Tag: Weather Forecsast

Weather Forecsast

  • Weather Update: পারদ নামল শহরে! নিম্নচাপের প্রভাবেই কি বৃষ্টি, চলবে কতদিন?

    Weather Update: পারদ নামল শহরে! নিম্নচাপের প্রভাবেই কি বৃষ্টি, চলবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি নামল শহরের (Kolkata Weather) উত্তর থেকে দক্ষিণে। পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বুধবার রাত  থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির তেজ বেড়েছে। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়ার দাপট। একই সঙ্গে ২০ ডিগ্রির নীচে নেমেছে পারদও। সকাল সকাল স্কুলের পথে সোয়েটার, মাফলার পরেই স্কুলের পথে রওনা দিয়েছে ছোটরা। অফিস যাত্রীদের সঙ্গী ছাতাও।  

    দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

    সকাল থেকেই মেঘলা আকাশ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। অকালের বৃষ্টির হাত ধরে একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিমি। শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ভারতে অবস্থান করছে মিগজাউম। মূলত তার জেরেই এই দুর্যোগ, বলে মত আবহাওয়াবিদদের।

    আরও পড়ুন: চাকরির নামে প্রতারণা! ১০০টি ভুয়ো ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র

    কবে থেকে হাওয়া বদল

    আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার সকালে জানানা হয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। শুক্রবার দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হবে। এ দিন কলকাতার তামপাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতংশ। আগামী ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শীত পড়তে শুরু করবে। নামবে পারদও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share