Tag: very critical phase of mission

very critical phase of mission

  • Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরেই সব থেকে কঠিনতম পর্ব অপেক্ষা করছে। সোমবার একথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) থেকে নেমে আসবে ল্যান্ডার বিক্রম। ঠিক পাখির পালকের মতো। চন্দ্রপৃষ্ঠে তা অবতরণ করার পরে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। গত ১৪ জুলাই উৎক্ষেপণের পর, ২২ দিনের মাথায় ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩, রবিবারই চাঁদের দেশের ছবি পাঠায় চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এবং তা ট্যুইটও করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

    ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে 

    ইসরো সুত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3), চাঁদের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করবে ৯ থেকে ১৭ অগাস্টের মধ্যে।  সোমবার ইসরো প্রধান আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে এবং চন্দ্রযান মিশন সফল হবে এ ব্যাপারে তিনি।  গত মাসের ১৪ জুলাই সফল ভাবেই উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩, যত চাঁদের কাছে যাবে চন্দ্রযান-৩ ততই,  জটিল হতে থাকবে মিশন। এখনও পর্যন্ত ইসরোর ধারনা, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে।

    মিশনের কঠিন পর্ব 

    এস সোমনাথ জানিয়েছেন, ১০০ কিমি গন্তব্য পর্যন্ত আমরা কোনও রকম কঠিন পর্ব দেখছি না। কিন্তু তারপর থেকে পৃথিবীতে বসে ল্যান্ডারের অবস্থান নির্ণয় করাটা সঠিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই পরিমাপ যদি সঠিক হয় তখনই সফলভাবে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করতে পারবে চাঁদের দেশে। এ প্রসঙ্গে এস সোমনাথ আরও জানিয়েছেন, ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনও আংশিকভাবে সফল হয়েছিল। তিনি আরও জানান, চন্দ্রযান-২ এর পাঠানো ছবিগুলো চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এও ব্যবহার করা হচ্ছে, একদম সঠিক ল্যান্ডিং এরিয়া পরিমাপ করার জন্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share