Tag: Watch how Kohli

Watch how Kohli

  • Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    Asia Cup 2022: পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রোহিত-কোহলিরা! জাদেজার অভাব টের পাবে ভারত ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সানডে তে ভারত- পাকিস্তান সুপার ব্যাটেলের আগে হালকা মেজাজে টিম ইন্ডিয়া। ব্যাট বল ছেড়ে দুবাইয়ে বিচ ভলি থেকে রোয়িংয়ে মেতে উঠলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা। কঠিন ম্যাচে মাঠে নামার আগে দলকে মানসিকভাবে ফুরফুরে রাখতে চাইছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের একতা বাড়িয়ে দলকে আরও চাঙ্গা করতে তাই কোহলিদের একদিন ছুটি দিলেন হেড স্যার।

    বোর্ডের তরফে মজার এই দিনের ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত, বিরাট, অশ্বিন, কার্তিকরা সবাই রোয়িং করছেন। আবার বিচ ভলিতেও মেতে উঠেছেন। তবে সবাই মেতে উঠলেও দূরে রাহুল স্যারের সঙ্গে বিশেষ আলোচনা করতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে। আবারও পাক-বধের পরিকল্পনা নয় তো? ভিডিওতে দেখা যাচ্ছে যে যুজবেন্দ্র চাহাল বলছেন,”আমাদের একদিন ছুটি ছিল। তাই রাহুল স্যার বললেন যে আজ একটু অন্যরকম কার্যকলাপ হবে। সেই মতই আমরা রোয়িং ও বিচ ভলিতে মেতে উঠেছি। টিম বন্ডিংয়ের জন্য এই সেশন খুব উপযোগী।”

    আরও পড়ুন: ৫ দিনে তিনটে ম্যাচ রোহিতদের! সুপার ফোরে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    তবে মেগা ম্যাচে ভারতীয় দলে নেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ডান হাঁটুতে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দুরন্ত ফর্মে থাকা অলরাউন্ডার। যা রোহিতদের জন্য বড় ধাক্কা হতে পারে। তাঁর পরিবর্ত হিসেবে দলে অক্ষর প্যাটেল। জাদেজা আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। 

    জাদেজা চলতি এশিয়া কাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে দলের হয়ে যুগ্ম সর্বোচ্চ ৩৫ রান করেন তিনি। পরে ২ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১১ রান খরচ দেন তিনি। অক্ষর প্যাটেলের বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতটাও মন্দ নয়। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাট বল হলেও ফিল্ডিংয়ে জাদেজার মতো ক্ষীপ্রতা দেখানো মুশকিল প্যাটেলের পক্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share