Tag: visakhapatnam

visakhapatnam

  • Apple and Google in India: ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে ভারতে অ্যাপল ও গুগলের বিপুল বিনিয়োগ

    Apple and Google in India: ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে ভারতে অ্যাপল ও গুগলের বিপুল বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকে উপেক্ষা করে ভারতের প্রতি প্রবল আস্থা প্রকাশ করেছে বিশ্বের দুই টেক জায়ান্ট অ্যাপল ও গুগল। দুই সংস্থা মিলে প্রায় ₹১.৭৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করছে ভারতে। ট্রাম্প সম্প্রতি অ্যাপলকে ভারতের পরিবর্তে যুক্তরাষ্ট্রে ব্যবসায় বেশি মনোযোগ দিতে বলেন। তবে সেই নির্দেশকে পাত্তা না দিয়ে অ্যাপল গত ছয় মাসে ভারত থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ₹৮৮,৭৩০ কোটি) মূল্যের আইফোন রফতানি করেছে। অন্যদিকে, গুগলও বিশাখাপত্তনমে ১০ বিলিয়ন ডলারের একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে চলেছে।

    রফতানিতে রেকর্ড গড়ল অ্যাপল

    চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসেই অ্যাপল ভারত থেকে ১০ বিলিয়ন ডলারের আইফোন রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। ২০২৪ সালে এই সময়ে রফতানি হয়েছিল ৫.৭১ বিলিয়ন ডলারের আইফোন। শুধু সেপ্টেম্বর মাসেই অ্যাপল রফতানি করেছে ১.২৫ বিলিয়ন ডলারের আইফোন, যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৫৫ শতাংশ বেশি। তখন রফতানি ছিল মাত্র ৪৯০ মিলিয়ন ডলার। এ বছর প্রথমবারের মতো অ্যাপলের সব মডেল—প্রো (Pro), প্রো ম্যাক্স (Pro Max) এবং এয়ার (Air)—ভারতে উৎপাদনের শুরু থেকেই রফতানি হচ্ছে। এর আগে প্রো মডেলগুলো রফতানির জন্য কয়েক মাস অপেক্ষা করতে হতো। সরকারের পিএলআই (PLI) স্কিমের আওতায়, স্মার্টফোন সংস্থাগুলি নিয়মিতভাবে উৎপাদন ও রফতানি সংক্রান্ত তথ্য শেয়ার করে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাপলের রফতানির এই উত্থানের পেছনে অন্যতম কারণ হলো এপ্রিল মাসে টাটা ইলেকট্রনিক্সের হোসুর প্ল্যান্ট ও ফক্সকনের বেঙ্গালুরু ইউনিট চালু হওয়া।

    গুগল আনছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার

    গুগল তাদের প্রথম বৃহৎ ডেটা সেন্টার তৈরি করতে চলেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ১ গিগাওয়াট (GW) ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে গুগল বিনিয়োগ করছে প্রায় ₹৮৮,৭৩০ কোটি (১০ বিলিয়ন ডলার)। এই প্রকল্পে থাকবে তিনটি সাবমেরিন কেবল, একটি কেবল ল্যান্ডিং স্টেশন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন মেট্রো ফাইবার লাইন, যা ভারতে নতুন টেলিকম অবকাঠামো গড়ে তুলবে। প্রকল্পটির চূড়ান্ত চুক্তি ১৪ অক্টোবর দিল্লিতে হয়ে গিয়েছে। যেখানে উপস্থিত ছিলেন গুগলের শীর্ষ কর্তারা এবং অন্ধ্রপ্রদেশের আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে স্টেট ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড অনুমোদন দিয়েছে বলে খবর।

    ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ

    এই প্রকল্প গুগলের পক্ষ থেকে ভারতের ডিজিটাল অর্থনীতিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সরাসরি বিনিয়োগ হতে চলেছে। বর্তমানে গুগলের ১১টি দেশে ২৯টি ডেটা সেন্টার রয়েছে, যার মধ্যে রয়েছে—মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, বেলজিয়াম এবং চিলি। বিশাখাপত্তনম ডেটা সেন্টার হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার ক্লাস্টার।

    টাটার নয়া উদ্যোগ

    আইফোন তৈরিতে এমনিই চিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমাদের দেশ। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১০ বিলিয়ন ডলারের আইফোন রফতানি করেছে ভারত। যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। আর এবার সেই বৃদ্ধিতে ইন্ধন যোগাতে একটি বিরাট পদক্ষেপ করেছে টাটা। জানা গিয়েছে, ভারতে তৈরি আইফোন রফতানি করে বেশ লাভবান হয়েছে অ্যাপেল। আর সেই জায়গা থেকেই তারা ভারতে উৎপাদন বাড়াতে চাইছে। আবার, ভারতে আইফোন তৈরি করে অর্থনৈতিক ভাবে উপকৃত হয়েছে টাটাও। সেই কারণেই তারা ভারতে তাদের উৎপাদন বাড়াতে চাইছে।

    টাটার পদক্ষেপে নানা ইঙ্গিত

    একটা সময় এমন ছিল যে আইফোন তৈরি হত চিনেই। তারপর বিভিন্ন কারণে চিনের উপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইছে এই আমেরিকান টেক জায়ান্ট। এ ছাড়াও ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন শুল্কের মতো একাধিক কারণে অ্যাপেল তাদের উৎপাদন ভারতে সরিয়ে নিয়ে আসতে আগ্রহী। আগামী বছরের মধ্যে আমেরিকায় বিক্রি হওয়া সমস্ত আইফোন যাতে ভারতের কারখানা থেকে তৈরি হয় সেটাই নিশ্চিত করতে চাইছে অ্যাপেল। বর্তমানে ভারতে তৈরি আইফোনের তিন ভাগের মধ্যে দুই ভাগ আসে ফক্সকনের কারখানা থেকে। বাকি অংশ তৈরি করে টাটা। তবে, নয়া এই প্ল্যান্ট অধিগ্রহণের পর টাটার উৎপাদন ক্ষমতা যে অনেকটাই বাড়বে সেই কথা বলার অপেক্ষা রাখে না। কাউন্টারপয়েন্ট রিসার্চের সহ-প্রতিষ্ঠাতা নিল শাহ বলছেন, চিনের মতো শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলা আসলে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, টাটার এই পদক্ষেপ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বছর শেষ হওয়ার আগেই আইফোনের ২৬ শতাংশই রফতানি করবে ভারত। যা এই বছরের শুরুর দিকে ছিল ২০ শতাংশের কাছাকাছি। আর টাটার এই পদক্ষেপ যেন সেদিকেই ইঙ্গিত করছে।

     

     

  • DC vs KKR: আজ সৌরভের দিল্লির বিরুদ্ধে জিততে মরিয়া নাইটরা, কাকে সমর্থন? দ্বিধাবিভক্ত কলকাতা

    DC vs KKR: আজ সৌরভের দিল্লির বিরুদ্ধে জিততে মরিয়া নাইটরা, কাকে সমর্থন? দ্বিধাবিভক্ত কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের দিল্লি না শাহরুখের কলকাতা! আজ, (IPL 2024) বুধবার বিশাখাপত্তনমে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। কোন দলকে সমর্থন করবে, তাই নিয়েই দ্বিধাবিভক্ত কলকাতার ক্রিকেটপ্রেমীরা। সৌরভ দিল্লির অধিনায়ক, কোচ কেউ নন। তিনি দিল্লি দলের ডিরেক্টর। দিল্লির ডাগআউটে তাঁর উপস্থিতি মন কেড়ে নেয় বাঙলার। তাই এই ম্যাচে প্রিন্স অফ ক্যালকাটার দিকে অবশ্যই থাকবেন কলকাতার একদল ক্রিকেট অনুরাগী। সৌরভ ছাড়াও দিল্লি দলে বাংলার প্রতিনিধি হিসেবে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার অভিষেক পোড়েল, যিনি চন্দননগরের ছেলে। সেখানে কেকেআর দলে বাংলার কোনও প্রতিনিধি নেই গত সাতবছর ধরেই। কিন্তু তবু নাইটদের জন্য গর্জে ওঠে ইডেন। কেকেআর কেকেআর… ধ্বনিতে ফেটে পড়ে গ্যালারি। চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গম্ভীরকে বরণ করে নেয় কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

    স্টার্ক-কে নিয়ে ভাবনা

    আইপিএলের (IPL 2024) প্রথম দুটো ম্যাচ জিতে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। দিল্লিকে হারালে জয়ের হ্যাটট্রিক হবে। তাই কোনওভাবেই উইনিং ট্র্যাক থেকে সরতে চায় না নাইটরা। এই ম্যাচে নাইটদের দলগঠন কী হবে, সেই নিয়ে সংশয় রয়েছে। ২৫ কোটির মিচেল স্টার্ক আদৌ খেলবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। আট ওভার বোলিং করে ১০৮ রান দিয়েছেন তিনি। একদমই সফল নন বিশ্বজয়ী দলের নামী পেসার। কেকেআর শিবিরে স্টার্ক বাদে মোটের উপর সকলেই ছন্দে রয়েছেন। শেষ ম্যাচে নারিন সফল হয়েছেন। রাসেল, রিঙ্কুরা ভাল খেলছেন। এমনকী বলে হর্ষিত রাণা, রাসেলরাও উইকেট পাচ্ছেন। 

    পিচের চরিত্র

    বিশাখাপত্তনমের পিচ ব্যাটারদের সাহায্য করেছে। ভালো বাউন্সের কারণে বল ও ব্যাটের সংযোগ খুব ভালো হয়। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা হাই স্কোরিং হবে বলে মনে করা হচ্ছে। যদিও বোলাররাও এই পিচ থেকে সাহায্য পেতে পারেন, তবে এর জন্য তাদের ইয়র্কার ও বাউন্সার সঠিকভাবে ব্যবহার করতে হবে। দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ফিরতেই জয়ে ফিরেছে। প্রথম দুটো ম্যাচে তারা হারলেও চেন্নাই সুপার কিংসকে শেষ ম্যাচে পরাস্ত করেছে দিল্লি। তাই ঘরের মাঠে কলকাতার বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখতে চায় দিল্লি। কেকেআরকে হারালে সৌরভদের দল আবারও লিগে মেজাজে ফিরে আসবে বলাই যায়। অধিনায়ক ঋষভ পন্থের ফর্মে ফেরাও আশ্বস্ত করছে দিল্লিকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs England: বিশাখাপত্তনমে জয়ের লক্ষ্যে রণনীতি তৈরি ভারতের, দল ঘোষণা ইংল্যান্ডের

    India vs England: বিশাখাপত্তনমে জয়ের লক্ষ্যে রণনীতি তৈরি ভারতের, দল ঘোষণা ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টে মুখের গ্রাস কেড়ে নিয়ে গিয়েছে ইংল্যান্ড (India vs England)। একটা ম্যাচ বলা ভাল একটা ইনিংস ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারতীয় দলকে। দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচ জয়ের স্ট্র্যাটেজি তৈরি করতে ব্যস্ত ভারত। তারই মধ্যে ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। রোহিতদের চাপে রাখতেই ম্যাকলাম-স্টোকস জুটির এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিকেট মহল।

    ভারতের কৌশল

    দ্বিতীয় ম্যাচে ব্রিটিশ স্পিনাররা যাতে কোনওভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে তাই অনুশীলনে (India vs England) বাড়িত সুইপ ও রিভার সুইপ মারতে দেখা গিয়েছে ভারতীয় ব্যাটারদের। সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটারদের খুব একটা সুইপ বা রিভার সুইপ মারতে দেখা যায় না। তবে বিশাখাপত্তনমে নামার আগে দেখা গেল লাগাতার সুইপ এবং রিভার্স সুইপ খেলছেন ভারতীয় ব্যাটাররা। রোহিত শর্মা, শুভমান গিল থেকে শ্রেয়স আইয়ার সহ অন্যান্য ব্যাটাররাও ঝালিয়ে নেন এই শট। দ্বিতীয় ম্যাচের আগে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলদের নেটে স্পিন বোলিং করতেও দেখা গেছে। 

    ইংল্যান্ডের কৌশল

    পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিততে পারলে অনেকটা এগিয়ে যেতে পারবে ইংল্যান্ড (India vs England)। তাই প্রথম ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে তারা দ্বিতীয় ম্যাচে নামছে। প্রত্যাশামতোই এই ম্যাচে অভিষেক হচ্ছে শোয়েব বশিরের। ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ব্রিটিশরা। এই ম্যাচে সবথেকে বড় চমক হচ্ছে জেমস অ্যান্ডারসন। মার্ক উডের জায়গায় তিনি এবার প্রথম একাদশে খেলতে নামবেন। তবে স্পিনার জ্যাক লিচ খেলবেন না। প্রথম ম্যাচে চোট পাওয়ার পর তিনি এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় খেলবেন শোয়েব বশির। এই ম্যাচেও স্পিন আক্রমণে ভরসা রাখছে ইংল্যান্ড। ভারত অবশ্য পুরনো নিয়ম মেনে টসের পরেই দল ঘোষণা করবে। 

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Andhra Pradesh: অন্ধ্রের নতুন রাজধানী বিশাখাপত্তনম! দিল্লিতে ইঙ্গিত মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির

    Andhra Pradesh: অন্ধ্রের নতুন রাজধানী বিশাখাপত্তনম! দিল্লিতে ইঙ্গিত মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম। আদালতের নির্দেশ সত্ত্বেও রাজধানী হিসেবে সেই বিশাখাপত্তনমকেই বেছে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Andhra New Capital)। দিল্লিতে  ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্সের সভায় মঙ্গলবার এই ঘোষণা করেন তিনি৷ এদিন জগন বলেন, “আজ আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাতে এসেছি, যা কিনা আগামী দিনে আমাদের রাজধানী হতে চলেছে।” ঠিক কবে তিনি বিশাখাপত্তনমে সরে যাচ্ছেন, তা যদিও নির্দিষ্ট করে জানাননি জগন। তবে আগামী কয়েক মাসের মধ্যেই রাজধানীতে স্থানান্তরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন।

    শহরকে সাজানোর পরিকল্পনা

    উপকূলবর্তী ওই শহরকে ঢেলে সাজানোর কথাও ঘোষণা করেন জগন মোহন। তিনি বলেন,”আগামী ৩-৪ মার্চ বিশাখাপত্তনমে একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।” বর্তমানে অন্ধ্র প্রদেশের রাজধানী অমরাবতী। সেই অমরাবতী আদৌ রাজধানী থাকবে কিনা তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। অন্ধ্র হাইকোর্ট অমরাবতীকেই রাজধানী করার ব্যাপারে রায় দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা উঠেছে সর্বোচ্চ আদালতে। তার মধ্যেই রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমে করার ঘোষণা করলেন জগন রেড্ডি।

    আরও পড়ুন: ‘৩৭০ ধারা থেকে তিন তালাক বাতিল…, আমার সরকার নির্ভীক সরকার’, বললেন রাষ্ট্রপতি  

    জগনের যুক্তি

    নয় বছর আগে অখণ্ড অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর বিভাজিত রাজ্যের রাজধানী করা হয়েছিল অমরাবতীকে। কিন্তু গত ৩ বছরে দুবার রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জগন মোহন রেড্ডি। কিন্তু দুবারই আদালতে মামলার কারণে তাঁকে পিছিয়ে আসতে হয়। কিন্তু এবার শোনা যাচ্ছে রাজ্যের আধিকারীকদের বিশাখাপত্তনমে দফতর খোলার জায়গা দেখাতে বলেছেন মুখ্যমন্ত্রী। জগনের যুক্তি, রাজ্যের মানুষ চাইলে রাজধানী হিসেবে বিশাখাপত্তনম, চেন্নাই ও হায়দ্রাবাদের সঙ্গে একমাত্র পাল্লা দিতে পারবে। উপকুলবর্তী বিশাখাপত্তনম বরাবর অন্ধ্রের অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বলে মনে করেন তিনি। আগেও বিশাখাপত্তনম থেকে কাজকর্ম সামলেছেন জগনমোহন রেড্ডি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share