Tag: Viral News

Viral News

  • Viral News: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল…

    Viral News: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল…

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল মিশরের উপকূলে। এই ঘটনার সাক্ষী হয়ে থাকল একগুচ্ছ মানুষ। তবে কারোর থেকেই সাহায্য পাওয়া গেল না। একটি হাঙরের আক্রমণে প্রাণ হারালেন এক ৬৮ বছর বয়সী অস্ট্রিয়ান মহিলা ও এক রোমানিয়ান মহিলা। ইজিপ্টের (Egypt) লোহিত সাগরের (Red Sea) সল হাশিশ (Sahl Hasheesh) উপসাগরে এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাটি হওয়ার সময় সেখানে উপস্থিত বহু মানুষ এটির ভিডিয়োও করেছেন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হতে শুরু হয়েছে।

    খবরসূত্রে জানা যায়, এই দুই মহিলা লোহিত সাগরে সাঁতার কাটছিলেন। আর তখনই মহিলাটির ওপর হাঙর আক্রমণ করে। আর তখন সেখানে উপস্থিত লোকেরা ভিডিও করে হাঙরটির দৃষ্টি অন্য দিকে সরানোর চেষ্টা করলেও কেউ জলে নেমে তাঁদের সাহায্য করতে যায়নি। শুধুমাত্র আক্রমণ চালিয়েই থেমে থাকেনি হাঙরটি, অস্ট্রিয়ান মহিলাটির একটি হাত ও পা কেটে নিয়েও চলে যায়। যদিও তিনি অনেক চেষ্টা করে উপকূলে এসে পৌঁছতে পারেন। কিন্তু শেষ রক্ষাটুকু করা গেল না। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। আর এক মহিলাকে আক্রমণ চালানোর প্রায় এক ঘণ্টা পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

    সেখানকার সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত শুক্রবার হুরঘাদা (Hurghada) রিসর্টের দক্ষিণে সল হাশিশ উপসাগরে সাঁতার কাটছিলেন তাঁরা। তারপরেই হাঙর আক্রমণ করলে একজনের পা ও হাত কেটে নিয়ে চলে যায়। এরপরেও নিজেই উপকূলে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত ধারে পৌঁছে গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান। এই ঘটনার পরেই লোহিত সাগরের (Red Sea) সমস্ত সৈকত দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ৩ দিনের জন্য বন্ধ সৈকতগুলি।

    প্রসঙ্গত, এর কিছুদিন আগেই ফ্লোরিডাতে (Florida) এমনই দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একটি কম বয়সী মেয়েকেও আক্রমণ করেছিল এক হাঙর এবং তার পায়ের কিছুটা অংশ কেটে নিয়ে চলে যায়। যদিও পরে সে বেঁচে যায় তার দাদার জন্য। এই ঘটনাটির কথা তাঁর বাবা ফেসবুকে পোস্ট করে জানান। 

     

  • Swiggy: সুইগিতে বাম্পার অফার! ভাইরাল ‘সুইগি বয়’-কে খুঁজে দিলে মিলবে ৫০০০ টাকা

    Swiggy: সুইগিতে বাম্পার অফার! ভাইরাল ‘সুইগি বয়’-কে খুঁজে দিলে মিলবে ৫০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে টাকা জেতার সুযোগ করে দিল ‘সুইগি’ (Swiggy)। কিন্তু কেন এই অফার? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এরপরেই আসল ঘটনা জানা গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে ঘোড়ায় চড়ে এক ব্যক্তি মুম্বইয়ের ব্যস্ত রাস্তা পেরোচ্ছেন এবং তাঁর পিঠে ছিল একটি সুইগির ডেলিভারি ব্যাগ। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। প্রায় কয়েক হাজার কমেন্ট এবং শেয়ার হয় ভিডিয়োটি।

    আরও পড়ুন: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    ভারী বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন। গাড়ি নিয়ে যাতায়াত করা মুশকিল। কিন্তু তার মধ্যেই ওই ফুড ডেলিভারি বয় নিজের কর্তব্যে অনড় থেকে সেই পরিস্থিতিতেই বেড়িয়ে পড়েন ঘোড়া নিয়ে। এরপর থেকেই এই ‘সুইগি বয়’-এর পরিচয় জানার জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে। আর অবশেষে ওই ভিডিয়োতে কমেন্ট করে বসল খোদ ‘সুইগি’। এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছে সংস্থাটি। যেখানে ঘোষণা করা হয়েছে যেই ব্যক্তি এই সুইগি বয়কে খুঁজে দিতে পারবে তাঁর জন্য পুরস্কার হিসেবে ৫০০০ টাকা দেওয়া হবে।

    [insta]https://www.instagram.com/p/CfoUkopPrO-/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের সংস্থার সেই কর্মীকেই হন্যে হয়ে খুঁজছে সুইগি। কারণ ভিডিয়ো তে তাঁর মুখ দেখা যায়নি। তাই ওই ডেলিভারি বয়কে খুঁজতে ব্যর্থ হওয়ায় এ বার তাঁকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করল সুইগি। সুইগির তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ওই ডেলিভারি বয়ের খোঁজ দিতে পারলে বা তাঁর সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে তাঁকে সুইগি’র ওয়ালেটে পাঁচ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাঁকে সেখানে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’  বলেও অ্যাখ্যা দেওয়া হয়েছে। ওই ডেলিভারি বয়ের কর্তব্য ও কাজের প্রতি নিষ্ঠা দেখে তাঁর প্রতি সম্মান জানানের জন্য সুইগি তাঁকে খুঁজে বেরোচ্ছে। 

  • Father-Daughter: পিতা-কন্যার যুগলবন্দী! ভারতীয় বায়ুসেনায় একসঙ্গে যুদ্ধবিমান চালিয়ে গড়ে তুললেন ইতিহাস

    Father-Daughter: পিতা-কন্যার যুগলবন্দী! ভারতীয় বায়ুসেনায় একসঙ্গে যুদ্ধবিমান চালিয়ে গড়ে তুললেন ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবাকে আদর্শ করে তাঁর দেখানো পথে হাঁটতে পৃথিবীর সব মেয়েই চান। আবার বাবার পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। তবে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে খুব সংখ্যক কেই দেখা যায়। কিন্তু বর্তমানে সেই বিরল উদাহরণ সৃষ্টি করে ভারতীয় বায়ুসেনায় একইসঙ্গে যুদ্ধবিমান ওড়ালেন বাবা-মেয়ে। আকাশে বিমান ওড়ানোর এই ঘটনাটি বর্তমানে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর বাবা-মেয়ের যুগলবন্দীতে বিমান ওড়ানোর মুহূর্তটি ভারতীয় বায়ুসেনার ইতিহাসের পাতায় লেখা থাকবে। একই ফাইটার জেট আকাশে ওড়ালেন বাবা-মেয়ের জুটি। প্রথমবার এমন নজির দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)।

    আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন ‘হিরো’, কে এই ক্যাপ্টেন মণিকা?

    ভারতীয় বায়ুসেনায় আধিকারিক পদে রয়েছেন সঞ্জয় শর্মা (Sanjay Sharma)। আর মেয়ে অনন্যা শর্মা (Ananya Sharma) ফাইটার পাইলট হিসেবে ২০২১ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। এবার অনন্যা শর্মা ও তাঁর বাবা ভারতীয় বিমান বাহিনীতে এক ইতিহাস তৈরি করেছেন। বাবা এবং ছেলের একসঙ্গে যুদ্ধবিমান ওড়ানোর দৃশ্য আগে অনেকবার দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনায়। কিন্তু বাবা আর মেয়ের জুটি এর আগে কখনও দেখা যায়নি৷ আর এবার সেই শূন্যতাই পূরণ করলেন বায়ুসেনা আধিকারিক সঞ্জয় শর্মা এবং ফ্লাইং অফিসার অনন্যা শর্মা।

    ছোট থেকেই তিনি তাঁর বাবাকে দেখেছেন ভারতীয় বায়ুসেনায় বিমান চালাতে। আর সেই থেকেই তাঁর মনেও একইরকম হওয়ার ইচ্ছে ছিল। এমনকি এই পেশা ছাড়া অন্য কোনও পেশার কথা কল্পনাতেও ভাবতে পারেননি। এমনটিই জানিয়েছেন অনন্যা। কিন্তু তাঁর এই পথ এতটাও সহজ ছিল না। কারণ আগে মেয়েদের জন্য বিমান ওড়ানোর অনুমতি ছিল না। কিন্তু ২০১৬ সালে প্রথম মেয়েদের ফাইটার পাইলট হওয়ার অনুমতি দেওয়া হয়। এরপরেই ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে অনন্যা বি টেক সম্পন্ন করে আইএএফ-এর ফ্লাইং শাখার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। এরপরেই তিনি ২০২১ সালের ডিসেম্বরে একজন ফাইটার পাইলট হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে ১৯৮৯ থেকে ভারতীয় বায়ুসেনাতে কর্মরত আছেন তাঁর বাবা সঞ্জয় শর্মা ।  

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    চলতি বছরের ৩০মে এই পিতা-কন্যার যুগলবন্দীতে যুদ্ধ বিমান চালানোর ঘটনাটি ঘটে। এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন এই জুটি।

     

  • Russian Woman Marries Stepson: সৎ ছেলেকে বিয়ে করলেন রুশ মহিলা, সংসারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান

    Russian Woman Marries Stepson: সৎ ছেলেকে বিয়ে করলেন রুশ মহিলা, সংসারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের জানুয়ারি মাসেই একটি খবরে তোলপাড় হয় নেট দুনিয়া। সৎ ছেলেকে বিয়ে করেন রাশিয়ার এক ইনফ্লুয়েন্সার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণও সেই ছেলেই। সৎ ছেলেকে বিয়ে করার আগেই তাঁর কন্যাসন্তানের মা হন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্লগারের নাম মারিয়ানা বালমাশেভা। জানা গিয়েছে, স্বামীর ২১ বছরের ছেলে ভ্লাদিমির ‘ভোভা’ শ্যাভিরিনের সঙ্গে এই রুশ মহিলার সম্পর্ক হয়। সৎ ছেলের সঙ্গে সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। এরপরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মারিয়ানা বালমাশেভার। সৎ ছেলেকে বিয়ে করার জন্যই তিনি স্বামীকে ডিভোর্স দেন। শ্যাভিরিনের বাবা অ্যালেক্সির সঙ্গে যখন মারিয়ানার বিয়ে হয় তখন তাঁর বয়স ৭ বছর। বিয়ের ১০ বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অ্যালেক্সি এবং মারিয়ানা একসঙ্গে ৫ সন্তান দত্তকও নেন। তবে শ্যাভিরিন ছিলেন অ্যালেক্সির প্রথম পক্ষের সন্তান। পরবর্তীতে মারিয়ানা এবং ভ্লাদিমিরের সংসারে আসে নতুন সদস্য। মেয়ের মা হয়েছেন মারিয়ানা। ঘর বাঁধেন তাঁরা। অ্যালেক্সি দত্তক নেওয়া পাঁচ সন্তানের দেখভাল করতে ব্যস্ত। এভাবেই কেটে গেছে দেড়টা বছর। ফের আরও একবার নেটমাধ্যমে ভাইরাল মারিয়ানা-শ্যাভিরিন। কারণ দ্বিতীয় সন্তানকে খুব শীঘ্রই স্বাগত জানাতে চলেছেন। আসতে চলেছে আরও এক নতুন অতিথি। নেট মাধ্যমে মারিয়ানা শেয়ার করে নিয়েছেন সেই ছোট্ট ভ্রূণের ভিডিও।   

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Марина Балмашева (@marina_balmasheva)

    স্বামীর সঙ্গে প্রেম থেকে তিনজনের সংসারের চলকে পড়া ভালোবাসা সবটাই মারিয়ানা ভাগ করে নেন নিজের ফলোয়ারদের সঙ্গে।  

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Марина Балмашева (@marina_balmasheva)

    মারিয়ানা জানিয়েছেন, দ্বিতীয়বার বাবা হতে পেরে উচ্ছসিত শ্যাভিরিন। 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Марина Балмашева (@marina_balmasheva)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Марина Балмашева (@marina_balmasheva)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Марина Балмашева (@marina_balmasheva)

  • Blue Lobster: মৎস্যজীবীর জালে বিরল নীল গলদা চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি 

    Blue Lobster: মৎস্যজীবীর জালে বিরল নীল গলদা চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি 

    মাধ্যম নিউজ ডেস্ক: গলদা চিংড়ি তো সবাই দেখেছেন। দেখে জিভে জলও এসেছে নিশ্চই। কিন্তু একেবারে নীল রঙের (Blue Lobster) চিংড়ি কি দেখেছেন কখনও? অবাক হচ্ছেন? ভাবছেন চিংড়ি আবার নীল রঙের হয় নাকি! এমনই সুন্দর চিংড়ির হদিশ পেলেন এক মার্কিন মৎস্যজীবী (US Fisherman)। যুক্তরাষ্ট্রের লার্স-জোহান লারসন (Lars-Johan Larsson) নামের এক ব্যক্তি সম্প্রতি অত্যন্ত বিরল নীল গলদা চিংড়ি ধরেছিলেন। এই চিংড়ি এতটাই বিরল, যে ২০ লক্ষের মধ্যে মাত্র একটি এমন ধরনের চিংড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। রবিবার চিংড়িটির একটি ছবি শেয়ার করে লারসন লিখেছেন, “এই নীল গলদা চিংড়িটি গতকাল পোর্টল্যান্ডের (Portland) উপকূলে ধরা পড়েছিল এবং পরে তাকে জলেই ফেরত পাঠানো হয়।” এমন উজ্জ্বল নীল রঙের চিংড়ির ছবি মুহূর্তেই ভাইরাল (Viral) হয় নেট মাধ্যমে। ৫১৬,০০০ লাইক এবং ৪৩,০০০ বার রিট্যুইট করা হয় পোস্টটি। চিংড়ি যে এতটাও সুন্দর হতে পারে সেই ধারণা ছিল না অনেকেরই।   
     
    [tw]


    [/tw]

    স্বাভাবিকভাবেই তাজ্জব নেটিজেনরা। একজন লিখেছেন, “এত বছর বয়স হল, আজ প্রথম নীল গলদা চিংড়ি দেখছি।” অন্য আরেকজন লিখেছেন, “আমার সৌভাগ্য এমন বিরল প্রাণী দেখলাম। আশ্চর্য! লালের বদলে নীল রঙের।” আরও একজন আবার রসিকতা করে লিখেছেন, “সবসময় নীল রঙের বলেই ধরা পড়ে এবং নীল রঙের বলে ছাড়াও পেয়ে যায়।” 

    আরও পড়ুন: সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই মহিলা, এরপর কী হল….

    কেউ কেউ আবার এও বলেছেন তাঁরাও এই বিরল প্রাণীটিকে ধরেছেন। একজন লেখেন, “লং আইল্যান্ড সাউন্ডে ১৯৯৩ সালের গ্রীষ্মে একটি নীল গলদা চিংড়ি ধরা পড়েছিল৷ আমরা ওকে একটি অ্যাকোয়ারিয়ামে দিয়ে এসেছিলাম যাতে দীর্ঘকাল বাঁচতে পারে.. দেখতে খুব সুন্দর ছিল”। আরেকজন লেখেন, “আমরা ১৫ বছর আগে নর্থ হ্যাভেনে একটি নীল গলদা চিংড়ি ধরেছিলাম। আমরাও জলেই ছেড়ে দিই”।

    আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন ‘হিরো’, কে এই ক্যাপ্টেন মণিকা?   
     
    বেশিরভাগ গলদা চিংড়ি বাদামী বা লাল রঙের হয়। মেইন বিশ্ববিদ্যালয়ের লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা  চিংড়ি খুবই বিরল এবং ২০ লক্ষের মধ্যে মাত্র একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। জিনগত অস্বাভাবিকতার কারণেই গলদা চিংড়িগুলি এই রঙের হয়। অন্যদের তুলনায় একটি নির্দিষ্ট প্রোটিন বেশি উৎপাদন করে এই চিংড়িগুলি।  

     

  • Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    Viral Video: বাইকের বদলে ঘোড়া! জলমগ্ন মুম্বইয়ে খাবার পৌঁছে দিতে একি করলেন সুইগি বয়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইরে খেতে যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে পারছেন না বৃষ্টির জন্য? তাই বাড়িতে বসেই খাবার অর্ডার করছেন খাবার সরবরাহকারী সংস্থা থেকে! কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যারা খাবার সরবরাহ করছে তাঁদেরকেও এই ঝড়-বৃষ্টি পেরিয়ে খাবার পৌঁছে দিতে হচ্ছে। ফলে এক ডেলিভারি বয় এই জলমগ্ন রাস্তায় খাবার পৌঁছে দিতে গিয়ে এক অবাক কাণ্ড করে বসলেন, যার ফলে তিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড! ৫ লাখ টাকার গয়না চুরি করল ইঁদুর!

    বৃষ্টির ফলে রাস্তায় জমেছে জল। গাড়ি আটকে যাচ্ছে জলে। কিন্তু কর্তব্য পালন তিনি অনড়। সময়ের মধ্যেই কাস্টমারের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে। কিন্তু প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন একটা উপায় তো বের করতেই হবে। তখন তিনি এক অভিনব উপায় বের করলেন। ওই ডেলিভারি বয় গাড়ির বদলে ঘোড়া নিয়ে ছুটলেন খাবার পৌঁছে দিতে।

    [tw]


    [/tw]

    যুবকের এমন কাণ্ড দেখে সকলে অবাক হলেও, অনেকেই প্রশংসা করেছেন। প্রবল বৃষ্টির মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে ঘোড়া। তার ওপরে বসে রয়েছেন ওই যুবক ও তাঁর পিঠে জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’-র (Swiggy) ব্যাগ। আর এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। ঘটনাটি মুম্বইয়ের। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে কেউ লিখেছেন, ‘একেই বলে শাহি ডেলিভারি।’ আর একজন লিখেছেন, ‘আশা করি পিৎজা ডেলিভারি করছেন না এই ছেলেটি।’

    আরও পড়ুন: বাবার শেষ ইচ্ছে পূরণ, হাসপাতালে সিরিঞ্জে করে মদ নিয়ে গিয়ে গলায় দিলেন মেয়ে

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (Indian Meteorological Department) শহরে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অবিরাম বৃষ্টির জন্যে কালবাদেবী (Kalbadevi) ও সিয়ন (Sion) এলাকায় দুটি বাড়ি ভেঙেও পড়েছে। যদিও এতে কেউ আহত হননি এবং কিছু ক্ষতিগ্রস্ত বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।  আর এর মধ্যেই সুইগি ডেলিভারি বয়ের এই কাণ্ড নেট দুনিয়ায় ভাইরাল । নেটিজেনরাও হতবাক।

  • YouTube First Video: জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    YouTube First Video: জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে, গোটা বিশ্বের মানুষ ইউটিউব (Youtube) ছাড়া এক মুহূর্তও চলার কথা ভাবতে পারেন না। আমাদের জীবনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে ইউটিউব। তবে কখনও কি ভেবে দেখেছেন, যেই ইউটিউবে আমরা হাজার হাজার ভিডিও এখন দেখতে পাচ্ছি, তার প্রথম ভিডিও কী ছিল এবং কে-ই বা ওই ভিডিওটি শেয়ার করেছিল। তাই ফিরে দেখা যাক, ১৭ বছর আগে। প্রথম ইউটিউব ভিডিওটি পোস্ট করেছিলেন সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম (Jawed karim) এবং ভিডিওটির নাম “মি অ্যাট দ্য জু” (Me at the Zoo)। নেটমাধ্যমে এই ভিডিওটি আবার ভাইরাল হতেই নেটিজেনরা নস্টালজিক হয়ে পড়েছে।

    আরও পড়ুন: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    তবে অনেকের এখন এটাই জিজ্ঞাস্য যে, কি এমন ছিল এই ভিডিওতে। ১৭ বছর আগের আপলোড করা ১৯ সেকেন্ডের ভিডিওটিতে করিমকে সান দিয়েগোর একটি চিড়িয়াখানায় হাতিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি হাতিদের সামনে দাঁড়িয়ে আছে ও হাতিদের এত বড় শুঁড় কীভাবে সামলায় সেই নিয়েই বলেছেন।

    [insta]https://www.instagram.com/tv/Cen1tWaoQGd/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে আশ্চর্যের বিষয় হল, এটিই তাদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে আপলোড করা একমাত্র ভিডিও এবং এই সামান্য ভিডিওতে ২৩৫ মিলিয়ন ভিউ রয়েছে। তবে অনেকের ধারণা, এই ভিডিও থেকেই প্রথম ভ্লগিং করার চিন্তাধারা উঠে এসেছে। ইতিমধ্যেই এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে শুরু করেছে অনেকেই ও এই থেকেই অনেকে জানতে পারে যে কীভাবে ইউটিউব শুরু হয়েছিল। ফলে নেটিজেনরা আবেগঘন হয়ে পড়ে। আবার অনেকে এই ভিডিও-এর নীচে কমেন্ট সেকশনে লেখেন যে, এই ইউটিউব অনেকের জীবনে বদলে দিয়েছে। এর মধ্যেই এই পোস্টটি ১৬৮,২৩৬ বার দেখা হয়েছে।

    আরও পড়ুন :এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    উল্লেখ্য, ইউটিউব ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারীতে চালু হয়েছিল। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে গুগলের (Google) পরেই ইউটিউবের স্থান। ওয়েবসাইট অনুসারে, ইউটিউবের ২.৫ বিলিয়নেরও বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে, যারা প্রায় প্রতিদিন এক বিলিয়ন ঘন্টার বেশি ভিডিও দেখেন।

LinkedIn
Share