Tag: vikram pragyan on moon

vikram pragyan on moon

  • Vikram-Pragyan: ঘুমোতে যাওয়ার আগে বিক্রমের থ্রি-ডি ছবি নিয়েছিল প্রজ্ঞান, প্রকাশ করল ইসরো

    Vikram-Pragyan: ঘুমোতে যাওয়ার আগে বিক্রমের থ্রি-ডি ছবি নিয়েছিল প্রজ্ঞান, প্রকাশ করল ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) নতুন ছবি প্রকাশ করল ইসরো। তবে, এই ছবি আগের থেকে একেবারে আলাদা। কারণ, এই ছবি দেখতে গেলে, পরতে হবে বিশেষ চশমা। কারণ, ছবিটি থ্রি-ডি বা ত্রিমাত্রিক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রভূমি সহ ল্যান্ডার বিক্রমের এই বিশেষ ছবি তুলেছিল রোভার প্রজ্ঞান (Vikram-Pragyan)।

    প্রজ্ঞানের তোলা বিক্রমের ত্রিমাত্রিক ছবি

    রাত ঘনিয়েছে চাঁদের দেশে। তার আগেই, ব্যাটারি ফুল চার্জ করে সোমবার ল্যান্ডার বিক্রমের পেটে সেঁধিয়ে গিয়েছে রোভার প্রজ্ঞান। ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রমও। এখন অপেক্ষা চাঁদের দক্ষিণ মেরুতে আরেকটা সূর্যোদয়ের, যা আসবে ১৪ দিন পর। বিক্রম-প্রজ্ঞান  (Vikram-Pragyan) ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার নতুন ছবি নিজেদের ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে পোস্ট করেছে ইসরো। রোভার প্রজ্ঞানের ক্যামেরায় ধরা পড়েছে ল্যান্ডার বিক্রম সহ চন্দ্রপৃষ্ঠের ওই ছবিটি। ইসরো জানিয়েছে, ঘুমোতে যাওয়ার আগে, গত ৩০ অগাস্ট, ১৫ মিটার দূরত্ব থেকে রোভার প্রজ্ঞান এই ছবিটি তুলেছে।

    কী এই ‘অ্যানাগ্লিফ’ ছবি?

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ছবিটি দুভাগে তুলেছে প্রজ্ঞান। এই ‘অ্যানাগ্লিফ’ ছবিটি মূলত ন্যাভক্যাম স্টিরিও ইমেজ ব্যবহার করে তোলা হয়েছে। প্রজ্ঞান রোভারে রয়েছে এই ক্যামেরাটি। এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ছবি তোলা হয়েছে (Vikram-Pragyan)। তার পর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি। ইসরো জানিয়েছে, এই তিন-চ্যানেল বিশিষ্ট ছবির  বাঁ-দিকে রয়েছে রেড চ্যানেল, ডান দিকে রয়েছে নীল এবং সবুজ রঙের ইমেজ। সবগুলিকে এক করে একটি স্টিরিও ইমেজ তৈরি করা হয়েছে। যেটা থ্রি-ডি বা ত্রিমাত্রিক এফেক্ট দিচ্ছে। ইসরো জানিয়েছে, লাল ও সবজে-নীল বা নীলাভ-সবুজ রঙের চশমা পরে দেখলে, ছবিটি স্পষ্ট হবে।

    আরও পড়ুন: প্রয়াত ইসরো বিজ্ঞানী এন ভালারমতি, তাঁর কণ্ঠেই বিশ্ব শুনেছিল ভারতের চন্দ্রজয়ের কথা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: পূর্বসূরির চোখে উত্তরসূরি! চাঁদের বুকে ‘বিক্রম’-এর ছবি তুলে পাঠালো ‘চন্দ্রযান ২’ অরবিটার

    Chandrayaan 3: পূর্বসূরির চোখে উত্তরসূরি! চাঁদের বুকে ‘বিক্রম’-এর ছবি তুলে পাঠালো ‘চন্দ্রযান ২’ অরবিটার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে তার সঙ্গীর অকালমৃত্যুতে সে একা হয়ে পড়েছিল। চার বছর ধরে সে একাই চাঁদের চারপাশে চরকি-পাক খাচ্ছিল। এবার সে একজন সঙ্গী পেয়েছে। চন্দ্রভূমে সফল অবতরণ করেছে তার উত্তরসূরি ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) ল্যান্ডার। ইতিমধ্যেই সেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে ‘চন্দ্রযান ২’-এর অরবিটারের। এবার চন্দ্রপৃষ্ঠে থাকা ল্যান্ডার ‘বিক্রম’-এর (Vikram-Pragyan) ছবি উঠলো চন্দ্র-২ অরবিটারে লাগানো ক্যামেরায়। সেই ছবি পোস্ট করা হয়েছে ইসরোর চন্দ্রযান-৩ ট্যুইটার হ্যান্ডলে।

    এখনও সচল চন্দ্র-২ অরবিটার

    ২০১৯ সালে চাঁদে পাড়ি দিয়েছিল ‘চন্দ্রযান ২’। কিন্তু, সেই অভিযান সফল হয়নি। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়েছিল ‘হার্ড-ল্যান্ডিং’ ল্যান্ডার ‘বিক্রম’ (‘চন্দ্রযান ৩’ অভিযানেও ল্যান্ডার ও রোভারের নাম অরপিবর্তিত রাখা হয়েছে)। কিন্তু, সচল রয়েছে চন্দ্র-২ অরবিটার। সে এখনও প্রদক্ষিণ করে চলেছে চাঁদকে। চার বছর আগের সেই ব্যর্থতার পর ২০২৩ সালে এসে সাফল্যের মুখ দেখল ইসরো। 

    মহাকাশে বিরাট লাফ ভারতের

    বুধবারই মহাকাশে বিরাট লাফ দিয়েছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) ল্যান্ডার ‘বিক্রম’ ও তার পেটে থাকা রোভার ‘প্রজ্ঞান’ (Vikram-Pragyan)। ইতিমধ্যেই, চাঁদের বুকে দাপিয়ে এদিক-ওদিক হেঁটে বেড়াচ্ছে রোভার। অন্যদিকে, এক জায়গায় স্থির রয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। এদিকে, চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে সেই ছবি তুলে নিলো ‘চন্দ্রযান ২’ অরবিটার। অর্থাৎ, পূর্বসূরির চোখে ধরা দিল উত্তরসূরি।

    ইসরোর তরফে যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম। আগের দিনের সঙ্গে বর্তমানে ল্যান্ডারের অবস্থানের পার্থক্য বোঝাতে বুধবার দুপুরের আর বুধবার রাতের দুটো ছবি প্রকাশ করে ইসরো। দুটি ছবিই চন্দ্রপৃষ্ঠের এক জায়গার। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে গর্তের মধ্যে, মোটামুটি সমতল একটা জায়গা খুঁজে নিয়ে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে রয়েছে চাঁদের মাটিতে। তার ছায়াও ধরা ছবিতে।

    ঠিকঠাক কাজ করছে বিক্রম-প্রজ্ঞান (Vikram-Pragyan)

    এর আগে, গতকাল ইসরো জানিয়েছিল, ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3) সকল সিস্টেম ঠিকঠাক কাজ করছে। সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে। ইসরো ট্যুইট করে জানিয়েছে, ‘‘সমস্ত কাজ নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে। সমস্ত সিস্টেমও স্বাভাবিক রয়েছে। ল্যান্ডার মডিউল পেলোডগুলি— ইলসা, রম্ভা এবং চ্যাস্টে চালু করা হয়েছে। রোভারের গতিশীলতা কার্যক্রমও শুরু হয়েছে। প্রপালশন মডিউলে শেপ পেলোড রবিবার চালু করা হয়েছে৷’’

    নামার আগে শেষ মুহূর্তের ভিডিও

    পাশাপাশি, ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) অবতরণের আগে চূড়ান্ত মুহূর্তগুলির একটি ভিডিও শেয়ার করেছে ইসরো। সেখানে দেখা যাচ্ছে, যতই চাঁদের দিকে এগিয়ে চলেছে ল্যান্ডার ততই স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে চাঁদ। ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ওই ছবিগুলি ধরা পড়ে অবতরণের একেবারে শেষ মুহূর্তে। ভিডিও শেয়ার করার সময় ইসরো টুইটে জানিয়েছে, ‘‘ল্যান্ডার ইমেজার ক্যামেরাটি মাটি স্পর্শ করার ঠিক আগে চাঁদের ছবি ধারণ করেছিল।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share