Tag: Venkaiah naidu

Venkaiah naidu

  • Vice President Election 2022: বাজল উপরাষ্ট্রপতি পদের দামামাও, কীভাবে ভোট হয় জানেন?

    Vice President Election 2022: বাজল উপরাষ্ট্রপতি পদের দামামাও, কীভাবে ভোট হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) পর এবার দামামা বেজে গেল উপরাষ্ট্রপতি নির্বাচনেরও (Vice president election)। নির্বাচন কমিশন জানিয়েছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে ৬ আগস্ট। ওই দিনই হবে ভোট গণনা।

    জুলাই মাসের ১৮ তারিখে হবে রাষ্ট্রপতি নির্বাচন। সেই পর্ব শেষ হওয়ার পরেই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট হওয়ার কথা ৬ আগস্ট। তার পরেই জানা যাবে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর (Venkaiah naidu) পরে ওই পদে আসীন হন কে?  

    আরও পড়ুন : রাষ্ট্রপতি পদে এগিয়ে দ্রৌপদী মুর্মু! ‘ঘরের মেয়ে’ কে সমর্থন নবীনের

    জানা গিয়েছে, বুধবার সকালেই বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে। ওই বৈঠকেই ঘোষণা করা হয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট। আগামী মাসেই উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়ার। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৫ জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। সেগুলি স্ক্রুটিনি হবে ২০ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।  

    রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়াকে বসানো হবে বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। তার কারণও ছিল। এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হওয়ার আগে ইস্তক বেঙ্কাইয়ার নাম ভাসছিল। তাঁর সঙ্গে সাক্ষাৎও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পরেই বেঙ্কাইয়াই-ই এনডিএর তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বলে খবর ছড়ায়। যদিও শেষমেশ রাষ্ট্রপতি পদে নাম ঘোষণা হয় দ্রৌপদীর।

    আরও পড়ুন : এখনও অন্ধকারে! অবশেষে বিদ্যুৎ এল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে

    ভারতীয় গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক। এখানে রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন না। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন সাংসদদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধায়করাও। তবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। সংসদের দুটি কক্ষ। একটি রাজ্যসভা, অন্যটি লোকসভা। এই দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত হয় একটি নির্বাচনী সংস্থা। ওই নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি।

    রাষ্ট্রপতি পদে সম্মিলিতভাবে প্রার্থী দিয়েছে বিজেপি বিরোধী ১৮টি দল। এনডিএ প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে বিরোধীদের বাজি তৃণমূলের যশবন্ত সিনহা। এখন দেখার, উপরাষ্ট্রপতি পদেও বিজেপিকে মাত দিতে বিরোধীরা প্রার্থী দেয় কিনা!

     

  • Venkaiah Naidu: ভারতীয় সংস্কৃতি কোনও ধর্মকেই অপমান করে না, সাফ জানালেন উপরাষ্ট্রপতি 

    Venkaiah Naidu: ভারতীয় সংস্কৃতি কোনও ধর্মকেই অপমান করে না, সাফ জানালেন উপরাষ্ট্রপতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সংস্কৃতি (Indian Culture) কোনও ধর্মকেই (Religion) অপমান করে না। শুক্রবার বিজয়ওয়াড়ায় একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন উপরাষ্ট্রপতি (Vice President) বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। ওই অনুষ্ঠানে দেশের শান্তি এবং ঐক্যের ওপর আঘাত হানতে পারে, এমন শক্তি সম্পর্কে জনগণকে সতর্কও করে দেন তিনি। যে সব শক্তি ভারতের সংহতি বিনষ্ট করতে চাইছে, তাদের সম্পর্কে জণগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন উপরাষ্ট্রপতি।

    সম্প্রতি হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। তার আগেই অবশ্য নূপুরকে সাসপেন্ড করে পদ্ম শিবির। তার পরেও অশান্তি ছড়ায় একদল মানুষ। কোথাও ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ করা হয়েছে। কোথাও আগুন লাগানো হয়েছে বিজেপির পার্টি অফিসে। ঘটনার ঢের আগেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, নূপুরের মন্তব্য নিছকই ব্যক্তিগত, সরকারের বক্তব্য নয়। তার পরেও তাণ্ডব চলেছে দেশজুড়ে। ওয়াকিবহাল মহলের মতে, সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন এমন মন্তব্য করেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, অন্যের সংস্কৃতি, ধর্ম কিংবা ভাষাকে অপমান করা ভারতীয় সংস্কৃতি নয়। বেঙ্কাইয়া বলেন, ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ সমস্ত সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং সহবত পোষণ শেখায়। বিশ্বের দরবারে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলেও মনে করিয়ে দেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, ভারতের সংসদীয় গণতন্ত্র ও বহুত্ববাদের মূল্যবোধ গোটা বিশ্বের সামনেই একটা মডেল।

    আরও পড়ুন : কে হবেন উপরাষ্ট্রপতি প্রার্থী? শনিবার বৈঠকে বিজেপি

    এদিনের অনুষ্ঠানে বেঙ্কাইয়া বলেন, এখন দেশজুড়ে চলছে আজাদি কি অমৃত মহোৎসব। এই মহোৎসব আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা পেতে গিয়ে বলিদান দিতে হয়েছে কত প্রাণ! তরুণ প্রজন্মের সামনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরার আহ্বানও জানান তিনি। উপরাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে লড়াই করতে হবে দারিদ্র, নিরক্ষরতা, সামাজিক বৈষম্য এবং মহিলাদের ওপর অত্যাচারে বিরুদ্ধে। এটা করতে পারলেই দেশের জন্য যাঁরা প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রদর্শন করা হবে। গ্রামের সঙ্গে শহরের বিভাজন, সমাজে শ্রেণি বিভাজন এবং লিঙ্গ বৈষম্য দেশকে দুর্বল করে দেয় বলেও মনে করিয়ে দেন উপরাষ্ট্রপতি।

    আরও পড়ুন : প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি পাক চরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন! বিস্ফোরক দাবি

     

LinkedIn
Share