Tag: Vinod Kambli

Vinod Kambli

  • Vinod Kambli: শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি

    Vinod Kambli: শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) বিনোদ কাম্বলির শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও, আশঙ্কা পুরোপুরি কাটেনি বলেই খবর। তবে কাম্বলির (Vinod Kambli) ঠিক কী হয়েছে, তা জানানো হয়নি।

    অসুস্থ কাম্বলি

    সাম্প্রতিক সময়ে কাম্বলির (Vinod Kambli) অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ বেড়েছে। অগাস্ট মাসে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় রীতিমতো টলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার (Indian Cricketer)। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন ক্রিকেটভক্তরা। এর মধ্যে ভাইরাল হয় আর একটি ভিডিও। সেখানে দেখা যায়, কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বন্ধু শচীন তেণ্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। যা দেখে তাঁর অসুস্থতা নিয়ে আশঙ্কা আরও দৃঢ় হয়। এক মাস আগেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল কাম্বলিকে। কাম্বলির আর্থিক অবস্থাও ভাল নয়। এই পরিস্থিতিতে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা। কপিল দেব ও সুনীল গাওস্কর জানিয়েছেন, তাঁরা কাম্বলিকে সুস্থ দেখতে চান। তার জন্য আর্থিক সাহায্য করতেও প্রস্তুত। তবে একটি শর্ত দিয়েছেন তাঁরা। কাম্বলিকে সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাবিলিটেশন কেন্দ্রে ভর্তি হতে হবে। যদি কাম্বলি রাজি থাকেন, তবেই সাহায্য করবেন তাঁরা।

    কাম্বলির ক্রিকেট কেরিয়ার 

    ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিনোদ কাম্বলি (Vinod Kambli) ১৭টি টেস্ট ম্যাচে মোট ১,০৮৪ রান করেন। টেস্ট কেরিয়ারে তিনি চারটে শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি একদিনের ক্রিকেটে তিনি ১০৪টি ম্যাচে মোট ২,৪৭৭ রান করেন। ওয়ান-ডে ক্রিকেটে তিনি জোড়া শতরানের পাশাপাশি ১৪ হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু, ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে শেষপর্যন্ত টিম ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে শেষ ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা শচীন তেণ্ডুলকরের বাল্যবন্ধু বিনোদ কাম্বলি (Vinod Kambli)। মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল এই ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন বিনোদের (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া।
    জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থানায় আন্দ্রেয়া তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছেন। ক্রিকেটারের স্ত্রীর অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁর দিকে রান্নার বাসনপত্র ছুড়ে মারেন তাঁর স্বামী। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাতও পেয়েছেন বলে জানিয়েছেন আন্দ্রেয়া।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টা থেকে ১:৩০ এর মধ্যে। এফআইআর-এ বিনোদের স্ত্রী আরও জানিয়েছেন, মদ খেয়ে বান্দ্রার ফ্ল্যাটে এসে অশান্তি শুরু করেন তাঁর স্বামী। তারপর আচমকাই রান্নাঘর থেকে বাসন ছুড়তে থাকেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ওই বাসনই মাথায় এসে লাগে স্ত্রী আন্দ্রেয়ার। ক্রিকেটারের স্ত্রীর আরও অভিযোগ, যেসময় এই ঘটনাটি ঘটে তখন ফ্ল্যাটে উপস্থিত ছিল তাঁদের ১২ বছরের পুত্রও। আন্দ্রেয়ার কথায়, ‘কোনও কারণ ছাড়াই মাঝে মধ্যে আমার ও ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে বিনোদ (Vinod Kambli)। শুধু রান্নার বাসন দিয়ে নয়, ব্যাট দিয়েও মারধর করেছে এর আগে।’ আহত অবস্থায় এরপর ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যান আন্দ্রেয়া। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করেন তিনি। কাম্বলির (Vinod Kambli) কোনও বিবৃতি অবশ্য পাওয়া যায়নি এই ঘটনায়।
    প্রসঙ্গত কাম্বলির আর্থিক অবস্থা মোটেও ভাল নয়। প্রাক্তন এই তারকা ব্যাটসম্যান নিজেই বারবার সেকথা বলেছেন। একসময়ের প্রতিভাবান এই ক্রিকেটার তিনি বর্তমানে অসহায়, সম্বলহীন ভাবে জীবন কাটাচ্ছেন।এর মাঝেই জড়িয়ে পড়লেন এমন বিতর্কে। পুলিশ তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিনা তা এখনও জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

LinkedIn
Share