Tag: Vikram Vedha

Vikram Vedha

  • Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। তবে জানেন কী হৃত্বিকের দুর্দান্তচ নাচ ও অ্যাকশন কখনও আপনারা দেখতেই পেতেন না, কারণ তাঁর কিছু স্বাস্থ্যগত সমস্যার জন্য। কিন্তু তাঁর কঠোর পরিশ্রমে তিনি আজ এই জায়গাতে দাঁড়িয়ে। আর আপনারাও তাঁর অসাধারণ নাচ ও অ্যাকশনের সাক্ষী হতে পারছেন। তবে এই কথা প্রায় সবারই অজানা ছিল। এমনকি হৃত্বিক নিজেও কখনও এই কথা শেয়ার করেনি। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথা বলতে শোনা যায়।

    সম্প্রতি বড়পর্দায় আসতে চলেছে ‘বিক্রম বেদা’। তারই একটি গান শনিবার মুক্তি পেয়েছে। ‘অ্যালকোহলিয়া’ গানে রয়েছে হৃত্বিকের দুর্দান্ত নাচ। এই গানের স্টেপগুলো দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘বিক্রম বেদা’, তাঁর জন্য  একটি বিশেষ ফিল্ম, কারণ এটি তাঁর ক্যারিয়ারের ২৫তম ছবি।

    আরও পড়ুন: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    গান লঞ্চ ইভেন্টের সময়, দর্শক, অনুরাগীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এদিন খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন হৃত্বিক। তিনি তাঁর প্রথম ছবি ‘কহো না… পেয়ার হ্যায়’ মুক্তির পরের ঘটনার কথা মনে পড়ে। তখনই তিনি আরও একটি অজানা কথা জানান সবাইকে। তিনি বলেন, ‘কহো না… পেয়ার হ্যায়’  মুক্তির আগে আমার ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার স্বাস্থ্যের অবস্থা এতটা ভালো নয়। তাই আমি অ্যাকশন ছবি আর নাচ করতে পারব না। কিন্তু আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমার স্বাস্থ্য এবং ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছি৷ এটা আমার জন্য মিরাকেলের চেয়ে কিছু কম নয় কারণ আমার ২৫তম ছবিতে, আমি এখনও অ্যাকশন করছি এবং আমি এখনও নাচ করছি এবং পাশাপাশি ডায়লগ বলতেও সক্ষম৷ আমি মনে করি একুশ বছর বয়সী আমি আজ এই আমাকে নিয়ে খুব গর্বিত।”

    উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘বিক্রম বেদা’ ছবিতে সইফ আলি খানের সঙ্গে এক ফ্রেম শেয়ার করতে দেখা যাবে হৃতিক রোশনকে। এই অ্যাকশন থ্রিলারে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং শরীব হাশমি। ‘বিক্রম বেদা’ হল একটি তামিল হিট ছবির অফিসিয়াল রিমেক এবং এটি পরিচালনা করেছেন পুষ্কর- গায়ত্রী। সেখানে অভিনয় করেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।

     

  • Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: টিজারই দর্শকদের নজর কেড়ে নিয়েছিল, তবে এবারে জানা গিয়েছে, বেদার চরিত্রে হৃত্বিককে তিন অবতারে দেখা যাবে। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সইফ আলি খানের অনুরাগীরা নতুন ছবি ‘বিক্রম বেদা’-র ট্রেলারের জন্য বহুদিন ধরেই আশায় বসেছিলেন। এবারে তাঁদের এই অপেক্ষার অবসান হল। কারণ গত ৪ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার। আর সেখানেই জানা গিয়েছে, এই ছবির ট্রেলার মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর।

    ট্রেলারের জন্য তো উত্তেজনা ছিলই, তবে ছবিতে বেদের চরিত্রে হৃতিককে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে অর্থাৎ বিক্রম বেদা ছবিতে তিন আলাদা অবতারে দেখা যাবে হৃত্বিককে। আর এই খবর ছড়িয়ে পড়তেই হৃত্বিকের ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। জানা গিয়েছে, হৃত্বিকের কাছে এই ছবিটি বিশেষ হতে চলেছে। কারণ বিক্রম বেদা হৃত্বিকের ২৫ তম ছবি।

    ‘বিক্রম বেদা’ টিজারটি দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং হিন্দি সিনেমার টিজারের মধ্যে এই সিনেমার টিজারকেই সর্বাধিক পছন্দের টিজার হিসাবে ধরা হয়েছে। অ্যাকশন-থ্রিলারে ভরা এই ছবিতে এক সৎ, নিষ্ঠাবান পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফকে। অন্যদিকে, তাঁর সবচেয়ে বড় শত্রু গ্যাংস্টার বেদার ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। উল্লেখ্য, ২০১৭ সালের সুপারহিট তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই নতুন ছবিটি।

    আরও পড়ুন: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    সূত্রের খবর অনুযায়ী, ‘বিক্রম বেদা’ ছবিতে বেদার যাত্রা এবং তাঁর কাহিনী দেখানো হবে। আর এই জন্যই হৃতিককে ছবিতে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে। বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, অভিনেতা হিসেবে হৃতিক সবসময়ই তার অনস্ক্রিন চরিত্রকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর প্রথম ছবি ‘কাহো না.. প্যায়ার হ্যায়’ থেকে তাঁর শেষ ছবি ‘সুপার 30’ এবং ‘ওয়ার’ পর্যন্ত, হৃত্বিক নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাঁর ভক্তদের মন জয় করেছেন। তাই এবারও তাঁর অনুরাগীরা আশায় বুক বেঁধেছে যে হৃত্বিক এবারও নতুন চমক নিয়ে আসবেন ও তাঁর চরিত্রের মাধ্যমে ফ্যানদের মুগ্ধ করবেন।

    এই ছবির লুক, টিজার সামনে আসতেই দর্শকরা তাঁর অনেক প্রশংসা করেছেন। উল্লেখ্য, তামিল ছবি ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল যথাক্রমে বিক্রম ও বেদার ভূমিকায়। সেই ছবিটি পরিচালনা করেছিলেন পুষ্কর এবং গায়ত্রী। এবার এই হিন্দি রিমেকটিও তাঁরাই পরিচালনা করেছেন। এছাড়াও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’। ‘বিক্রম বেদা’ যে চলতি বছরের অন্যতম সুপারহিট সিনেমা হতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না।

     

LinkedIn
Share