Tag: Wankhede Stadium

Wankhede Stadium

  • India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠটা একই আছে। বদলেছে ধ্বনি। আবেগ একই আছে। বদলেছে ব্যক্তি। সময়ের স্রোতে ওয়াংখেড়েতে এখন “কোহলিইইইই, কোহলিইইইই” চিৎকার। এক সময় এই মাঠেই উঠত “সচিন, সচিন” ধ্বনি। বুধবার তিনি মাঠে বসেই দেখলেন তাঁকে ছাপিয়ে গেলেন কিং কোহলি। ঈশ্বরও দুহাত তুলে আশীর্বাদ করলেন। ওয়াংখেড়েতেই ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকও হয়েছিল ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ১৫ নভেম্বরই তাঁকে ছাপিয়ে গেলেন ছাত্র কোহলি।

    বিরাটকে শুভেচ্ছা সচিনের

    নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে সচিনকে টপকে গেলেন তিনি।  ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে সচিনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। এ এক বিরল মুহূর্ত। সফল ছাত্র গুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল। সচিনকে সম্মান জানিয়ে তার পরেই চুম্বন ছুড়ে দেন জীবনসঙ্গী অনুষ্কাকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। 

    রানের পাহাড় ভারতের

    এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত। শুরু থেকেই গিল, রোহিতদের সামনে অসহায় আত্মসমর্পন করে কিউই বোলাররা। রোহিত শর্মা শুরতেই বোল্ট, সাউদিদের কোমর ভেঙে দেন। স্টেপ আউট করে কিউই পেসারদের ছক্কা মারেন রোহিত। তখনই যেন ভারতীয় দল আলাদা মোমেন্টাম পেয়ে যায়। রোহিত ফিরতেই মুম্বই কোহলি-ময়। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন গিল। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

    গ্যালারিতে বেকহ্যাম

    এবারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন তাঁরা। ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করলেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ। দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটি, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও ছিলেন গ্যালারিতে। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    ODI World Cup 2023: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। কিন্তু বাকি দেশগুলির ম্যাচ নিয়েও টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। সবথেকে বেশি টিকিটের চাহিদা পাকিস্তান ম্যাচের। মুম্বই এবং বেঙ্গালুরুতে ভারত বাদে বাকি দেশগুলির যে ম্যাচ রয়েছে তার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কলকাতাতেও একই অবস্থা। সেখানে শুধু নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের কিছু টিকিট বাকি। 

    পাকিস্তানের ক্রিকেট নিয়ে উন্মাদনা

    ২৫ অগাস্ট থেকে ভারত বাদে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত বাদে যেই দেশের টিকিটের চাহিদা সবথেকে বেশি, সেটা হল পাকিস্তান। প্রথম দিনের টিকিট বিক্রির পর দেখা গিয়েছে  পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে চাহিদা আকাশ প্রমাণ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন হয়নি। ২০১৬ সালের পর ভারতের মাটিতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ফলে পাকিস্তান দলকে ভারতের মাটিতে খেলতে সমর্থকরা দেখেননি দীর্ঘদিন। আর বিশ্বকাপ এবার ভারতে হওয়ায় পাকিস্তানের নাগরিকরাও ভারতে এসেছে পাকিস্তানের ম্যাচ দেখতে। তবে রাজনৈতিক অস্থিরতা থাকা দুই দেশের সমর্থকদের মধ্যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উন্মাদনা নজর কেড়েছে। 

    আরও পড়ুন: ‘‘সবকিছু করতে পারি…’’! বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে আরও কঠোর প্রতিজ্ঞা নীরজের

    পাঁচটা ভেন্যুতে বিশ্বকাপের মোট ৯টা ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দ্রাবাদ পেয়েছে দুটো ম্যাচ। এছাড়া আছে কলকাতা, বেঙ্গালুরু, আমেদাবাদ ও চেন্নাই। এরমধ্যে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাবররা। ফলে এই ম্যাচের টিকিটের চাহিদা সবার থেকে বেশি। যদিও এই ম্যাচের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। পাকিস্তানের ৯টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচের টিকিট একদিনে শেষ হয়ে গিয়েছে। এরমধ্যে রয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড, পাকিস্তান বনাম বাংলাদেশ ও পাকিস্তান বনাম ইংল্যান্ড। স্টেডিয়ামগুলো হল যথাক্রমে বেঙ্গালুরু, কলকাতা ও হায়দ্রাবাদ। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের সব ম্যাচ হবে ভারতেই। এখনই অন্য কোনও দেশে ম্যাচ আয়োজনের কোনও চিন্তাভাবনা নেই বলে জানাল আইসিসি। চলতি বছরের শেষেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। আগেই জানা গিয়েছিল প্রতিযোগিতা শুরু হতে পারে অক্টোবর থেকে।

    দিল্লি অথবা চেন্নাইয়ে ভারত-পাক ম্যাচ

    বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কি না তা এখনও জানা যায়নি। কিন্তু যদি তারা রাজি হয়, তা হলে সেই মহারণ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে দিল্লি অথবা চেন্নাই। বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে এই দু’টি মাঠের নামই উঠে এসেছে। শেষ বার ভারতে বিশ্বকাপ হওয়ার সময় দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। মোহালিতে হয়েছিল সেই ম্যাচ। এ বার গ্রুপেই মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি জানা যায়, বিশ্বকাপ খেলতে ভারতে না-ও আসতে পারেন বাবর আজমরা। পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। পাক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছিলেন পিসিবির প্রাক্তন সিইও। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করছে আইসিসি।

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    আইসিসি-র সূত্রের দাবি, ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের প্রবেশের ব্যাপারে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই জানিয়েছেন, ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। সবরকম সহযোগিতাই প্রদান করা হবে। আয়োজক দেশের দায়িত্ব থাকে সব দেশ যেন সঠিক সময়ে ভিসা পায়। এমনকী ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা দূরে থাক, তা ভাবাই হয়নি। আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। আইসিসির ওই সূত্রের দাবি বরং বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share