Tag: West Bank

  • Israel: কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, প্যালেস্তাইনে বন্দি ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল

    Israel: কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, প্যালেস্তাইনে বন্দি ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের (Palestine) ওয়েস্ট ব্যাঙ্কের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উদ্ধার ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিক। জানা গিয়েছে, এই ১০ জন ভারতীয় শ্রমিককে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের প্রত্যন্ত গ্রাম আল-জায়েম-এ নিয়ে যাওয়া হয়। এরপর মাসখানেক আগেই তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। নির্মাণ কাজে দক্ষ এই ভারতীয় শ্রমিকরা আদতে ইজরায়েলে (Israel) কাজের সন্ধানে যেতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

    ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে চেকপোস্ট পার করত প্যালেস্তাইনের নাগরিকরা

    ইজরায়েলের (Israel) এক সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে প্যালেস্তাইনের (Palestine) নাগরিকরা সহজেই চেকপয়েন্ট পার হয়ে ইজরায়েলে প্রবেশ করত। এই আবহে ইজরায়েলের বাহিনী একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এরপর তাদের কাছ থেকেই ভারতীয় শ্রমিকদের বিষয়ে খোঁজ পাওয়া যায়। উদ্ধার করা হয় শ্রমিকদের।

    অভিযানে নামে যৌথ বাহিনী

    রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল (Israel) প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং বিচার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ‘জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের’ আধিকারিকরা যৌথভাবে অভিযান শুরু করেন। রাতারাতি অভিযান শুরু হয় প্যালেস্তাইনের নাগরিকদের কাছ থেকে পাওয়া ভারতীয় পাসপোর্টের মালিকদের খোঁজে। সেই অভিযানেই ভারতীয় ঠিকা শ্রমিকদের উদ্ধার করা হয় এবং একটি নিরাপদ স্থানে স্থানান্তর করে তাঁদেরকে রাখা হয়।

    কী জানাল ভারতীয় দূতাবাস

    ইজরায়েলে (Israel) ভারতীয় দূতাবাস এনিয়ে জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ। ভারতীয় শ্রমিকদের বিষয়ে ইজরায়েল প্রশাসনের সঙ্গে কথাবার্তা চলছে বলেও উল্লেখ করেছে ভারতীয় দূতাবাস। এর পাশাপাশি, ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইজরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছে। জানা যায়, বিগত এক বছরে ভারতের প্রায় ১৬ হাজার নির্মাণ শ্রমিক কাজের সন্ধানে ইজরায়েলে (Israel) পাড়ি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরে শুরু হয় যুদ্ধ। আপাতত দুই দেশ যুদ্ধ বিরতি রেখেছে। চলছে বন্দি বিনিময়। দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর প্যালেস্তাইনের নির্মাণ শ্রমিকদের ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

LinkedIn
Share