Tag: Weather in Bengal

Weather in Bengal

  • Weather Update: সংক্রান্তিতে উধাও শীত! কলকাতার পারদ চড়ল ২.৪ ডিগ্রি, ফের কবে নামবে তাপমাত্রা?

    Weather Update: সংক্রান্তিতে উধাও শীত! কলকাতার পারদ চড়ল ২.৪ ডিগ্রি, ফের কবে নামবে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাকভোরে মকর সংক্রান্তির (Weather Update) স্নানের সময়ে বইবে কনকনে উত্তরে হাওয়া, হাড়-হিম করা ঠান্ডায় জমে যাবে হাত-পা, এমনই রীতি। তবে এবছর তেমনটা হল না। এদিন ভোরে কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Winter) ছিল ১৪.২ ডিগ্রি। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬.৬ ডিগ্রিতে ঠেকেছে। অর্থাৎ তাপমাত্রা বেড়েছে ২.৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

    তৃতীয় উষ্ণতম সংক্রান্তির রেকর্ড

    সার্বিকভাবেই উষ্ণতর হচ্ছে আবহাওয়া (Weather Update)। চলতি শীতে, ক’দিন কনকনে ঠান্ডা পড়েছে, তা হাতে গুনে বলা সম্ভব। সংক্রান্তিও উষ্ণ। গত ১২ বছরের মধ্যে এদিন তৃতীয় উষ্ণতম সংক্রান্তি বাংলায়। তবে গত কয়েক বছরের রেকর্ডও খুব একটা ভালো নয়। ২০২১ সালে সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ২০২২ সালে ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস আর ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে গিয়েছিল। ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সংক্রান্তির তাপমাত্রা। আর এবার তাপমাত্র ১৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে বেশি। 

    কবে ফিরবে ঠান্ডা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ১৮ জানুয়ারির আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। তবে সপ্তাহ শেষে দুর্দান্ত কামব্যাক করতে পারে শীত। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে শীতের জমাটি আমেজ ফেরার সম্ভাবনা। আবহবিদদের কথায়, ‘ফের পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আটকে গিয়েছে শীত। আর সেই কারণেই শুক্রবারের আগে ঠান্ডা উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছে না। আগামী শনিবার থেকে ধীরে ধীরে ঠান্ডা ফিরবে। কারণ সেই সময়ে এই ঝঞ্ঝার প্রভাব কাটার আশা রয়েছে। তবে সেই সময়ে শীতের দাপট কতটা হবে এবং শীত কতদিন স্থায়ী হবে, সেই পূর্বাভাস এখনও নির্দিষ্ট করে দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। 

    আরও পড়ুন: পোখরানে সফল পরীক্ষা, নির্ভুল লক্ষ্যভেদ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ মার্ক ২’ ক্ষেপণাস্ত্রের

    রাজ্য শীতের ছোঁয়া, কুয়াশার চাদর

    মকর সংক্রান্তিতে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির (Weather Update) কোনও সম্ভাবনা নেই। সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের কাছে। আর কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: মাস শেষে আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’, চলতি সপ্তাহে ফের ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা?

    Weather Update: মাস শেষে আসছে ঘূর্ণিঝড় ‘রিমাল’, চলতি সপ্তাহে ফের ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফের বাড়ছে গরম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিন সমস্ত জেলাতেই চড়তে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুইই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার উপরে উঠতে পারে তাপমাত্রার পারদ। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনি ও রবিবার। তবে চলতি মাসের শেষে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়  ‘রিমাল’।

    দক্ষিণের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় সন্ধের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে,  আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। থাকবে শুষ্ক আবহাওয়া সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি। রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। শহর কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়বে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। দক্ষিণের জেলাগুলোতে শনিবারের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে । আর পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

    ঘূর্ণিঝড় ‘রিমাল’

    তাপমাত্রার পারদ যখন বাড়ছে সেই সময় নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে ‘রিমাল’, যা ওমান দিয়েছে। এর অর্থ ‘বালু’। ২০ থেকে ২৭ মের মধ্যে তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও এই প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া দফতরের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

    আরও পড়ুন: আজ আন্তর্জাতিক পরিবার দিবস, জানেন এর ইতিহাস ও গুরুত্ব

    উত্তরের আবহাওয়া

    উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং পাহাড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! রবি থেকে শুরু, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! রবি থেকে শুরু, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: “ওই বুঝি কালবৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি” এই প্রত্যাশায় পুরো এপ্রিল মাস কাটিয়েছে দক্ষিণবঙ্গবাসী। বৈশাখ শেষ হতে চললেও ধরা দেয়নি কালবৈশাখী। অবশেষ মে-এর দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দহন জ্বালা জুড়োতে এতদিনে স্বস্তির বৃষ্টি (Rain) নামতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই আাকাশে হালকা মেঘের দেখা মিলেছে। তবে এদিনও শহর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ৷ 

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট কমতে শুরু করবে। তাপমাত্রা নামতে থাকায় অসহ্য গরমের হাত থেকে মুক্তি মিলবে। বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আজ শনিবার ৪ মে থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে ৷ ইতিমধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের ইতিউতি হালকা বৃষ্টি হয়েছে ৷ আজ সেই পরিধিটা বাড়বে ৷ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও ৷ মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হবে৷” আগামিকাল, রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস (Rain Fall) দিচ্ছে হাওয়া অফিস ৷ ৬ ও ৭ মে অর্থাৎ সোম ও মঙ্গলবার রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: গরমে ঘণ্টার পর ঘণ্টা এসি ঘরে! সাময়িক আরাম কি শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠছে?

    তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি

    ইতিমধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি কাটতে শুরু করেছে ৷ শুক্রবার কলাইকুণ্ডায় ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে ৪২.৫ ডিগ্রি ছাড়া কোথাও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল না ৷ তবে তাপপ্রবাহ চলেছে ডায়মন্ডহারবার, মেদিনীপুর, দিঘা, হলদিয়া, মগরা, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, সিউড়িতে ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৩৩ শতাংশ ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ডিগ্রি এবং ৩০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহের শেষেই তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ

    Weather Update: সপ্তাহের শেষেই তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই চৈত্রের কাঠ-ফাটা রোদে পথে বেরনো দায় হয়ে পড়েছে। শহরে তীব্র গরমে কাহিল জনজীবন। চলতি সপ্তাহের শেষেই তাপমাত্রা (Weather Update) ৩৬ থেকে ৪০ ডিগ্রি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

    তাপপ্রবাহের আশঙ্কা

    আলিপুর আবহাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে । অর্থাৎ, চৈত্র মাসে গরমের এই পূর্বাভাস বৈশাখে তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    এল নিনো কী

    সম্প্রতি ২০২৩ সালকে ‘উষ্ণতম বর্ষ’-এর তকমা দিয়েছে বিশ্ব আবহাওয়া (Weather Update) সংস্থা (ডব্লুএমও)। ছিল এল নিনো পরিস্থিতি। এর আগে উষ্ণতম বছর বলা হয়েছিল ২০১৬ সালকে। এবারও তাপমাত্রার পারদ চড়ার ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি হলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে ভারত সহ বিশ্বের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে বৃষ্টিপাতও কমে। গতবছর দেশে বর্ষার মরশুম শুরু হওয়ার পর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। যার ফলে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়। সেক্ষেত্রে লা নিনা পরিস্থিতি শুরু হওয়ার পরেও বিশ্বের উষ্ণতা বাড়ার প্রবণতা বজায় থাকে কি না, সেদিকে বিশেষজ্ঞদের নজর থাকবে। আর বিশ্ব উষ্ণায়নের সময় ভারত যে পুড়বে তা বলাই যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Updates: বেলা বাড়তেই চড়া রোদ! মার্চের প্রথম সপ্তাহেই গরম, আপাতত বৃষ্টি নেই

    Weather Updates: বেলা বাড়তেই চড়া রোদ! মার্চের প্রথম সপ্তাহেই গরম, আপাতত বৃষ্টি নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ছে গরম। মার্চের শুরু থেকেই ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। সকালবেলা হালকা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। কিন্তু বেলা গড়ালেই অস্বস্তি। দুপুরে চড়া রোদে নাজেহাল স্কুল ফিরতি ছোট ছোট ছেলে-মেয়েরা। কপালে জমছে ঘাম। আবহাওয়ার (Weather Updates) খামখেয়ালিপনায় ঘরে ঘরে সর্দি-কাশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে কলকাতাতে গরম বাড়তে থাকবে। বুধবার দিনভর থাকবে পরিষ্কার আকাশ। আগামী দু’দিন তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আপাতত রাজ্য জুড়ে পরিস্কার আকাশ, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 

    বাড়বে গরম

    মার্চের শুরুতেই তাপমাত্রার (Weather Updates) পারদ বেশ চড়া ৷ আসন্ন গ্রাষ্মীকালে কী হতে চলেছে, সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভালোই ৷ গত বছরের মতো এই বছরেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ মার্চ থেকে মে মাস পর্যন্ত এবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে জানাল আবহাওয়াবিদরা। গতবছর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেছিল। এবছরও একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ায় অস্বস্তি বাড়ছে। তবে তিলোত্তমাতে আপাতত স্বস্তির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। 

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত, আজই সিবিআই-এর হাতে শেখ শাহজাহান?

    উত্তরবঙ্গের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Updates) জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।  শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, সিকিম ও অরুণাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বাংলা থেকে শীত বিদায় নিলেও জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখন্ডে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের হাওয়ায় লাগল নাচন। শুক্রবারের ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে।

    শীতের শেষ স্পেল!

    বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি।  শীতপ্রেমীদের জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে,  আরও দুদিন তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আগামী দুদিন সকাল শুরু হবে হালকা কুয়াশা গায়ে মেখে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শীতের শেষ স্পেল চলবে সরস্বতী পুজো পর্যন্ত। তারপর থেকেই পারদ চড়বে। শীত বিদায় নেবে পাকাপাকি, পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

    বৃষ্টির পূর্বাভাস

    আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ঠান্ডা আর থাকবে না। আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ভ্যালেন্টাইন’স ডে’তে বাড়তে পারে উষ্ণতা। সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share