Tag: Virat Anushka

Virat Anushka

  • Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন।

    কেন রটল এমন খবর

    সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই ক্লিনিকে ফোটোশিকারিদের মুখোমুখি হতেই বিরাট কোহলি নিজে তাঁদের ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন। তিনি নিজে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান। সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন সন্তান আগমনের খবর কোহলি ঘোষণা করবেন কিনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। 

    গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। এই কারণেই তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বর্তমানে তাঁদের মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে। ম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, তাতে তাঁকে দেখে গর্ভবতী বোঝা যায়নি। কারণ শাড়ি কিংবা ঢিলে‌ঢালা চুড়িদার পরেই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।

    আরও পড়ুন: নিবিড় অরণ্য আর ইছামতীর বুকে নৌ-বিহার, হাত বাড়ালেই “বিভূতিভূষণ অভয়ারণ্য”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Anushka Birthday: জন্মদিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির, উত্তর দিলেন বলিউড সুন্দরীও  

    Anushka Birthday: জন্মদিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির, উত্তর দিলেন বলিউড সুন্দরীও  

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটি বসন্ত পেরিয়ে এলেন অনুষ্কা (Anushka) শর্মা। ১ মে ছিল অনুষ্কা শর্মার জন্মদিন (Anuhka Sharma Birthday)। আর তার এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার জীবনের বিশেষ মানুষ, ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামে (Instagram) দুটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্যে। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম। সত্যিই তুমি অন্তর থেকে একজন সুন্দর মানুষ। বন্ধুদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।” 

    [insta]https://www.instagram.com/p/CdA2MQdPgCY/?utm_source=ig_web_copy_link [/insta]

    বিরাটের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। বিরাটের এই আবেগঘন পোস্টের উত্তর দিতে ভোলেননি বলিউড সুন্দরী। প্রিয় মানুষটির পোস্টের উত্তরে তিনি লেখেন, “আমার কথা ও মন দুটোই চুরি করেছ তুমি।” 

    বিরাট-অনুষ্কা বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’- দের মধ্যে অন্যতম। দুজনেই সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি অনুষ্কা অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিন্নি রমনের বিয়েতে তাঁর এবং বিরাটের ছবি শেয়ার করেন। সেই ছবিতে অনুষ্কাকে একটি গোলাপি সালোয়ার এবং বিরাটকে কালো কুর্তায় বেশ পছন্দ করেছিলেন ভক্তরা।    

    [insta]https://www.instagram.com/p/Cc4YyjqocwQ/?utm_source=ig_web_copy_link [/insta]

    কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মার স্পোর্টস ড্রামা ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Express)। আর তারই অধীর অপেক্ষায় দিন গুনছেন অনুষ্কা প্রেমীরা।

LinkedIn
Share