Tag: vikshit Bharat 2047

vikshit Bharat 2047

  • PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’, মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের উদ্দেশে এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।‘তৃতীয়বার-মোদি সরকার’, বিজেপির এই নির্বাচনী স্লোগান যে বাস্তব রূপ নিতে চলেছে, সেই ইঙ্গিতই যেন ধরা দিল মন্ত্রিসভায় নরেন্দ্র মোদির ভাষণে। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই প্রায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারপর এদিন প্রধানমন্ত্রীর (PM Modi) আত্মবিশ্বাসে ভরা ভাষণ, এতে বেশ ব্যাকফুটে ইন্ডি জোট। মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী এদিন প্রায় ১ ঘণ্টা হাইভোল্টেজ ভাষণ দেন।

    মন্ত্রীদের ভোটের সময় সতর্ক থাকতে বলেন মোদি 

    এর পাশাপাশি মন্ত্রীদের সতর্ক থাকতেও বলেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ভোটের আগে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে নিষেধ করেছে নমো। এছাড়া, বিতর্ক এড়িয়ে চলার এবং ‘ডিপফেক’ প্রযুক্তি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মাস কয়েক আগে ডিপফেকের মাধ্যমে প্রধানমন্ত্রীর গড়বা নাচের ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে। মন্ত্রীদের তিনি জানান, বর্তমানে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ সমেত অনেক কিছু পরিবর্তন করা যায়। তাই, কোনও বিবৃতি দেওয়ার আগে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ‘বিকশিত ভারত ২০৪৭’

    মোদি সরকার (PM Modi) বিগত ২ বছর ধরে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে, ‘বিকশিত ভারত ২০৪৭’- নীল নকশা তৈরি করেছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশগুলির তালিকায় তুলে আনার পরিকল্পনা করে সাজানো হয়েছে এই নথি। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ‘বিকশিত ভারত ২০৪৭’। কেন্দ্রীয় সরকারের তরফে জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত গোটা দেশে ২৭০০টিরও বেশি ছোটবড় বৈঠক হয়েছে এই বিষয়ে। সেই বৈঠকগুলি থেকে উঠে এসেছে ৪৫০টি প্রস্তাব। যা ভেবেচিন্তে দেখছে কেন্দ্র। আগামী মে মাসে নতুন সরকার গঠনের পরই যাতে পরিকল্পনাগুলির দ্রুত বাস্তবায়িত হয়, সেকারণে ১০০ দিনের একটি পৃথক পরিকল্পনাও তৈরি করেছে মন্ত্রিসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share