Tag: West Bengal districts IMD report

West Bengal districts IMD report

  • Weather Update: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা! কালই তৈরি হতে পারে নিম্নচাপ

    Weather Update: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা! কালই তৈরি হতে পারে নিম্নচাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহ পরেই মহালয়া। পুজোর (Durga PUJa 2022) বাকি আর মাত্র ১০ দিন। চলছে শেষ পর্বের কেনাকাটা। করোনা (Covid-19) কমছে ধীরে ধীরে, এমন বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। অতএব জমিয়ে ঠাকুর দেখা আর দেদার খাওয়া-দাওয়া। কিন্তু তার মধ্যেই কাঁটা নিম্নচাপ (Weather Updates)। এবার পুজো অন্য বছরের থেকে একটু এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষে পুজো। তাই বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। সঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি।

    আরও পড়ুন: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

    আলিপুর (Alipur)আবহাওয়া দফতরের পূর্বাভাস (Bengal Weather Forecast), ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দেবীপক্ষ শুরুর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে রাজ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মাঝিদেরও বুধবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আরও পড়ুন: নবান্নে CMO তে অভিযোগের পাহাড়! কাজই করছে না বহু দফতর?

    আবহাওয়া দফতর সূত্রে খবর, কটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে । মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি আসবে । তারপর এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আশার কথা,এই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে ওড়িশায় । তবে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ মেঘলা থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share