Tag: welcome

welcome

  • PM Modi: দ্বীপরাষ্ট্রে গীত গবাই পরিবেশন, মরিশাসে স্বাগত ভারতের প্রধানমন্ত্রীকে

    PM Modi: দ্বীপরাষ্ট্রে গীত গবাই পরিবেশন, মরিশাসে স্বাগত ভারতের প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বীপরাষ্ট্রে গীত গবাই পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। মঙ্গলবার মরিশাসে (Mauritius) পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে মহিলারা বিহারের ঐতিহ্যবাসী সাংস্কৃতিক পরিবেশনা গীত গবাই পরিবেশন করে স্বাগত জানান। গীত গবাই হল একটি ঐতিহ্যবাহী ভোজপুরী সঙ্গীত পরিবেশনা। ভিন দেশে ‘দেশীয়’ অভ্যর্থনা পেয়ে যারপরনাই আপ্লুত প্রধানমন্ত্রী।

    মরিশাসে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনা (PM Modi)

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মরিশাসে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনায় আমি গভীরভাবে অভিভূত। তাঁদের ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি গভীর সংযোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। ইতিহাস ও হৃদয়ের এই বন্ধন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে।” ট্যুইট-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মরিশাসে স্মরণীয় সংবর্ধনা। এর মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ ছিল গভীর সাংস্কৃতিক সংযোগ, যা ‘গীত গবাই’ পরিবেশনার মাধ্যমে ফুটে উঠেছে। মরিশাসের সংস্কৃতিতে ভোজপুরী ভাষার সমৃদ্ধি সত্যিই প্রশংসনীয়।”

    ভারত মাতার জয়ধ্বনি

    এদিন মরিশাসের হোটেলে পৌঁছানোর পর, ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। হোটেলের কর্মীরাও ভারত মাতার জয়ধ্বনি দেন। ভারতের জাতীয় পতাকা উড়িয়ে তাঁকে স্বাগত জানান। ২০১৬ সালে গীত গবাই অন্তর্ভুক্ত হয় ইউনেস্কোর তালিকায়। স্বীকৃতি পায় এর সাংস্কৃতিক তাৎপর্য। সঙ্গীতজ্ঞদের মতে, গীত গবাই জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে (PM Modi)। এটি দেবতাদের স্তব ও আহ্বানের মাধ্যমে শুরু হয়। এদিন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগোলাম। তিনি প্রধানমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান।

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “মরিশাসে অবতরণ করলাম। আমার বন্ধু, মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগোলামের এই বিশেষ স্বাগত জানানোয় আমি কৃতজ্ঞ। এই সফরটি আমার জন্য একজন মূল্যবান বন্ধুর সঙ্গে সংযোগ স্থাপন এবং বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানের একটি দারুণ সুযোগ।” তিনি আরও লেখেন, “আজ, আমি প্রেসিডেন্ট ধরম গোখুল, প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগোলামের  সঙ্গে সাক্ষাৎ করব এবং সন্ধ্যায় একটি কমিউনিটি প্রোগ্রামে ভাষণ দেব।” এদিন রামগোলামের সঙ্গে ছিলেন মরিশাসের (Mauritius) উপ-প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলনেতা, বিদেশমন্ত্রী, ক্যাবিনেট সচিব, গ্র্যান্ড পোর্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারপার্সন এবং আরও অনেকে (PM Modi)।

  • Malda: নির্যাতিতা দুই মহিলা জেল থেকে ছাড়া পেতেই সংবর্ধনা, ব্যাপক উচ্ছ্বাস

    Malda: নির্যাতিতা দুই মহিলা জেল থেকে ছাড়া পেতেই সংবর্ধনা, ব্যাপক উচ্ছ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল থেকে ছাড়া পাওয়ার পর মালদার (Malda) দুই নির্যাতিতা মহিলাকে সংবর্ধনা জানানো হল‌। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা জানানো হয়। নতুন শাড়ি, ফুলের মালা এবং কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় তাঁদের হাতে। 

    কী ঘটেছিল ঘটনা (Malda)?

    উল্লেখ্য, মালদার (Malda) পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ঘটনার পর দোষীদের গ্রেফতার না করে, ওই দুই নির্যাতিতা মহিলাকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ উঠেছিল। পাশাপাশি দুই মহিলাকে মারধরের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে দিন কয়েক আগে পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি ভাঙচুর করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ দিয়ে ওই দুই মহিলাকে জেলে পাঠানো হয় বলে অভিযোগ মহিলাদের। ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে গোটা রাজ্য জুড়ে। অবশেষে সোমবার মালদা জেলা আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগার থেকে ছাড়া পান তাঁরা। জানা যায় এরপর মালদা শহরের রথবাড়ি এলাকায় নির্যাতিতা দুই মহিলাকে সংবর্ধনা জানানো হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।

    নির্যাতিতা মহিলদের বক্তব্য

    পাকুয়াহাটে (Malda) নির্যাতিতা মহিলা বলেন, বাজারে শুটকি মাছ বিক্রি করতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন এসে বলে তোরা টাকা চুরি করেছিস! উত্তরে আমরা বলি, না, আমরা কোনও টাকা চুরি করিনি। এরপর বলতে বলতেই সবাই মারধর শুরু করে। মারতে মারতে কাপড়-জামা খুলে নেয়। একে একে শাড়ি, সায়া এবং ব্লাউজ খুলে নেয়। পায়ের চটি, লাঠি দিয়ে মারধর করে আমাদের। প্রচণ্ড মারে আমরা আহত হয়ে পড়ি। এভাবেই আমাদের নগ্ন করে অত্যাচার করে দুষ্কৃতীরা। শেষে পুলিশও আমাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সাংবাদিকরা প্রশ্ন করে, গত সোমবার ১৭ জুন কি আপনারা নালাগোলা থানায় ভাঙচুর করেছিলেন? উত্তরের মহিলা বলেন, না, এমন কোনও কাজ আমরা করিনি। আমাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share