Tag: Virat Kohli

Virat Kohli

  • ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিলেন বিরাট। রবিবার তিনি উইকেট পেতেই ভারতীয় ক্রিকেটারেরা লাফিয়ে ওঠেন। সেই সঙ্গে দর্শকাসনে দেখা যায় অনুষ্কা শর্মাকে দাঁড়িয়ে হাততালি দিতে। বিরাট উইকেট পেতেই গ্যালারিতে অনুষ্কার দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মেতে ওঠেন অনুষ্কাও। নেচে ওঠে গ্যালারি। এতো দীপাবলির বিরাট-উন্মাদনা!

    বেঙ্গালুরুতে বিরাট-কাণ্ড

    ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা এদিন বেঙ্গালুরুতে এসেছিলেন দীপাবলির অনুষ্ঠানে যোগ দিতে। অনেকেই রবিবার মাঠে এসেছিলেন। অনুষ্কাকে এ বারে সব ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না। এর আগে পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। কোহলির জন্মদিনে ইডেনেও আসেননি অনুষ্কা। তিনি রবিবার বেঙ্গালুরুতে মাঠে ছিলেন এবং কোহলির উইকেট নেওয়া দেখলেন। কোহলির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নাচলেন স্ত্রী অনুষ্কা শর্মা। পরে কোহলিকেও নাচতে দেখা যায়। বিশ্বকাপে এটি কোহলির প্রথম উইকেট। ওয়ানডেতে ৫ম উইকেট। ইনজুরির কারণে মহম্মদ সিরাজ মাঠের বাইরে যান। তখনই বোলিং করার সুযোগ পান কোহলি। যদিও পরে মাঠে ফিরে আসেন সিরাজ। 

    ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসকে আউট করেন বিরাট কোহলি। এডওয়ার্ডস লেগ সাইডের বাইরে গিয়ে বল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উইকেটের পিছনে চলে যায় কেএল রাহুলের গ্লাভসে। কোহলি ৩ ওভার বল করেছেন এবং ১৩ রানে একটি উইকেট নিয়েছেন। ৯ বছর পর ওয়ানডেতে উইকেট পেলেন বিরাট। শেষবার তিনি ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন। ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির প্রথম উইকেটটি ২০১১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫০ রানে অ্যালিস্টার কুককে প্যাভিলিয়নে পাঠান তিনি।

    আরও পড়ুন: ন’টি মাঠে ন’টি ম্যাচ, ন’টিতেই জয়! কোন মন্ত্রে এই সাফল্য?

    বিকল্প খোঁজার লক্ষ্যে

    বিরাট ছাড়াও এদিন একটি উইকেট পান রোহিত শর্মা। শুভমন গিল, সূর্যকুমার যাদবও এদিন বোলিং করেছেন। ষষ্ঠ বোলারের বিকল্পের জন্যই যে এই ট্রায়াল, বুঝতে অসুবিধা হয় না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার ছাড়া সকলেই বোলিং করেছেন। এর ইতিবাচক দিক নিঃসন্দেহে রয়েছে। সকলকেই দেখে নেওা গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    Virat Kohli: আজ ৩৫-এ পা কিং কোহলির, ইডেনেই কি ছোঁবেন মাইলফলক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিনই আবার ইডেনে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরানের মালিক কোহলি। ৪৯তম সেঞ্চুরি কি কলকাতায়? জন্মদিনে ‘বিরাট’ পারফরম্যান্স দেখার অপেক্ষায় কলকাতা।  প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের রয়েছে ৪৯টি শতরান। এই মাইলফলক ইডেন গার্ডেনে বিরাট কোহলি ছুঁতে পারবেন কিনা সেটাই আজকে দেখার! চলতি বিশ্বকাপে একটি শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। শতরানের কাছাকাছি গিয়ে আউট হয়েছেন বেশ কয়েকবার। বিশ্বকাপে তাঁর সংগ্রহে রয়েছে চারটি অর্ধশতরানও। বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচ খেলে বিরাট কোহলির সংগ্রহ ৪৪২ রান। বিশ্বকাপের প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যেও স্থান পেয়েছেন তিনি।

    বিরাটের সামনে কোন কোন রেকর্ড?

    তবে ক্রিকেট নিয়ে চর্চা করেন এমন ব্যক্তিরা বলছেন, আরও বেশ কয়েকটি রেকর্ড রয়েছে চলতি বিশ্বকাপের টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) যা স্পর্শ করতেই পারেন। ২০১১ সালে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি বাহিনীর সেই ব্রিগেডের সদস্য ছিলেন বিরাট কোহলিও। ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছলেও, শেষপর্যন্ত আর জিততে পারেনি। ১২ বছর পরে ফের একবার বিশ্বকাপ জেতার হাতছানি রয়েছে ভারতের সামনে। এবার যদি বিশ্বকাপ জেতে ভারত, সেক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটো বিশ্বকাপজয়ী দলের সদস্য হবেন কোহলি।

    জন্মদিনে সিএবি দেবে সোনার ব্যাট 

    অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে সিএবির তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে একটি সোনার ব্যাট। সিএবি র পরিকল্পনা ছিল বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিরাট কোহলির জন্মদিনটা পালন করা হবে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধি নিষেধ থাকার কারণে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান ছোট করা হয়েছে। কলকাতায় বড় ম্যাচের আগে বিরাটের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    Kohli and Ganguly: ম্যাচের পর করমর্দন সৌরভ-কোহলির! সম্পর্কের বরফ কি আদৌ গলবে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ-কোহলির (Kohli and Ganguly) সম্পর্কের বরফ কি গললো শনিবার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমীদের মনে। শনিবার ফের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও RCB, দিল্লির ঘরের মাঠে। ম্যাচের পর দুই দলের সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময় দেখা গেল বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলালেন। শুধু হাত মেলানোই নয়, কাঁধে হাত দিয়ে কিছু বলতেও দেখা যায়। অর্থাৎ, প্রায় একমাস আগে যে ছবিটা দেখা গিয়েছিল, সেটা এবার বদলে গেল। ক্রীড়াপ্রেমীরা এবার আশাবাদী, গম্ভীরের সঙ্গেও একইভাবে সম্পর্কের উন্নতি হবে কোহলির। তবে কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার সিনিয়রদের সঙ্গে বিতর্কে কেন জড়াচ্ছেন কোহলি? এক্ষেত্রে তাঁরা উদাহরণ দিচ্ছেন কোহলির পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনির। যিনি দেশকে তিন রকমের ক্রিকেটে সাফল্য এনে দিয়েছিলেন। পাশাপাশি কখনও বিতর্কে জড়াননি। প্রসঙ্গত,  ১ মে লখনউয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন, লখনউয়ের একটা করে উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত নানা রকমের অঙ্গভঙ্গি করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেছিলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেছিলেন কোহলিও। তার পরেই সেখানে এসেছিলেন গম্ভীর। তিনি কোহলিকে কিছু একটা বলেছিলেন। তার পরেই বিবাদ বেড়ে গিয়েছিল।  

    চিন্নাস্বামী স্টেডিয়ামের ঘটনা…

    প্রসঙ্গত একমাস আগে ১৫ এপ্রিল চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পর আলোচনায় উঠে আসে ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে সম্পর্ক। দেখা যায় ম্যাচের পর করমর্দনের সময় বিরাট ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Kohli and Ganguly) হাত মেলাননি একে অপরের সঙ্গে। এই নিয়ে শুরু হয় জোর চর্চা। এরপর একে অপরকে ইন্সটাগ্রাম থেকে আনফলো করে দেন। তবে শনিবারের পর একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাটের 

    Virat Kohli: প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাটের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। এরপর দীর্ঘ তিন বছর পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট। এই শতরান হাঁকিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই বিরাটের সর্বকালের সর্বোচ্চ স্কোর। কোহলি বরাবার আগ্রাসী ব্যাটিং করতেই দেখা যায়। কিন্তু আহমেদাবাদে দেখা গেল অন্য বিরাটকে ঠান্ডা মাথায় নিজের ইনিংস গড়েন। ২৪১ বলে শতরান করেন তিনি। যার মধ্যে কেবল ৫ বাউন্ডারি মারেন। অর্থাৎ ৮০ রান সিঙ্গেলে নিয়েছেন কোহলি। ফলে লাল বলে ক্রিকেটে শতরানের খরা কাটাতে কম কষ্ট করতে হয়নি বিরাটকে।

    এটি ছিল তাঁর কেরিয়ারের ২৮ তম শতরান

    কোহলি নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান পূর্ণ করেন। সব থেকে টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে।
    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটি কোহলির ৮ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাসকরকে। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি ১৬ নম্বর আন্তর্জাতিক শতরান।

    দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলছেন বিরাট

    দেশের মাটিতে এটি বিরাট কোহলির (Virat Kohli) ৫০তম টেস্ট ম্যাচ। কেরিয়ারের স্মরণীয় ম্যাচে আরও একটি নজির গড়েন বিরাট কোহলি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান পূরণ করেন বিরাট কোহলি। ৫৯ রান করতেই এই রেকর্ড করেন কোহলি (Virat Kohli)।

    আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৫ তম শতরান করলেন বিরাট কোহলি। যা একমাত্র সচিন তেন্ডুলকরের রয়েছে। শততম সেঞ্চুরিরও একমাত্র মালিক সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে আগেই পৌছে গিয়েছিলেন বিরাট (Virat Kohli) এখন। সামনে শুধু সচিন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী  রেকর্ড গড়লেন কোহলি?  জানুন বিস্তারিত

    Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী রেকর্ড গড়লেন কোহলি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ চারটি ম্যাচে তিনটে সেঞ্চুরি! জীবনের সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৫০ ওভারে ভারত করে ৩৯০ রান, জবাবে মাত্র ২২ ওভার খেলে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানই করতে সমর্থ হয়।  এদিন ত্রিবান্দ্রমে লঙ্কা বধের সঙ্গেই প্রবেশ করলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের গোত্রে।

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    শ্রীলঙ্কার একসময়ের তারকা ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা খেলোয়ারদের তালিকায় বিরাট কোহলি প্রবেশ করলেন।

    আরও পড়ুন: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী

    ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে রানের দিক থেকে বিরাট কোহলির (Virat Kohli) স্থান হল পঞ্চম। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

    আরও পড়ুন: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
    রবিবার ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৬২ রান করতেই এই রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। জয়বর্ধনের স্থান এখন ষষ্ঠ।

    আরও পড়ুন: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    বিরাটের (Virat Kohli) আগে এখন আর কে কে রয়েছেন

    আজকের ম্যাচের শুরুতে বিরাট কোহলির (Virat Kohli) রান ছিল ১২,৫৮৮ অপরদিকে শ্রীলঙ্কার জয়বর্ধনে পঞ্চম স্থানে ছিলেন ১২৬৫০ রান নিয়ে।

    আরও পড়ুন: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন

    তালিকার শিখরে রয়েছেন সচিন তেন্ডুলকর যাঁর নম্বর ১৮,৪২৬ এরপরে কুমার সঙ্গরকারা আছেন ১৪,২৩৪ রান নিয়ে, তারপর রিকি পন্টিং ১৩,৭০৪ এবং সনৎ জয়সূর্য ১৩,৪৩০ অর্থাৎ বর্তমানে কোহলির (Virat Kohli) সামনে এখন সনৎ জয়সূর্য।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখন প্রতিটি ম্যাচেই ঝলসে উঠছে । বর্তমানে ভারতের এই তারকা ব্যাটসম্যানের নামে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে অনেকেই লিজেন্ড বলছেন। ২০২৩ সালেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে বেশিরভাগ ক্রিকেট ভক্তের নজর যে বিরাট কোহলির (Virat Kohli)  দিকে থাকবে, একথা বলাই যায়। এই তারকা ব্যাটসম্যানের উপর স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ রয়েছে খুব বেশি। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli)  ভূমিকা কেমন হতে চলেছে তা নিয়েই খোলামেলা আলোচনা করলেন গৌতম গম্ভীর।

    কী বললেন গৌতম গম্ভীর

     গৌতম গম্ভীর মনে করছেন যে বিরাট কোহলির (Virat Kohli)  একটি বড় ভূমিকা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। বিরাটের (Virat Kohli)  সঙ্গ দেওয়ার জন্য ইতিমধ্যে আরও দুই উঠতি ব্যাটসম্যান রয়েছেন। সূর্য কুমার যাদব এবং ঈশান কিষান। এদিন গৌতম গাম্ভীর আরও বলেন যে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এদিন স্টার স্পোর্টসের একটি টক শোতে গৌতম গাম্ভীর আরও বলেন “৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ঈশান কিষান, সূর্য কুমার যাদব প্রথমবার বিশ্বকাপ খেলবেন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বিরাট কোহলি (Virat Kohli)  এবং রোহিত শর্মার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই আর সেটা কাজে লাগানো খুব জরুরি। এবার দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli)  সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কে কে থাকেন”। গৌতম গাম্ভীর আরও বলেন যে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। একার হাতেই তিনি দলকে জিতিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। তবে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় কোহলি বন্দনায় মেতেছেন। যা মূলত দেখা যেত শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে। বর্তমানে বিরাট কোহলিও প্রতিপক্ষ দলের থেকেও সমীহ ও সম্মান পাচ্ছেন একইভাবে।

    রোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে পাকিস্তান। উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত। একটা সময় অবশ্য কিছুটা পাল্লা ভারি ছিল পাকিস্তানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে বাবর আজমদের মুখের গ্রাস কেড়ে নেন কোহলি একাই। ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রাম কোহলির প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে আমার দেখা সেরা ব্যাটসম্যান কোহলি। ওর ব্যাটিং থেকে চোখ ফেরানো যায় না। গত ১৫ বছর ধরে রান করছে। রান তাড়া করার ক্ষেত্রে ওর ব্যাটিং গড় অতুলনীয়। কোহলিকে দেখে মনে হয় যেন ভিন গ্রহের ক্রিকেটার।’ 

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    স্বভাবতই হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপই আমাদের জয়ের আশা জল ঢেলে দিল। কোহলির ইনিংসটা সত্যিই অনবদ্য।’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা ট্যুইটবার্তায় বলেন, কোহলি একজন ক্লাসিক ক্রিকেটার।

    পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ পাক ক্রিকেটারদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কোহলির প্রশংসা করেছেন….

    প্রাক্তন পাক পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন—-

    দেশের পরাজয়ে মন খারাপ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিকের। তবে এমন একটি উপভোগ্য ম্যাচ দেখে তিনি কতটা খুশি, ধরা পড়েছে তাঁর ট্যুইটে

  • India VS Pakistan: বিরাটের দুরন্ত পারফরম্যান্সে শেষ বলে জয় টিম ইন্ডিয়ার

    India VS Pakistan: বিরাটের দুরন্ত পারফরম্যান্সে শেষ বলে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবার্নে বিরাট দীপাবলী পালন করছে ভারতীয়রা। ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনা সাক্ষী রইল মেলবোর্নের ৯০ হাজারের বেশি দর্শক। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে হারের মধুর প্রতিশোধ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। কোহলীর চওড়া ব্যাটে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল রোহিতরা।

    গত কয়েক বছর ধরেই বিরাটকে সইতে হয়েছে অবজ্ঞা, অপমান, উপেক্ষার জ্বালা। হাত থেকে গিয়েছে জাতীয় দলের নেতৃত্ব । এমনকি জাতীয় দল থেকে বাদ পড়ার কথাও শুনতে হয়েছে। ‘ফুরিয়ে গিয়েছেন,’ ‘বুড়ো হয়ে গিয়েছেন’ শব্দ বন্ধনী আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাঁকে। এর আগে এশিয়া কাপেই নিজের ফর্মের ঝলক দেখিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাটে রান পেয়েছিলেন দুবাইয়ে।

    তবে এই তাঁর মহারাজকীয় প্রত্যাবর্তনের জন্য আরও বড় মঞ্চ তৈরি রেখেছিলেন। যে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায়ে ক্যাপ্টেন হিসাবে এক বছর আগে মাথা হেঁট হয়ে গিয়েছিল, সেই বিশ্বকাপ প্ল্যাটফর্মেই অতিমানবীয় ইনিংস খেললেন বিরাট। সম্মোহিতের মত এতে আত্মসমর্পণ করে ছাড়া যাতে উপায় ছিল না পাকিস্তানের।

    [tw]


    [/tw]

    কোহলি যে সময় ব্যাট করতে নেমেছিলেন ভারত তখন অথৈ জলে হাবুডুবু খাচ্ছে। রবিবার ১৬০ স্কোরকেও এক সময় টিম ইন্ডিয়ার কাছে পাহাড়-প্রমাণ ঠেকাচ্ছিল। দ্রুত একের পর এক উইকেট খুঁইয়ে ইনিংসের শুরুতেই ভারতের হার প্রায় নিশ্চিত হতে চলেছিল।

    ভারতের টপ অর্ডার কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। যার চাপ পড়ে টিমের মিডল অর্ডারে। পাওয়ার প্লে-র মধ্যেই দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ভারত টপ অর্ডার । কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পরে লোয়ার অর্ডারকে বাঁচাতে সাত-তাড়াতাড়ি নামানো হয় অক্ষর প্যাটেলকে। তিনিও দ্রুত রান আউট হয়ে যাওয়ার পর মাত্র ৩১ রানে দাঁড়ায়। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৪ উইকেট খুইয়ে মাত্র ৪৫ জোটে। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরানো অকল্পনীয় মনে হচ্ছিল।

    তবে লক্ষ্য কঠিন হলেও তবে অসম্ভব ছিল না। কেন না, ক্রিজে বিরাট-হার্দিক জুটি। ব্যাটে-বলে টাইম করতে গোটা ইনিংস জুড়েই হার্দিক সমস্যায় পড়লেও  ৩৭ বলে ৪০ রানের দাঁত কামড়ে থাকা হার্দিকের সঙ্গেই কোহলি পঞ্চম উইকেটের পার্টনারশিপে তুললেন ১১৩ রান। হঠাৎ যে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, সেই ম্যাচেই পাল্টা লড়াই জমিয়ে দেন দুজনে।

    [tw]


    [/tw]

    শেষ ওভার যেন কমেডি অফ এরর। রানের লক্ষ্য দাঁড়ায় ১৬ । বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজকে আক্রমণে আনেন বাবর। হার্দিক পান্ডিয়া বরাবর স্ট্রাইক করতে সমস্যায় পড়ছিলেন। তিনি শেষ ওভারের প্ৰথম বলেই হাঁকাতে গিয়ে সোজা ক্যাচ তুলে বিদায় নিলেন। বিরাট ও হার্দিকের জুটি ভাঙ্গে। পরের দুই বলে উঠল মাত্র ৩ রান। তবে চতুর্থ বলেই নাটকীয় ঘটনা। হাই ফুলটসে কোহলি মাঠের বাইরে বল পাঠানোর পরে আম্পায়ার উচ্চতার জন্য নো দেন। ফ্রি-হিটে কোহলি বোল্ড হলেও দৌঁড়ে তিন রান নেন বিরাট। শেষ ২ বলে ২ রান। পঞ্চম বলে স্টাম্পড দীনেশ কার্তিক।শেষ বলে ২ রান। ক্রিজে অশ্বিন। অশ্বিন মিড অফের উপর দিয়ে খেলে সিঙ্গল নিয়ে জয় নিশ্চিত করেন। এই মুহূর্তের আগে অবধি ভারতীয় সমর্থকদের যেন হৃদযন্ত্র খুলে বসতে হয়েছিল। জয় নিশ্চিত হতেই বিরাট নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। হাঁটু মুড়ে বসে পড়েন বিরাট । উইকেটের মধ্যে মারেন ঘুসি।হেলমেট খুলে বার বার আকাশের দিকে তাকাচ্ছিলেন। মাঝে মধ্যে হাঁফ ছাড়তে দেখা যাচ্ছিল। সত্যিই তো, মেলবোর্নের মাঠে ইনিংসের শুরুতে যে ভাবে তিনি দু’রান, তিন রান নিয়েছেন তাতে ক্লান্তি আশা স্বাভাবিক। কিন্তু ক্লান্তির থেকেও অনেক বেশি স্বস্তি দেখা যাচ্ছিল কোহলির মুখে।

    আজীবনের চেজ মাস্টার বিরাট পুনরায় ফর্ম ফেরায় ইনিংস জুড়ে আরও কিছু রেকর্ডের অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    IPL 2024: শুরু আইপিএল ২০২৪, ধোনির নেতৃত্ব ছাড়াই নামছে চেন্নাই! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোহলিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের অপেক্ষা। শুরু হতে চলেছে ক্রিকেট-বিনোদনের মহাযজ্ঞ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতা শুরুর ২৪ ঘণ্টা আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। প্রথম ম্যাচেই নতুন অধিনায়কের সামনে বিরাট কোহলির দল। কোহলি অবশ্য নিজেও অধিনায়ক নন। ধোনি-কোহলির দ্বৈরথ দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। 

    নেতা নন ধোনি!

    গত বার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন, হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আর এক বছর তিনি খেলবেন। এ বার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। হয়তো এ বারই শেষ বার খেলবেন ধোনি। সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন। কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে চালাতে হয়, হাতে ধরে তা ঋতুকে শিখিয়ে দিতে চান ধোনি। এ বার চেন্নাইয়ের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছেন। রবীন্দ্র জাডেজা, মইন আলি, মিচেল স্যান্টনারের পাশাপাশি রাচিন রবীন্দ্রকেও নিয়েছে তারা। রয়েছেন ড্যারিল মিচেল। শার্দূল ঠাকুর পুরনো দলে ফিরেছেন। দীপক চাহারও খেলবেন। ধোনির সঙ্গে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে পাবে চেন্নাই।

    বিরাট-টার্গেট

    অন্য দিকে আরসিবির দলেও এ বার অলরাউন্ডার বেশি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে রয়েছেন ক্যামেরন গ্রিন। তা ছাড়া আলজারি জোসেফ, রিচি টপলি, লকি ফার্গুসনেরা থাকায় দলের পেস আক্রমণ শক্তিশালী হয়েছে। আকাশ দীপ ভারতীয় সাজঘরের স্বাদ পেয়েছেন। রয়েছেন মহম্মদ সিরাজ। আর সবাইকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফাফ ডুপ্লেসি। বেশ কিছুদিন পর মাঠে নামবেন কোহলি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলে ফিরতে গেলে বিরাটকেও যে টি-টোয়েন্টি আসরে ভাল পারফর্ম করতে হবে তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। তাই রানে ফেরার তাগিদ থাকবে কিং কোহলির মধ্যে। 

    আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

    সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। গানের পাশাপাশি আছে নাচের অনুষ্ঠান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: বিরাট সম্মান! কোহলিকে ম্যানুয়েল ন্যুরের সমতুল্য ঘোষণা করল বায়ার্ন মিউনিখ

    Virat Kohli: বিরাট সম্মান! কোহলিকে ম্যানুয়েল ন্যুরের সমতুল্য ঘোষণা করল বায়ার্ন মিউনিখ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ক্রিকেটে তিনি রাজা। ব্যাট হাতে বাইশ গজে বারবার নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন কিং কোহলি (Virat Kohli)। শুধু ম্যাচ জেতানোই নয়, বহু কঠিন পরিস্থিতি থেকেও দলকে জিতিয়েছেন তিনি। তাই তাঁর জনপ্রিয়তা মাত্রা ছাড়িয়েছে প্রতিদিন। ক্রিকেটের বাইরে সম্পূর্ণ ক্রীড়া জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। জার্মানির জনপ্রিয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ এফসি এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করল। ৬ বারের ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল দাবি করেছেন যে কিং কোহলি, তাদের দলের কিংবদন্তি গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল ন্যুরের সমতুল্য। 

    বিরাট বন্দনা

    সম্প্রতি এক ফুটবলপ্রেমী নিজের এক্স হ্যান্ডেল থেকে বায়ার্ন মিউনিখ এফসি দলকে জিজ্ঞেস করেন দুটি আলাদা খেলার অ্যাথলিটদের নাম করতে যারা একে অপরের সমতুল্য। এই প্রশ্নের উত্তরে ক্লাবের তরফ থেকে দেওয়া হয় বিরাট কোহলি ও ম্যানুয়েল ন্যুরের নাম। জনপ্রিয় এই ফুটবল ক্লাবের একাধিক ভারতীয় সমর্থক এই উত্তর দেখেই আবেগ তাড়িত হয়ে পড়েন। চোখের নিমেষে ভাইরাল হয় ট্যুইট।। সকলেই ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এর জন্য। জার্মান ক্লাবের এই উত্তর দেখে খুশি হয়েছেন বহু ভারতীয় ক্রিকেট দলের সমর্থকও। আগামী ম্যাচগুলির জন্য বায়ার্নকে শুভেচ্ছা জানিয়েছে কোহলির (Virat Kohli) ভক্তরা।

    কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। গতসপ্তাহে নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই খুশির খবরটি দেন। স্ত্রী অনুষ্কার পাশে থাকার জন্য বর্তমান ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন কোহলি। তবু বাইশ গজের রাজা তিনি। তাই কবে তিনি ফের বাইশ গজে ফিরবেন তা নিয়ে জের জল্পনা চলছে। আইপিএলের প্রথম পর্বে না হলেও দ্বিতীয় পর্বে নিশ্চয় তাঁকে দেখা যাবে, আশায় কোহলি অনুরাগীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share