Tag: Viswanathan Anand

Viswanathan Anand

  • R Praggnanandhaa: শহরে দাবা বিশ্বকাপের রানার্স! মা-ই মনের জোর, সিনেমাও ভালবাসেন জানালেন প্রজ্ঞানন্দ

    R Praggnanandhaa: শহরে দাবা বিশ্বকাপের রানার্স! মা-ই মনের জোর, সিনেমাও ভালবাসেন জানালেন প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৮ বছর। এর মধ্যেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। বিশ্বনাথন আনন্দের পর তিনিই প্রথম ভারতীয়, যিনি এই কৃতিত্ব গড়লেন। যদিও জিততে পারেননি। কিন্তু ভারতীয়দের মধ্যে দাবা নিয়ে আগ্রহ তৈরি করার কাজটা করে ফেলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সোমবার সকালে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিল তরুণ দাবাড়ু। সেখানেই বিশ্বকাপের শিক্ষা থেকে প্রিয় ক্রিকেটার একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন প্রজ্ঞানন্দ।

    মন ভাল করে সিনেমা

    দাবা ছাড়াও তাঁর পছন্দের বিষয় হল সিনেমা। দাবা থেকে বিরতি নিয়ে মন ভাল রাখার জন্য সব রকমের সিনেমা দেখেন বলে জানালেন প্রজ্ঞা। এছাড়া ক্রিকেটও দেখেন। ৩৬ মিনিটের প্রশ্নোত্তর পর্বে প্রজ্ঞানন্দ বললেন, “আমি ক্রিকেট দেখি। ভারতীয় দলের খেলা দেখতে ভাল লাগে। রবিচন্দ্রন অশ্বিন আমার প্রিয় খেলোয়াড় কারণ ও দাবা খেলতে পছন্দ করে।”

    মা মানসিক জোর

    তিলোত্তমায় বসেছে দাবার সর্বভারতীয় আসর। বিগত কয়েকবছর ধরে এই প্রতিযোগিতার অন্যতম মুখ ছিলেন বিশ্বনাথন আনন্দ। কিন্তু চলতি বছরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের থেকেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বকাপের সময় দেখা গিয়েছে, প্রজ্ঞার মা নাগালক্ষ্মী সব সময় তাঁর পাশে রয়েছেন। প্রজ্ঞা মনে করেন দাবা খেলতে গেলে, পরিবারের পাশে থাকাটা খুব প্রয়োজন। প্রজ্ঞানন্দ বললেন, “প্রতিপক্ষ হয়তো আমার মুখ দেখে বুঝতে পারে না, আমি চাপে আছি কি না। কিন্তু মা পারে। আমার মুখ দেখে মা বলে দিতে পারে ম্যাচের কোন সময় আমি একটু চিন্তিত। মায়ের পাশে থাকাটা আমার কাছে খুবই বড় একটা মানসিক জোর। প্রতিযোগিতা যখন চলে, সেই সময় আমার মাথায় দাবা ছাড়া আর কিছু থাকে না। মা সব কিছু সামলে নেয়। বাইরে খেলতে গিয়ে আমি যাতে ঘরের খাবার খেতে পারি, সেই ব্যবস্থাও করে মা। ভারতীয় খাবার খেতেই পছন্দ করি আমি।”

    আরও পড়ুন: ধরাশায়ী ইস্টবেঙ্গল, ১০ জনে খেলেও ডুরান্ড জয় মোহনবাগানের

    এই তো সবে শুরু

    বিগত কয়েক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সামনের সারিতে উঠে এসেছেন প্রজ্ঞা। তবে আত্মতুষ্টিকে নিজের মধ্যে জায়গা দিতে নারাজ তামিল তরুণ। তাঁর কথায়, ‘আমি মনে করি অনেক অনেক দূর যেতে হবে। এই তো সবে শুরু। আমি এসব নিয়ে ভাবছি না। কঠিন পরিশ্রম করছি। খেলার প্রতি ফোকাস করছি।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘মানসিকভাবে ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক দিক থেকে ভালো থাকতে হয়। একইসঙ্গে শারীরিক সুস্থতা প্রয়োজন । আক্রমণ এবং রক্ষণ দুটোই খেলার অঙ্গ। কিছু কিছু সময় বদল করতে হয় রণকৌশল।’ বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে উঠে এসেছেন প্রজ্ঞানন্দ। ভারতীয়দের মধ্যে তাঁর সামনে ডি গুকেশ (অষ্টম) এবং বিশ্বনাথন আনন্দ (নবম)। প্রজ্ঞানন্দ জানালেন তাঁর দাবা শেখার পিছনে বিরাট কৃতিত্ব রয়েছে আনন্দের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chess World Cup Final: এবার টাই-ব্রেক! কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় গেমও ড্র প্রজ্ঞানন্দের

    Chess World Cup Final: এবার টাই-ব্রেক! কার্লসেনের বিরুদ্ধে দ্বিতীয় গেমও ড্র প্রজ্ঞানন্দের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবা বিশ্বকাপের (Chess World Cup Final) ফাইনালে প্রথম গেম গতকাল ড্র হয়েছিল। আজ, বুধবার দ্বিতীয় গেমেও ড্র করলেন আর প্রজ্ঞানন্দ ও ম্যাগনাস কার্লসেন। এদিন ৩০টি চালের পরই দ্বিতীয় গেম ড্র হয়ে যায়। আগামী কাল টাই ব্রেকের মাধ্যমেই চ্যাম্পিয়ন নির্বাচিত করা হবে। প্রজ্ঞানন্দের (Rameshbabu Praggnanandhaa) সামনে বিশ্বকাপ ফাইনাল জিতে ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেতে চান কিংবদন্তী কার্লসেন। 

    বিশ্বজয়ই লক্ষ্য

    বৃহস্পতিবার যিনি জিতবেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি পেয়ে যাবেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় এক কোটি টাকা। ২১ বছর আগে (২০০২ সালে) বিশ্বনাথন আনন্দ শেষ ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বিশ্বখেতাব জেতেননি। আগামী কাল দুটো টাই ব্রেকে মুখোমুখি হবেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন। ১৮ বছরের ভারতের বিস্ময় প্রতিভা কার্লসেনকে বেগ দিতে পারেন কি না তা দেখার অপেক্ষায় আপামত ভারতবাসী।

    শহরে প্রজ্ঞানন্দ

    দাবা বিশ্বকাপের (Chess World Cup Final) পরে কলকাতায় আসছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই প্রতিযোগিতার পরেই কলকাতায় ‘টাটা স্টিল দাবা প্রতিযোগিতা’ খেলতে আসবেন প্রজ্ঞানন্দ। শুধু তিনি নন, দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা চার ভারতীয় দাবাড়ুকেই দেখা যাবে প্রতিযোগিতায়। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে থাকবেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ৩১ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে হবে প্রতিযোগিতা। 

    আরও পড়ুন: ল্যান্ডারের ‘সফট ল্যান্ডিং’ নয়, বিজ্ঞানীদের চিন্তায় রেখেছে চাঁদের ধুলো! কেন?

    ওপেন ও মহিলা, দু’টি বিভাগই থাকবে। দু’টি বিভাগে আবার র‌্যাপিড ও ব্লিৎজ নিয়মে খেলা হবে। দু’টি বিভাগে ১০ জন করে প্রতিযোগী অংশ নেবেন। প্রজ্ঞানন্দ ছাড়াও বাকুতে দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ডি গুকেশ, বিদিত গুজরাতি ও অর্জুন এরিগাইসিও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ভারতের আর এক দাবাড়ু পি হরিকৃষ্ণও অংশ নেবেন প্রতিযোগিতায়। অর্থাৎ, ওপেন বিভাগে ১০ জনের মধ্যে পাঁচ জন ভারতীয়। বাকি পাঁচ জন বিদেশি দাবাড়ু। মহিলাদের বিভাগেও রয়েছেন ১০ জন প্রতিযোগী। সেখানে সব থেকে বড় মুখ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনের ওয়েনজুন জু। ভারতীয়দের মধ্যে থাকছেন প্রজ্ঞানন্দের দিদি রমেশবাবু বৈশালী, কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাবল্লি, সবিথা শ্রী ও বন্তিকা আগরওয়াল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gukesh D: ৩৭ বছর পর গদিচ্যূত বিশ্বনাথন আনন্দ! ভারতের শীর্ষ দাবাড়ু তাঁরই ছাত্র গুকেশ

    Gukesh D: ৩৭ বছর পর গদিচ্যূত বিশ্বনাথন আনন্দ! ভারতের শীর্ষ দাবাড়ু তাঁরই ছাত্র গুকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৩৬ বছর ধরে ভারতীয় দাবায় একচ্ছত্র অধিপতি তিনি। এবার তাঁকে সিংহাসন হারাতে হচ্ছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে শীর্ষ স্থান দখল করবেন ১৭ বছরের ডোম্মারাজু গুকেশ (Gukesh D)। আজারবাইজানের বাকুতে বসেছে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর। এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড টপকাতেই ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষস্থান দখল করেন গুকেশ। তবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা হবে সেপ্টম্বরে। বিশ্ব দাবা সংস্থা বা ফিড নতুন ক্রমতালিকা প্রকাশ করবে। তখন দ্বিতীয় স্থানে নেমে যাবেন আনন্দ। আর প্রথম স্থানাধিকারী হবেন গুকেশ। 

    কোন পথে শীর্ষে

    তামিলনাড়ুর তরুণ তুর্কি ডোম্মারাজু গুয়েকেশর উত্থান উল্কার গতিতে। গত এপ্রলে তিনি ফিডের ক্রমতালিকায় তিনি প্রথম ১০০জন দাবাড়ুর মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এবার প্রথম দশে ঢুকে পড়ার হাতছানি তাঁর সামনে। তৃতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে এই নজির স্থাপন করবেন গুকেশ। এর আগে পি হরিকৃষ্ণ ও আনন্দ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শুধু আনন্দের সিংহাসন ছিনিয়ে নেওয়া নয়, গত জুলাইয়ে তিনি এলো রেটিংয়ে পিছনে ফেলে দিয়েছিলেন আর এক প্রাক্তন বিশ্ব চ্যাম্পয়ন ম্যাগনাস কার্লসেনকে। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ এলো রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

    উচ্ছ্বসিত আনন্দ

    গুকেশের কাছে সিংহাসন হারিয়েও উচ্ছ্বসিত আনন্দ। তিনি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ দাবাড়ুকে। বলেছেন, ‘আজ আমাদের গর্বের দিন। গুকেশের সাফল্য চমকপ্রদ। ও শুধু আমাকে নয়, গত দেড়-দু বছরে বহু তাবড় তাবড় দাবাড়ুকে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। ওকে আমি খুব ভালোভাবে জানি। দাবার প্রতি ওর ভালোবাসা, প্যাসন দেখার মতো। দাবা নিয়ে প্রচুর পড়াশোনা করে। সুযোগ পেলেই খেলতে বসে পড়ে। ওর সঙ্গ আমি খেলেছি। বুঝেছি, ও ঝুঁকি নিতে পছন্দ করে। গুকেশ সাহসী খেলোয়াড়। ওর প্রতি আমার শুভেচ্ছা রইল।’ উল্লখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও শুভেচ্ছা জানিয়েছেন গুকেশকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    Viswanathan Anand: ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে নরওয়ে প্রতিযোগিতার শীর্ষে বিশ্বনাথন আনন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: নরওয়ে দাবা টুর্নামেন্টে (Norway Chess tournament) ক্লাসিক্যাল বিভাগের পঞ্চম রাউন্ডে ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় কিংবদন্তি দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।

    বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দাবাপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে এক  উত্তেজনার সৃষ্টি হয়েছিল।  ক্লাসিক্যাল বিভাগের আগে  ব্লিটজ ইভেন্টে (Blitz event) নরওয়েজিয়ান সুপারস্টারকে পরাজিত করেন আনন্দ এবং ম্যাচে ৪০-এ ড্র হওয়ার পর আর্মাগেডনে জয়লাভ করেন তিনি। “সাডেন ডেথ” চলাকালীন ৫০ তম চালে নিজের জয় সুনিশ্চিত করেন ৫২ বছর বয়সী আনন্দ। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। মাত্র ০.৫ পয়েন্টেই পিছিয়ে রয়েছেন কার্লসেন। তবে প্রতিযোগিতায় এখনও আরও ৪টি গেম বাকি।

    আরও পড়ুন: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    আনন্দ চতুর্থ রাউন্ডে প্রবেশ করার আগে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ ( Maxime Vachier-Lagrave), বুলগেরিয়ার ভেসেলিন টোপালভ (Veselin Topalov) এবং চিনের হাও ওয়াং (Hao Wang)-কে পরাজিত করেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে  আমেরিকার ওয়েসলির (Wesley) সামনে ধাক্কা খেতে হয়। তারপর সোমবার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ফের জয় ছিনিয়ে নিলেন আনন্দ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও, কার্লসেন ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শাখরিয়ার মামেদিয়ারভ (Shakhriyar Mamedyarov) (আজারবাইজান) ৮.৫ পয়েন্টের সাথে তৃতীয় স্থানে রয়েছেন, যিনি আগে ব্লিটজ বিভাগে জয়লাভ করেছিলেন।

    আরও পড়ুন: ‘পাহাড়ি’ পিয়ালীর জন্য পথে চন্দননগর

    অন্যান্য ম্যাচে ভাশিয়ার-লাগ্রাভ হারান ভেসেলিন টোপালভকে। পঞ্চম রাউন্ডে অনীশ গিরি (নেদারল্যান্ডস) তৈমুর রাদজাবভ( Teimour Radjabov)-কে (আজারবাইজান)হারান ও নরওয়ের আরিয়ান তারি, হাও ওয়াংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। নরওয়ে দাবা টুর্নামেন্টের ক্লাসিক্যাল খেলায় ড্র আসায় খেলোয়াড়রা আর্মাগেডনে ‘সাডেন ডেথে’ অংশ নিয়েছে।

LinkedIn
Share