesh

Uttarpradesh

  • BJP: অযোধ্যার উপনির্বাচনে মিল্কিপুর আসন সপার থেকে ছিনিয়ে নিল বিজেপি, কেন তাৎপর্যপূর্ণ?

    BJP: অযোধ্যার উপনির্বাচনে মিল্কিপুর আসন সপার থেকে ছিনিয়ে নিল বিজেপি, কেন তাৎপর্যপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বিজেপির (BJP) দিল্লি জয়ের পাশাপাশি আরও উল্লেখযোগ্য জয় এল উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মিল্কিপুর আসনে জিতল বিজেপি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জয়। কারণ মিল্কিপুর বিধানসভা হল ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং যা অযোধ্যা জেলায় অবস্থিত। ২০২৪ সালের নির্বাচনে ফৈজাবাদ লোকসভা আসনটি জেতে সমাজবাদী পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য, মিল্কিপুর ছিল এমন একমাত্র বিধানসভা, গোটা অযোধ্যা জেলার মধ্যে যেখানে ২০২২ সালের নির্বাচনে পরাস্ত হয়েছিল বিজেপি (BJP)। অযোধ্যা জেলার মধ্যে একটি আসনই হেরেছিল গেরুয়া শিবির। কিন্তু শনিবারের উপ নির্বাচনের ফলাফল সামনে আসতে সেটিও তারা ছিনিয়ে নিল সমাজবাদী পার্টির হাত থেকে। বিজেপি প্রার্থী এই আসনে জিতলেন ৫৭ হাজার ভোটে। ফৈজাবাদ লোকসভার মধ্যেই পড়ে অযোধ্যা বিধানসভা। সেখানেই তৈরি হয়েছে রাম মন্দির। ফৈজাবাদে বিজেপি লোকসভা নির্বাচনে হেরে যাওয়ায় প্রবল আস্ফালন শুরু করেছিল ইন্ডি জোট। শনিবার মিল্কিপুরে এল জয়। প্রসঙ্গত, ২০১৭ সালের পর ফের মিল্কিপুর পেল বিজেপি বিধায়ক। ১৯৯১ সালের পর ২০১৭ সালে এই বিধানসভা আসনে জিতেছিলেন বাবা গোরখনাথ। ২০২২ সালের ভোটে তাঁকে হারিয়ে বিধায়ক হন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ।

    মোট ভোটার ৩লাখ ৬০ হাজার (BJP)

    দুপুর আড়াইটা পর্যন্ত যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান পেয়েছেন ১ লাখ ২৬ হাজারেরও বেশি ভোট। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রার্থী অজিত প্রসাদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৬টি ভোট। প্রসঙ্গত, মিল্কিপুর (Milkipur) বিধানসভা আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬০ হাজার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনের তথ্য অনুযায়ী এমনটাই জানানো হয়েছে। সেখানেই বড় জয় ছিনিয়ে নিল বিজেপি।

    পরাজয় হজম হচ্ছে না অখিলেশের

    গেরুয়া শিবিরের কাছে এই পরাজয় কোনওভাবেই হজম করতে পারছেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাই মিল্কিপুরে (Milkipur) পরাস্ত হওয়ার পরে তিনি বিবৃতি দেন, বিজেপি (BJP) নির্বাচনে জালিয়াতি করেছে। অন্যদিকে, বিজেপির সাংসদ দীনেশ শর্মা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, মিল্কিপুরে সমাজবাদী পার্টির অহঙ্কারের পতন হয়েছে।

  • Ghar Wapsi: প্ররোচনা দিয়ে করা হয়েছিল খ্রিস্টান, ফের সনাতন ধর্মে ফিরলেন প্রায় ১৫০ হিন্দু

    Ghar Wapsi: প্ররোচনা দিয়ে করা হয়েছিল খ্রিস্টান, ফের সনাতন ধর্মে ফিরলেন প্রায় ১৫০ হিন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মিরাটের ৩০টি পরিবারের প্রায় ১৫০ জন হিন্দুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তাঁদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হল সনাতন ধর্মে (Sanatan Dharma)। গত ১০ নভেম্বর, ঘর ওয়াপসির (Ghar Wapsi) এই অনুষ্ঠান বৈদিক রীতি মেনেই অনুষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, হিন্দুদের খ্রিস্টান করার চক্রান্তের পিছনে রয়েছেন পাস্তুর বিজ্জু ম্যাথিউ নামের এক ব্যক্তি। সূত্রের খবর, তাঁর বাড়ি কেরলে। পুলিশের জেরার মুখে পাস্তুর জানিয়েছেন, ৩০০ হিন্দু পরিবারকে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি অর্থের প্রলোভন দেখিয়ে, দরিদ্র হিন্দুদের বিয়ে দিয়ে, শিক্ষার দায়িত্ব নিয়ে অথবা স্বাস্থ্য বিষয়ক পরিষেবা দিয়েই ধর্মান্তকরণের কাজ করতেন।

    উত্তরপ্রদেশের মিরাটের কঙ্করখেদা পুলিশ স্টেশনের ঘটনা 

    জানা গিয়েছে, ম্যাথিউ এবং তাঁর স্ত্রী দুজনেই এই কাজে সক্রিয় ছিলেন। এই ঘটনার মামলা দায়ের হতেই ম্যাথিউকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের কঙ্করখেদা পুলিশ স্টেশনে। স্থানীয়দের সূত্রে খবর, ম্যাথিউ এবং তাঁর স্ত্রী দুজনেই বিগত আড়াই মাস ধরে এই এলাকায় ভাড়ায় ছিলেন (Ghar Wapsi)। সেখানেই খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের কাজ করতেন তাঁরা।

    আরও পড়ুন: কোভিডকালে বন্ধু হয়ে পাশে ছিলেন, ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

    ধর্মান্তকরণের তিন পদ্ধতি 

    প্রতি রবিবার নিজের বাড়িতে তিনি প্রার্থনাসভার আয়োজন করতেন এবং হিন্দুদের (Ghar Wapsi) সেখানে আহ্বান জানাতেন। এই ঘটনা স্থানীয় হিন্দু সংগঠনের (Sanatan Dharma) চোখে পড়তেই তারা পুলিশের দ্বারস্থ হয়। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে ম্যাথিউস তিন ধরনের প্ররোচনা দিতেন বলে জানা গিয়েছে। প্রথমত, দরিদ্র হিন্দুদের বাড়ির ছেলে মেয়েদের বিবাহের খরচ বহন করতেন, দ্বিতীয়ত, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদেরকে দিতেন, তৃতীয়ত কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসার খরচ বহন করতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mob Lynching: মহরমের মিছিল থেকে ছড়ায় হিংসা, উত্তরপ্রদেশে গণপিটুনিতে মৃত তেজরাম

    Mob Lynching: মহরমের মিছিল থেকে ছড়ায় হিংসা, উত্তরপ্রদেশে গণপিটুনিতে মৃত তেজরাম

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মহরমে (Muharram Violence) ভারতের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক হিংসার খবর মিলেছে। ‘হিন্দুস্থান মে রেহনা হ্যায়, তো আল্লাহু আকবর কহেনা হ্যায়’-এর মতো স্লোগানও উঠেছে বেশ কয়েকটি জায়গায়। ঘটেছে গণপিটুনিতে (Mob Lynching) হত্যার ঘটনাও। তবে ভারতের বেশির ভাগ মিডিয়া হাউসই এ ধরনের কোনও খবর প্রকাশ করেনি। মহরমের সময় উত্তরপ্রদেশের বরেলি জেলা থেকে একটি গণপিটুনিতে হত্যার কথা জানা গিয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ২৬ বছর বয়সি এক হিন্দু যুবক তেজরাম।

    বিবাদের (Mob Lynching) সূত্রপাত কীভাবে?

    গত ১৭ জুলাই ওই জেলার গৌসগঞ্জ এলাকায় মহররমের একটি মিছিল স্থানীয় হিন্দু মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। এই সময় পুজোর কারণে ওই মহরমের মিছিলের উদ্যোক্তাদের বাজনা বাজাতে নিষেধ করেন স্থানীয় হিন্দুরা। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ১৮ জুলাই স্থানীয় তেজরাম নামের ওই হিন্দু যুবককে মহরমের উদ্যোক্তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বলে জানা যায়। ১৭ জুলাই থেকেই বিবাদ শুরু হয়। ওই দিন থেকেই স্থানীয় হিন্দুদের ওপর হামলা শুরু হয়। জানা গিয়েছে, হিন্দু বাড়িগুলিতে লুট চলে। স্থানীয় হিন্দু বাড়িগুলিতে পাথর ছোড়া হয় (Mob Lynching) এবং মহিলাদেরও কটূক্তি করা হয়। পুলিশ-প্রশাসন পরিস্থিতি সামাল দিতে আসার পরেও ওই বিবাদ চলতেই থাকে বলে জানা যায়।

    গুরুতর আঘাতে মারা যান তেজরাম (Mob Lynching)

    বরেলি জেলার রামপুর, শিবগঞ্জ, দেবরানিয়া প্রভৃতি জায়গা থেকে ভিড় একত্রিত হতে থাকে। পাথর-লাঠি সহ স্থানীয় হিন্দু বাড়িগুলির ওপর হামলা চলতেই থাকে। জানা যায়, এই সময়ে তেজরাম বাড়িতে ছিলেন এবং তাঁকে ওই ভিড় টেনে স্থানীয় একটি মসজিদে নিয়ে যায় এবং সেখানেই তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। ১৮ জুলাই এই মারধরের (Muharram Violence) ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তেজরাম। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ৮০ থেকে ১০০ জনের ভিড় তেজরামের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। স্থানীয় এক পুলিশকর্তা অমিত কুমার জানিয়েছেন, আহত তেজরাম চিকিৎসার সময় মারা যান। পরে তাঁর দেহ ময়নাতদন্ত হয়। পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখ রয়েছে যে বর্বরভাবে হামলা চালানো হয় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ফলেই তাঁর মৃত্যু হয়।

    গ্রেফতার ৩৫, অভিযুক্তদের ৯টি বাড়ি গুঁড়িয়ে দিল যোগী সরকার

    এই ঘটনার পরেই পুলিশ (Mob Lynching) এখনও পর্যন্ত ৫০ জন ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে এবং তাদের নামে মামলা দায়ের হয়েছে। এর পাশাপাশি ১৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে যোগী রাজ্যের পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল, আফসার আলি, ইমরান, মুখতিয়ার আলি, আবদুল সালাম ইত্যাদি। জানা গিয়েছে, গ্রেফতারের সময় কয়েকজন অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। আবার পাল্টা পুলিশও গুলি চালাতে থাকে। এই গুলি লেগে আলমগীর নামে এক অভিযুক্ত আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন এক কনস্টেবলও। গত ২৩ জুলাই থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছে যোগী সরকার এবং সেদিনই অভিযুক্তদের নয়টি বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aligarh Muslim University: ভাঙল ১০০ বছরের ইতিহাস! আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য

    Aligarh Muslim University: ভাঙল ১০০ বছরের ইতিহাস! আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)। ১০০ বছরের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন। এএমইউ-এর (Aligarh Muslim University) উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনিই এই পদে থাকবেন। শিক্ষা মন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। নিয়োগপত্র পেয়ে সোমবার সন্ধ্যায় এএমইউ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (woman Vice-Chancellor) হিসাবে ঘোষণা করা হয়েছে।

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বক্তব্য

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিশ্ববিদ্যালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসাবে তাঁর ক্ষমতায়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাইমা খাতুনকে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন।” ভোট চলাকালীন যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণবিধি রয়েছে, তাই এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও (ECI) অনুমতি নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কমিশন শর্ত আরোপ করে জানিয়েছে, “এই নিয়োগ নিয়ে কোনও প্রচার হবে না এবং এর থেকে কোনও রাজনৈতিক ফায়দা তোলা যাবে না।”

    আরও পড়ুনঃ শতাব্দীর ওপর ক্ষোভ জানিয়ে তিনশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা

    উল্লেখ্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা (Naima Khatoon), এখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে প্রফেসর হন। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দেন। প্রসঙ্গত এর আগে ১৯২০ সালে এএমইউ-তে আচার্য হিসাবে যোগ দিয়েছিলেন বেগম সুলতান জাহান। সেই সময় তিনি ছিলেন একমাত্র মহিলা আচার্য। আর এবার প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিয়োগ হলেন অধ্যাপিকা নাইমা খাতুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UP News: গাড়ির মধ্যে মোদির প্রশংসা! উত্তরপ্রদেশে হিন্দু প্রৌঢ়কে পিষে দিল মুসলিম চালক

    UP News: গাড়ির মধ্যে মোদির প্রশংসা! উত্তরপ্রদেশে হিন্দু প্রৌঢ়কে পিষে দিল মুসলিম চালক

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাধ ছিল মোদি-যোগীর কাজের প্রশংসা। তার মূল্য যে এভাবে চোকাতে হবে তা ভাবেননি উত্তরপ্রদেশের রাজেশধর দুবে (৫৯)। তাঁকে পিষে দিল বোলেরো চালক আমজাদ। নিজের বন্ধুর সঙ্গে একটি ভাড়া গাড়িতে উঠেছিলেন উত্তরপ্রদেশের (UP News) মির্জাপুরের বাসিন্দা রাজেশ। গাড়ির মধ্যে মোদিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জীবনে। মুসলিম গাড়িচালক নৃশংসভাবে হত্যা করেন রাজেশধরকে। ঘটনার ছ’ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে যোগী পুলিশ।

    ঠিক কী ঘটেছিল?

    জানা গিয়েছে, মির্জাপুরের (UP News) বিন্ধ্যাচল থানা এলাকার কোলহানি গ্রামে রবিবার সন্ধ্যায় নিজের ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজেশধর দুবে। বিয়ের অনুষ্ঠান পর্ব সম্পন্ন হলে সোমবার সকালে বাড়ি ফেরার উদ্দেশে রাজেশধর তাঁর দুই আত্মীয় লালজি মিশ্র এবং ধীরেন্দ্র কুমার পাণ্ডের সঙ্গে বাড়ি ফেরার জন্য একটি ভাড়া গাড়িতে ওঠেন। বোলেরো গাড়িটিতে ওঠার পর থেকেই শুরু হয় রাজনৈতিক আলোচনা। গাড়িটি চালাচ্ছিলেন মুসলিম সম্প্রদায়ের আমজাদ। গাড়িতে হাজির থাকা রাজেশের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, রাজনৈতিক আলোচনা ধীরে ধীরে তর্কবিতর্কে গড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ উঠতেই বাদানুবাদ উত্তপ্ত হতে থাকে। একটা সময় রাজেশধর দুবে উচ্ছ্বসিত প্রশংসা শুরু করেন মোদি-যোগীর। আর এতেই বেজায় চটে যান আমজাদ। এরপর বাকি আত্মীয়দের বাড়ির কাছে নামিয়ে দিলেও রাজেশকে তাঁর ঠিকানা থেকে বেশ কিছুটা দূরে নামায় আমজাদ। রাজেশ বাড়ির উদ্দেশে হাঁটতে শুরু করলে তাঁকে ধাক্কা মারে আমজাদ। প্রায় ২০ মিটার পর্যন্ত রাজেশধরকে পিষে দিয়েই এগিয়ে যায় আমজাদের বোলেরো। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে।   

    কীভাবে গ্রেফতার করা হল আমজাদকে?

    ঘটনায় আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে যোগী রাজ্যের পুলিশ। ছ’ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ এবং আত্মীয়দের দেওয়া চালকের মুখের বর্ণনা থেকে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে আমজাদকে।

     

    আরও পড়ুন: ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ কলকাতা হাইকোর্টের!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Prayagraj Viral Video: গঙ্গা বক্ষেই হুকায় সুখটান, সঙ্গে কাবাব, ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের প্রয়াগরাজে 

    Prayagraj Viral Video: গঙ্গা বক্ষেই হুকায় সুখটান, সঙ্গে কাবাব, ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের প্রয়াগরাজে 

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা বক্ষেই চলছে উল্লাস। নৌকায় (Boat) হচ্ছে হুক্কা পার্টি (Hookah party), উনুন জ্বালিয়ে সেঁকা হচ্ছে কাবাব (kebab)। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj)। ভিডিও ভাইরাল হতেই ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল (case filed) উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ।

    আরও পড়ুন: প্রকল্প ছিল কেন্দ্রের, রূপ দিয়েছিলেন তপতী গুহ-ঠাকুরতা, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির নেপথ্যে এঁরাই?

    প্রয়াগরাজে (Prayagraj) গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল হিন্দুদের কাছে তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় সেখানে। সেখানেই দেখা যায়, একটি নৌকায় চড়ে রীতিমতো ‘মোচ্ছব’ করছেন ৮ ব্যক্তি। কেউ কেউ ওই পবিত্র নদীর ওপর হুঁকো টানেন, মুরগির মাংসের কাবাবও খেতে দেখা যায় অনেককে। 
     

    ধর্মীয় স্থানে এমন ঘটনায় ধর্ম বিশ্বাসে আঘাতের অভিযোগে ওই ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের নাম ও পরিচয় জানা গিয়েছে। বাকি ৬ জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যেই দুজনের পরিচয় জানা গিয়েছে তাঁদের পরিচয়ও নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আনেনি পুলিশ। ঠিক কোন জায়গায় ভিডিওটি শ্যুট করা হয়েছিল, সেটা এখনও জানা যায়নি। দারাগঞ্জ এলাকায় গঙ্গার কোনও একটি ঘাটে ভিডিওটি শ্যুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: দত্যাগ করছেন না হেমন্ত সোরেন! রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাল ঝাড়খণ্ডের শাসকজোট      
     
    প্রয়াগরাজের পুলিশ প্রধান শৈলেশ পান্ডে এ বিষয়ে বলেন,”ভিডিওতে স্পষ্টই হুঁকো এবং আমিষ খাবার খেতে দেখা যাচ্ছে। আমরা খুব শিগগিরই সকলকে গ্রেফতার করার চেষ্টা করছি। তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share