Tag: Uzbekistan

Uzbekistan

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    Paris Olympics 2024: অলিম্পিক্সে বিতর্কিত ম্যাচে হার আর্জেন্টিনার, জয় দিয়ে যাত্রা শুরু স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি, তবে তার আগেই ফুটবলে ধুন্ধুমার। অলিম্পিক্স, ক্রীড়া ক্ষেত্রে মেগা ইভেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই নানা ইভেন্ট শুরু হয়ে যায়। প্রথমেই শুরু হয়েছে অলিম্পিক্স ফুটবল। নজর ছিল কোপা আমেরিকা তথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের দিকে। বাড়তি উন্মাদনা ছিল ইউরোপ সেরা স্পেনের ম্যাচ ঘিরেও। মরক্কোর বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে ১-২ । গোলে হেরে গেল লিয়োনেল মেসির দেশ। অন্যদিকে জয় দিয়েই শুরু করল স্পেন। উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারাল তারা। 

    আর্জেন্টিনা বনাম মরক্কো (Olympics 2024 Football)

    কোপা জয়ী দল প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রথম ম্যাচেই হেরে গেল মরক্কোর বিরুদ্ধে। সেই ফুটবল ম্যাচ ঘিরে তৈরি হল নানা নাটক। দু’ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল।  ১-২  মরক্কোর বিরুদ্ধে ৬৭ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সদ্য কোপা জয়ী দেশের বিরুদ্ধে তখন জয়ের স্বপ্ন দেখছিলেন মরক্কোর সমর্থকেরা। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো। কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন মেদিনা। তাঁর করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার পরেই শুরু বোতলবৃষ্টি। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে আসে আতশবাজি। চমকে ওঠেন আর্জেন্টিনার ফুটবলারেরা। অভিযোগ, আর্জেন্টিনা গোল শোধ না করা পর্যন্ত খেলা চালিয়ে যান রেফারি। গ্যালারিতে প্রবল অশান্তি হয়। দীর্ঘ সময় ধরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিরা এই গোল নিয়ে পর্যালোচনা করেন। আর্জেন্টিনার গোল বাতিল করে দেওয়া হয়। মরক্কো ২-১ ব্যবধানে জেতে।

    স্পেন বনাম উজবেকিস্তান (Olympics 2024 Football) 

    একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে দল গড়ে ইউরো কাপে নজর কেড়েছিল স্পেন। তাদের দ্রুতগতির পাসিং ফুটবল, প্রতিপক্ষকে বিব্রত করে ছেড়েছিল। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। অলিম্পিক্সে অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানোর নিয়ম। তবে ২৩-এর বেশি বয়সি তিন ফুটবলারকে রাখা যায়। স্পেন কার্যত ইউরো জয়ী স্কোয়াডকেই অলিম্পিক্সে (Paris Olympics 2024) নামিয়েছে। তাঁর সুফলও পেল। অলিম্পিক্সে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করল স্পেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    মাধ্যম নিউজ ডেক্স: উজবেকিস্তানে শিশু মৃত্যুর (Uzbekistan Kids Death) জেরে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের সদস্যপদ বাতিল করল ফার্মেক্সিল (Pharmexcil)। ফার্মেক্সিল হল এ দেশের সর্বোচ্চ ওষুধ রফতানি পর্ষদ। কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনে রয়েছে এই পর্ষদ। সম্প্রতি পর্ষদ জানিয়েছে, ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের জন্য বিশ্বের দরবারে ভারতের বদনাম হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে ভারতের (India) ওষুধ শিল্প। মার খাবে ওষুধের ব্যবসা। তাই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ফার্মেক্সিলের সদস্যপদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্দিকাশির সিরাপ…

    ভারতে তৈরি সর্দিকাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য চেয়ে সংস্থার চেয়ারম্যান শচিন জৈনকে চিঠি দেয় ফার্মেক্সিল। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে উপযুক্ত জবাব না পাওয়ায় বাতিল করা হয় সদস্যপদ। ফার্মেক্সিলের ডিরেক্টর জেনারেল উদয় ভাস্কর ওই সংস্থাকে দেওয়া চিঠিতে জানান, আপনার কোম্পানি নিম্নমানের ওষুধ সরবরাহ করেছে। যার জেরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। বদনাম হয়েছে ভারতের ওষুধ শিল্পের। বিদেশে ওষুধ রফতানিতে যার মারাত্মক প্রভাব পড়তে পারে।

    আরও পড়ুন: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    ফার্মেক্সিলের সদস্যপদ খারিজের আগেই অবশ্য ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইটবার্তায় জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থায় অভিযান চালায়। তার পর বৃহস্পতিবার রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সব ওষুধের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এদিনই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দিকাশির সিরাপ ডক-১ ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকারও। প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্যান্য ওষুধের উৎপাদনও বন্ধ রাখতে বলা হয় ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে।

    ওই সংস্থাকে লেখা চিঠিতে ভাস্কর জানিয়েছেন, ডিসেম্বরের ২৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য (Uzbekistan Kids Death) জমা দিতে ব্যর্থ হয়েছেন আপনারা। তাই আপনাদের রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল। এই নির্দেশের জেরে আপাতত আর কোনও ওষুধ উৎপাদন করতে পারবে না ওই সংস্থা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share