Tag: Weightlifting

Weightlifting

  • Mirabai Chanu: চোট সারিয়ে ফের গেমসে! প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন টোকিয়োয় রুপোজয়ী মীরাবাই চানু

    Mirabai Chanu: চোট সারিয়ে ফের গেমসে! প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন টোকিয়োয় রুপোজয়ী মীরাবাই চানু

    মাধ্যম নিউজ ডেস্ক: চোট সারিয়ে ছ’মাস পর প্রতিযোগিতায় নেমেই অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশগ্রহণ নিশ্চিত করে ফেললেন দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু (Mirabai Chanu)। কয়েকমাস পরেই প্যারিসে বসতে চলেছে অলিম্পিক গেমসের আসর। সেই আসরের জন্য এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে যোগ্যতা অর্জন করলেন মীরাবাই। তারকা ভারোত্তোলক গত টোকিও অলিম্পিক গেমসেও ভারতের হয়ে পদক জিতেছিলেন। সেবার অল্পের জন্য রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এরপর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি।

    কী বলছেন মীরাবাই

    মহিলাদের ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন। তাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৮৪ কেজি ওজন তুলেছেন মীরাবাই (Mirabai Chanu)। স্ন্যাচে তুলেছেন ৮১ কেজি ওজন। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১০৩ কেজি ওজন। উচ্ছ্বসিত মীরাবাই বলেছেন, ‘‘চোট পাওয়ার পর এ ভাবে ফিরে আসাটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ওজন তুলতে কোনও সমস্যা হয়নি। প্রতি বারই পরিষ্কার ভাবে ওজন তুলেছি। যথাযথ ভাবে শক্তি প্রয়োগ করতে পেরেছি। এই সাফল্য আমাকে আরও আত্মবিশ্বাসী করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘চোট সারানোর পর রিহ্যাবের প্রক্রিয়া বেশ কঠিন হয়। এই সময়ে কোচেরা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে। সব রকম প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছেন।’’

    আরও পড়ুন: বাইরে তাপপ্রবাহ! সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, নির্দেশিকা কেন্দ্রের

    চোট সারিয়ে প্রত্যাবর্তন

    গত বছর হাংঝাউ এশিয়ান গেমসে শেষবার খেলেছিলেন মীরাবাই (Mirabai Chanu)। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই টুর্নামেন্ট হয়ে যাওয়ার পরে তিনি আর অন্য কোন টুর্নামেন্টেই খেলেননি। এখানে তিনি চতুর্থ স্থানে শেষ করেছিলেন। যেখানে ক্লিন অ্যান্ড জার্কে নিজের তৃতীয় প্রয়াসে বাজেভাবে পড়ে যান তিনি। প্রচন্ডভাবে চোট পান তিনি। তাঁর থাইতে চোট লেগেছিল। এরপর থেকে তিনি এনআইএস পাতিয়ালাতে চিফ কোচ বিজয় শর্মার তত্ত্বাবধানে রিহ্যাব করেন। মিশন অলিম্পিক (Paris Olympics 2024) সেলের তরফে মীরাবাইকে সারিয়ে তুলতে খরচ করা হয় ১৮,৭৯,০৭৭ টাকা। অনেকদিন ধরেই কাঁধ, লোয়ার ব্যাক, কব্জি এবং থাইয়ের সমস্যায় ভুগছেন মীরাবাই। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Achinta Sheuli: অলিম্পিক্সের শিবির থেকে বহিষ্কৃত সোনাজয়ী ভারোত্তলক অচিন্ত্য, কেন জানেন?

    Achinta Sheuli: অলিম্পিক্সের শিবির থেকে বহিষ্কৃত সোনাজয়ী ভারোত্তলক অচিন্ত্য, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হয়েছে কমনওয়েলথে সোনাজয়ী বাঙালি খেলোয়াড় অচিন্ত্য শিউলিকে (Achinta Sheuli)। রাতে মহিলাদের হস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েন তিনি। তারই শাস্তি দেওয়া হয়েছে। অচিন্ত্যর বিরুদ্ধে পুরো প্রমাণ ছিল। তাই কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি অচিন্ত্যর বিরুদ্ধে।

    অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ

    ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন হাওড়ার ছেলে অচিন্ত্য (Achinta Sheuli)। জাতীয় অলিম্পিক্স শিবিরে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অচিন্ত্য। অভিযোগ, মহিলাদের হস্টেলে রাতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে দেখতে পান। তিনি সেই ঘটনার ভিডিও করেন। অচিন্ত্যকে আটকানো হয়। সেই ভিডিও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও এনআইএস পাতিয়ালার এগজিকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারের কাছে পাঠানো হয়। ভিডিও প্রমাণ থাকায় আলাদা করে কোনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। অচিন্ত্যকে শাস্তির মুখে পড়তে হয়। 

    আরও পড়ুন: দেশে ৭ দফায় ভোট, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

    অলিম্পিক্সের স্বপ্ন অধরা

    এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অচিন্ত্যকে (Achinta Sheuli) সঙ্গে সঙ্গে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়, বলে ভারতীয় ভারোত্তলক সংস্থার তরফে জানানো হয়। শুক্রবারই শিবির ছেড়ে চলে যান অচিন্ত্য। এর ফলে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের স্বপ্ন এবার আর পূর্ণ হচ্ছে না অচিন্ত্যের। কারণ, এই মাসে আর তাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না অচিন্ত্য। ফলে তাঁর আর অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে না। সম্প্রতি চোট সারিয়ে জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন অচিন্ত্য। অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশৃঙ্খলার অভিযোগে বহিষ্কৃত করা হল তাঁকে। ফলে স্বপ্ন পূরণ হল না অচিন্ত্যের। ক্ষণিকের ভুলে হারিয়ে যেতে চলেছেন বাংলার ছেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    Asian Games 2023: এশিয়ান গেমসে ক্রিকেটে ফেভারিট টিম-ইন্ডিয়া! সোনা জয়ই লক্ষ্য নীরজ, মীরাবাঈদের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়ান গেমস (Asian Games 2023)। চিনের ঝাংঝাউয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ১৯তম এশিয়ান গেমসের আসর বসেছে।  এই টুর্নামেন্টে মোট ৪০টি ভিন্ন খেলাধুলোর আয়োজন করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর এশিয়ান গেমস শেষ হবে। ১০০ পদকের লক্ষ্য চিন পাড়ি দিয়েছে ভারতের বিভিন্ন অ্যাথলিট। গত বার এসেছিল ৭০টা পদক। তারপর বদলে গিয়েছে অনেক কিছু। টোকিও গেমসে ভারত দারুণ পারফর্ম করেছিল। এশিয়াডে তাই স্বপ্ন উজ্জ্বল হচ্ছে। 

    ক্রিকেটে কাপ জয়ের দাবিদার ভারত

    এশিয়ান ক্রিকেটে (Asian Games 2023) অন্যতম শক্তিশালী দেশ ভারত। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে সফল। এশিয়ার একমাত্র দল হিসেবে গত তিনটি আইসিসি টুর্নামেন্টেই সেমিফাইনাল, ফাইনাল অবধি পৌঁছেছে ভারত। এখনও অবধি মেয়েদের এশিয়া কাপে এক বার ছাড়া বাকি সব সংস্করণেই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়নদের সামনে এশিয়ান গেমস। সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই সেমিফাইনাল থেকেই। 

    ছেলেদের ক্রিকেটেও ফেভারিট ভারত। সদ্য এশিয়া কাপ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। এই টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, তাঁদেরই এই দলে সুযোগ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে ভারত।

    সোনার লক্ষ্যের সোনার ছেলে নীরজ

    আরও একটা সোনা নিয়ে ২০২৩ সালটা শেষ করতে চান ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া (Neeraj Chopra)। বছর পাঁচেক আগে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জিতেছিলেন নীরজ। জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ঠিক জাকার্তার মতোই এ বারও নীরজ চান তাঁর বর্শায় আটকে যাক সোনা। ভারত থেকে ৬৮ জনের অ্যাথলেটিক্স স্কোয়াড পাঠানো হয়েছে চিনে। তার মধ্যে রয়েছেন ৩৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। এশিয়ান গেমসে নীরজের ফের মোকাবিলা হবে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে। 

    আরও পড়ুন: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    পদক চাই-ই মীরাবাঈ-এর

    অলিম্পিকে রুপো জিতেছিলেন, কমনওয়েলথ গেমসেও জিতেছেন সোনা। কিন্তু এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নেই মীরাবাঈ চানুর (Mirabai Chanu)। এবার ট্রফি ক্যাবিনেটে এশিয়ান গেমসের পদক রাখতে চান মণিপুরের অ্যাথলিট। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ইভেন্ট। সেখানেই পোডিয়ামে উঠে সোনার পদক গলায় ঝোলাতে চান মীরা। ১৯৫১ সালে প্রথম শুরু হয়েছিল এশিয়ান গেমস। সে বার দিল্লিতে বসেছিল গেমসের আসর। সেই সময় থেকে ধরলে ৭২ বছরের ইতিহাসে কোনও ভারতীয় কখনও সোনা জেতেননি। সে দিক থেকে ধরলে ওয়েটলিফ্টিংয়ে আজও রয়ে গিয়েছে ব্যাপক শূন্যতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share