Tag: West Bengal

West Bengal

  • Panchayat Election 2023: পঞ্চায়েতে প্রার্থী সংখ্যা ৭০ হাজার, মনোনয়ন পেশে বরাদ্দ মাত্র ২৪ ঘণ্টা!

    Panchayat Election 2023: পঞ্চায়েতে প্রার্থী সংখ্যা ৭০ হাজার, মনোনয়ন পেশে বরাদ্দ মাত্র ২৪ ঘণ্টা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিস্তর পঞ্চায়েতে (Panchayat Election 2023) ৭০ হাজারেরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র পেশের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২৪ ঘণ্টা! অন্তত এমনই অভিযোগ বিরোধীদের। অভিযোগ যে অমূলক নয়, তাও হিসেব কষে দেখিয়ে দিয়েছেন তাঁরা।

    ২৪ ঘণ্টার হিসেব

    ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র পেশ পর্ব। চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে একদিন রবিবার, সেদিন মনোনয়নপত্র পেশ করা যাবে না। হাতে রইল ৬ দিন। মনোনয়নপত্র পেশের সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। দিনে ৪ ঘণ্টা। তাহলে ৬ দিনে দাঁড়াল ২৪ ঘণ্টা। এত কম সময়ের মধ্যে মনোনয়নপত্র পেশ করা সম্ভব কীভাবে, সেই প্রশ্নই তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই নির্ঘণ্ট।

    বিজেপির তোপ

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর ট্যুইট-বার্তা, এখন থেকেই রিংগিং শুরু হয়ে গেল। বিরোধী প্রার্থীদের আটকাতেই মনোনয়নপত্র পেশের জন্য অল্প সময় দেওয়া হয়েছে। গণতন্ত্রের হত্যা বলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও।

    বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। বৃহস্পতিবারই তিনি বাজিয়ে দেন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দামামা। তিনি জানান, নির্বাচন হবে ৮ জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ জুন থেকে। শেষ দিন ১৫ জুন। ১৭ তারিখ শেষ দিন স্ক্রুটিনির। মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য প্রার্থীরা সময় পাবেন ২০ জুন পর্যন্ত।

    ভোট গণনার সম্ভাব্য দিন ১১ জুলাই। রাজ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩ হাজার ৩১৭টি। নির্বাচন কেন্দ্র রয়েছে ৫৮ হাজার ৫৯৪টি। পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২৮৩টি। প্রার্থী হতে পারেন ৭০ হাজারেরও বেশি। এত প্রার্থী (Panchayat Election 2023) কীভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র পেশ করবেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

    আরও পড়ুুন: ‘সর্বদল বৈঠক না ডেকেই ভোট ঘোষণা’! রাজ্য নির্বাচন কমিশনকে তোপ সুকান্ত-শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Peasant Economy:  কৃষিভিত্তিক অর্থনীতিতে করুণ অবস্থা পশ্চিমবঙ্গের, বলছে রিপোর্ট

    Peasant Economy: কৃষিভিত্তিক অর্থনীতিতে করুণ অবস্থা পশ্চিমবঙ্গের, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষিপ্রধান রাজ্য নামেই পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, কৃষি ভিত্তিক অর্থনীতিতেও (Peasant Economy) অনেক পিছিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্যের কৃষি নীতির জন্যই এমন অবস্থা হয়েছে। পরিকাঠামোগত সমস্যা তো রয়েছেই পাশাপাশি সরকারি সদিচ্ছারও অভাব রয়েছে। পশ্চিমবঙ্গ বিখ্যাত ছিল ধান উৎপাদনের জন্য। পরিসংখ্যান বলছে, সেখানেও পিছনের সারিতে চলে গেছে বাংলা। হেক্টর প্রতি ধান উৎপাদনে  সারাদেশের নিরিখে শীর্ষে রয়েছে পঞ্জাব। অন্যদিকে পশ্চিমবঙ্গ নেমে গিয়েছে পঞ্চমস্থানে।

    আরও পড়ুন: পদস্খলন! ছয়ের দশকে মাথাপিছু আয়ে শীর্ষে ছিল বাংলা, এখন কোথায় জানেন?

    রাজ্যের জিডিপিতে কৃষির (Peasant Economy) অবদান বেশি- কতটা সত্য? 

    বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের জিডিপিতে কৃষির অবদান বেশি একথা সর্বাংশে সত্য নয়। এটা সত্য ছিল ষাটের দশকে। পরবর্তীকালে বামফ্রন্ট জমানায় ভূমি সংস্কার আন্দোলন হলেও কৃষির ওপর নজর দেয়নি তারাও। বর্তমান রাজ্য সরকারের আমলে কৃষকরা ফসলের দাম পেয়ে আত্মহত্যাও করছেন, এমন নজিরও দেখা গিয়েছে। শিল্পতো বিশ বাঁও জলে! তার সঙ্গে রাজ্যের কৃষির অবস্থাও খুব খারাপ। অন্তত, কেন্দ্রীয় পরিসংখ্যান তাই বলছে।

    ধান উৎপাদনে বিশ্বের গড়মানের অনেক নীচে রয়েছে পশ্চিমবঙ্গ

    ধান উৎপাদনে গ্লোবাল অ্যাভারেজ হল হেক্টর প্রতি ৪,২৫০ কেজি। রিপোর্টে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ অনেক পিছনে রয়েছে। বাংলায় হেক্টর প্রতি ধান উৎপাদন ২,৯৬২। তালিকায় শীর্ষে থাকা পঞ্জাব হেক্টর প্রতি ধান উৎপাদন (Peasant Economy) করে ৪,৩৬৬ কেজি। এতেই উঠছে প্রশ্ন। ধান চাষের (Peasant Economy) সমস্ত অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও শুধুমাত্র কৃষিক্ষেত্রে ভুল সরকারি নীতির কারণেই রাজ্যের আজ এই অবস্থা। একটা সময় ছিল  যখন বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হতো।  রাজ্য সরকার যাই বলুক, কৃষি নিয়ে যতই গর্ব করুক। বাস্তব রিপোর্ট কিন্তু অন্য ধরা পড়ছে।

     

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA Protest: মধ্যাহ্ন ভোজের বিরতিতে আন্দোলন নয়! পেন ডাউন রুখতে মরিয়া নবান্ন

    DA Protest: মধ্যাহ্ন ভোজের বিরতিতে আন্দোলন নয়! পেন ডাউন রুখতে মরিয়া নবান্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিএ বৃদ্ধির (DA Protest) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁরা যন্তর মন্তরে ধর্নাও দিয়েছেন। হাইকোর্টে নির্দেশে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও হয়েছে কর্মচারিদের একাংশের। কিন্তু তাতেও মেলেনি রফাসূত্র। এই আবহেই, ২২ মে সোমবার ফের এক দফা পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। এবারেও কড়া অবস্থান নিল নবান্ন। আগের বারের মতো এবারেও নবান্নের বক্তব্য যে পেন ডাউন কর্মসূচির ফলে পরিষেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। এবং তা সরকারি অফিসের কাজকর্মে বিঘ্ন ঘটাবে। নবান্নের আরও হুঁশিয়ারি, নিজের অফিসে থেকে দায়িত্ব পালন করতে যদি কোন কর্মচারীকে না দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে কী জানাল নবান্ন?

    শনিবার বিজ্ঞপ্তিতে নবান্ন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনভাবেই এই কর্মসূচি বরদাস্ত করবেনা সরকার। নির্দেশিকায় নবান্নের বক্তব্য, জনস্বার্থে পদক্ষেপ করবে সরকার। হাসপাতালে ভর্তি, নিকটাত্মীয়ের মৃত্যু বা আগে থেকে নেওয়া অন্যান্য বিশেষ কারণের ছুটিগুলি ছাড়া সেই দিনগুলিতে অর্ধ বা পূর্ণদিবসের ছুটি নেওয়া যাবে না। অন্যথায় কারণ দর্শাতে হবে। এমনকি মধ্যাহ্ন ভোজের বিরতিতেও কোন সরকারি কর্মীকে যদি কর্মসূচি পালন করতে দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উপযুক্ত কারণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস থেকে বের হতে পারবেন না কোন সরকারি কর্মী। বেলা দেড়টা থেকে দুটোর মধ্যে মধ্যাহ্ন ভোজের বিরতির সময় অন্য কোন কর্মসূচি পালন করা চলবে না, অন্যথায় প্রশাসনিক পদক্ষেপের মুখেও পড়তে হতে পারে রাজ্যের সরকারি কর্মচারীদের। শুধু তাই নয়, যদি মধ্যাহ্ন ভোজের বিরতির সময় কেউ কর্মসূচি পালন করে তাহলে ধরে নেওয়া হবে যে তিনি সেদিন গরহাজির ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সেইরকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, এই আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী গত সোমবারেই জানিয়েছেন, সরকারি চাকুরিজীবীরা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পান কাজ করার জন্য। তাঁদের আন্দোলনের ফলে বিঘ্নিত হয় সাধারণ মানুষের পরিষেবা।

    কী বলছে কর্মচারী সংগঠনগুলি?

    কর্মচারী সংগঠনের এক রাজ্য নেতার কথায়, ‘‘ন্যায্য দাবিতে কর্মীরা আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। সরকার দাবি মিটিয়ে দিলে এই সব আন্দোলনের দরকার পড়ে না। টিফিনের সময় হল কর্মচারীদের ব্যক্তিগত সময়। সেই অধিকারেও হস্তক্ষেপ করেছে সরকার। ওই নির্দেশনামা বাতিলের দাবিতে সোমবার টিফিনের সময় দফতরে দফতরে বিক্ষোভ সমাবেশ হবে।’’ অপর এক আন্দোলনকারীর মতে, ‘‘রাজ্য সরকার এভাবে স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছে। যত দমন পীড়ন চলবে, প্রতিরোধ ততই বাড়বে।’’ আরেকটি কর্মচারী সংগঠনের মত হল, ‘‘কর্মবিরতি পালনে বেতন কাটা যেতে পারে কিন্তু অন্য কোন শাস্তি এভাবে দিতে পারে না সরকার। এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং ডিএ সহ নানা দাবীতে আন্দোলন বাছাই করতে পদক্ষেপ।’’ এখন দেখার সোমবারে রাজ্য জুড়ে কতটা প্রভাব ফেলতে পারে সরকারি কর্মীদের আন্দোলন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: দু’সপ্তাহের মধ্যে উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট

    SSC Scam: দু’সপ্তাহের মধ্যে উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকে নিয়োগের (SSC Scam) মেধা তালিকা প্রকাশ করতে এসএসসি-কে নির্দেশ হাইকোর্টের। এদিন দু সপ্তাহ সময়সীমাও বেঁধে দেয় কোর্ট। জানা গেছে, কোর্টের নির্দেশে এমনভাবে তালিকা প্রকাশ করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী সেই তালিকা দেখতে পারেন। পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থী এই নিয়োগের জন্য আবেদন করেছিলেন তাঁদের প্রত্যেকের অনলাইন আবেদন যাতে একে অপরে দেখতে পারেন, তার ব্যবস্থাও কমিশনকে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই সপ্তাহ গরমের ছুটির পরে, জুন মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন কোর্ট আরও জানিয়েছে, ইন্টারভিউ তালিকা এবং অনলাইন আবেদন পত্র পরীক্ষা করার পরে যদি কারও কোন কিছু বলার থাকে তাহলে সে বিষয়েও কোর্টে সবকিছু শোনা হবে।

    আট বছর আগে হয়েছিল উচ্চপ্রাথমিকের নিয়োগ পরীক্ষা

    প্রসঙ্গত, আট বছর আগে ২০১৫ সালে পরীক্ষা হয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের (SSC Scam)। শিক্ষক নিয়োগে তখন থেকেই জটিলতা চলছে। মেধা তালিকা বাতিল করে নতুন ভাবে তালিকা তৈরি করার নির্দেশও এর আগে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক কালে, শুরু হয় উত্তরপত্র নিয়ে বিতর্ক। সেই বিতর্কের জেরেই নতুনভাবে খতিয়ে দেখা হচ্ছে উত্তরপত্র। জানা গেছে মোট ১৪,০৫২ উত্তরপত্রের মধ্যে বাতিল হয়েছে ১,৪৬৩ উত্তরপত্র। বাতিল হওয়া উত্তরপত্রগুলিকে বাদ দিয়ে মেধা তালিকা তৈরি হয়েছে ১২,৫৮৯ জনের।

    আরও পড়ুন: ‘‘বারেবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার…’’! অভিষেককে কটাক্ষ সুকান্তর

    কী বলছেন মামলাকারীদের আইনজীবী

    এ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘‘এসএসসি ইন্টারভিউ এর পরে ফের উত্তরপত্রের মূল্যায়ন করেছে। সেক্ষেত্রে ফের অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ এসএসসির (SSC Scam) অন্যান্য নিয়োগে ইতিমধ্যে উত্তরপত্র বিকৃত করে নম্বর কমানো বাড়ানোর অভিযোগ উঠেছে।’’ পাশাপাশি, গত সাত বছর ধরে নিয়োগ আটকে থাকার ফলে যে শূন্যপদ বেড়েছে সেই শূন্য পদের সংখ্যা আপডেট করা উচিত বলেও জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madan Mitra: ‘‘সে নো টু পিজি’’! রেগেমেগে এসএসকেএম বয়কটের ডাক মদনের, হঠাৎ কী হল?

    Madan Mitra: ‘‘সে নো টু পিজি’’! রেগেমেগে এসএসকেএম বয়কটের ডাক মদনের, হঠাৎ কী হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: পিজি হাসপাতাল বয়কটের ডাক দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এই হাসপাতালেই একদা একচ্ছত্র রাজত্ব চলত তাঁর। মদনের এক ফোনেই মিলত বেড। এবার সেখানেই রোগী ভর্তি করানো যায়নি বলে তিনি হাসপাতাল বয়কটের ডাক দিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না করে রোগীকে ফিরিয়ে দিয়েছে।’’ খোদ শাসকদলের নেতা রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মদনের আরও অভিযোগ, এখানে দালালরাজ চলছে। ট্রমা কেয়ারে রোগী ভর্তি করতে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন পিজি সুপার এবং ডিরেক্টরের পদত্যাগও দাবি করেছেন মদন মিত্র (Madan Mitra)।

    আরও পড়ুন: নিজাম প্যালেসে অভিষেক! চলছে জিজ্ঞাসাবাদ, কী কী প্রশ্ন করতে পারে সিবিআই?

    ঘটনাটি ঠিক কী?

    পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে তার পরিবারের লোকেরা এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যায়। শুভদীপ পাল নামের ওই যুবককে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চাইনি বলে অভিযোগ। ৬ ঘণ্টা ধরে তাঁকে ফেলে রাখা হয়। আহত শুভদীপ নিজে অন্য একটি সরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করেন বলে জানা গেছে। শুক্রবার বাইক দুর্ঘটনার কবলে পড়ে এসএসকেএম-এ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পরিষেবা না মেলায় হাসপাতালে পৌঁছে যান মদন মিত্র (Madan Mitra)। সেখানেই রেগে লাল হয়ে মদন সরব হন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

    কী বললেন মদন মিত্র?

    মদন মিত্রের (Madan Mitra) দাবি, তিনি স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও ফোন করেছিলেন। কিন্তু মন্ত্রী তাঁকেও কোনও আশ্বাস দিতে পারেননি। এর পর অরূপ বিশ্বাসও চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মেসেজ করে বলেন, ‘‘এই মুহূর্তে তাঁকে ভর্তি করানোর ক্ষমতা নেই।’’ তাতে ক্ষুদ্ধ মদন হাসপাতালে দাঁড়িয়ে বলেন, ‘‘ট্রমা কেয়ার তৈরি হয়েছে জনগণের জন্য। রোগী যদি ভর্তি নাও করা যায়, চিকিৎসা তো হবে। এখানে ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা! তাঁর আরও দাবি, তাঁদের যদি এই অবস্থা হয়, তাহলে গরিব মানুষগুলোর কী হবে।’’ এর পরই, মদনের হুঙ্কার, ‘‘যতক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন ততক্ষণ সে নো টু পিজি। এসএসকেএম হাসপাতাল বয়কট করুন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

    Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এগরা বিস্ফোরণ (Egra Blast) কাণ্ডে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার এই রিপোর্ট তলব করা হয়। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের ওই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় কমিশন। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে স্পষ্ট, এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই আগামী চার সপ্তাহের মধ্যে ওই ঘটনার রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘‘১৭ মে ২০২৩ এর ওই ঘটনায় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। জনতা এও দাবি করে, পুলিশের সঙ্গে সমঝোতা করেই অভিযুক্তরা অবৈধভাবে বাজি কারখানা চালাত।’’

    মঙ্গলবারই এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে

    চলতি সপ্তাহে মঙ্গলবারই এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ বৃহস্পতিবার রাতে ওড়িশার কটকের একটি হাসপাতালে মারা যান। বিস্ফোরণে ভানু বাগ ব্যাপকভাবে জখম হয়েছিলেন। তাঁর শরীরের আশি শতাংশই পুড়ে যায়। কিন্তু তদন্তকারীদের হাত থেকে বাঁচতে তিনি পড়শি রাজ্য ওড়িশাতে গা ঢাকা দেন। তবে শেষ রক্ষা হয়নি। ছেলে এবং ভাইপোর সঙ্গে সিআইডি গ্রেফতার করে তাঁকেও। ভানু বাগের শেষকৃত্যের পরেই তাঁর ছেলেকে সিআইডি হেফাজতে নেবে বলে  জানা গেছে।

    কোন কোন ধারায় হল মামলা?

    আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা), এই দুটির পরেও দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ হয়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮-এর কোনও ধারা দেওয়া হয়নি। যা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। মামলা হালকা করতেই কি প্রশাসনের এই সিদ্ধান্ত? যদিও প্রশাসনের পক্ষ থেকে এর কোনও সদুত্তর মেলেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhyamik Results 2023: মাধ্যমিকে প্রথম দেবদত্তা হতে চায় ইঞ্জিনিয়ার! যুগ্মভাবে দ্বিতীয়দের পছন্দ ডাক্তারি

    Madhyamik Results 2023: মাধ্যমিকে প্রথম দেবদত্তা হতে চায় ইঞ্জিনিয়ার! যুগ্মভাবে দ্বিতীয়দের পছন্দ ডাক্তারি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক (Madhyamik Results 2023) পরীক্ষার ফল। এদিন সকাল দশটায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেন মেধা তালিকা। দেখা যাচ্ছে, প্রথম দশের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র ছাত্রী। প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি।  পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝির প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৭। ফলাফল সামনে আসতেই বাড়ির সামনে জমেছে সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভিড়। প্রতিবেশীরাও মিষ্টি মুখ করাতে এসেছেন তাঁদের পাড়ার কৃতী মেয়েকে।

    কী বলছে দেবদত্তা?

    বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দেবদত্তা বলে, ‘‘দীর্ঘদিন ধরেই পরিশ্রম করেছি আজকের এই ফলাফলে আমি অত্যন্ত খুশি। সাফল্য এসেছে পরিবার এবং শিক্ষকদের জন্য। সকলকে প্রণাম জানাই। দেবদত্তার মা দুর্গা দাসী চৌধুরানি হাই স্কুলেরই শিক্ষিকা। মেয়ের এই সাফল্যে আনন্দে চোখে জল মায়েরও। তিনি বলেন, ‘‘আলাদা করে পড়তে বসার জন্য কিছু বলতে হয়নি দেবদত্তাকে। ও ভালো ফল (Madhyamik Results 2023) করবে প্রত্যাশা ছিল, কিন্তু প্রথম হওয়া! এটা স্বপ্ন পূরণ।’’ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় দেবদত্তা এমনটাই সে জানিয়েছে । অঙ্ক তার অত্যন্ত পছন্দের বিষয় বলেও জানিয়েছে এই মেধাবী ছাত্রী।  দেবদত্তা পরীক্ষার আগে নিয়মিত ১০ থেকে ১২ ঘণ্টা করে পড়াশোনা করতো বলেই জানা গেছে। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তার ছিলনা, তবে রাত্রি অবধি পড়াশোন সে করত। পড়াশোনার বাইরে ভায়োলিন বাজানো এবং আইপিএলের ক্রিকেট দেখা তার খুব পছন্দের বলেই সে জানিয়েছে।

    দেবদত্তার প্রাপ্ত নম্বর

    মার্কশিটে দেখা যাচ্ছে, মাত্র ২টি বিষয়ে দেবদত্তা ১০০ পায়নি। প্রথম ভাষায় সে পেয়েছে ৯৮, দ্বিতীয় ভাষায় ১০০, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৯, ভূগোলে ১০০। 

    যুগ্মভাবে দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদার রিফাত

    অন্যদিকে এবারের মাধ্যমিকে (Madhyamik Results 2023) যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বর্ধমানের ছাত্র শুভম এবং মালদার রিফাত। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, ভবিষ্যতে তারা ডাক্তার হতে চায়। বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র শুভম। অন্যদিকে রিফাত হাসান সরকার মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। শুভম জানিয়েছে, গল্পের বই পড়তে এবং গান শুনতে তার ভাল লাগে। উচ্চমাধ্যমিকের পাশাপাশি নিট পরীক্ষার প্রস্তুতিও সে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অন্যদিকে রিফাত জানিয়েছে, পরীক্ষা দিয়ে সে বুঝতে পেরেছিল প্রথম দশে থাকবে। কিন্তু তা যে একেবারে প্রথমদিকে ততটা ভাবেনি। রিফাত জানায়, রুটিনমাফিক নয়, যখন যেমন মনে হত তেমনভাবেই পড়াশোনা করত সে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘পুলিশকে সরিয়ে নিলে তৃণমূল কোনও পার্টি অফিস খুলতে পারবে না’’, মত সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘পুলিশকে সরিয়ে নিলে তৃণমূল কোনও পার্টি অফিস খুলতে পারবে না’’, মত সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: এগরায় বোমা বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নদিয়ার রানাঘাটে দলের যুব সম্মেলনে যোগ দিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘‘এনআইএ তদন্তের নাম করে রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী। আসলে এগরা কাণ্ডের কোনও তদন্তই হতে দেবেন না তিনি।’’ বালুরঘাটের সাংসদের আরও দাবি, পুলিশকে সরিয়ে নিলে তৃণমূল কোনও পার্টি অফিস খুলতে পারবে না। এগরাতে যে বিস্ফোরণ হয়েছে, তা যে কোনও সাধারণ বাজি কারখানার বিস্ফোরণ নয়, এদিন তাও স্মরণ করিয়ে দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সামলে উঠতে পারছেন না, তাই উল্টোপাল্টা কথা বলছেন। তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সবাই চেনে। আর মুখ্যমন্ত্রী বলছেন, তাকে গ্রেফতার করেছিলাম, দুমাস পর জামিন পেয়ে গিয়েছে। ভানু তো এদিক-ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশই কি তাকে লুকিয়ে রেখেছিল?’’ সুকান্তর আরও সংযোজন, ‘‘এগরা কাণ্ডের এফআইআর কপিতে কারও নাম দেওয়া নেই, অথচ মুখ্যমন্ত্রী বলছেন তাকে আমরা দুমাস আগে গ্রেফতার করেছিলাম।’’ সুকান্ত মজুমদারের আরও অভিযোগ, ভানু জামিন পেল কীভাবে? ধারাগুলি তো থানার আইসি দেয়। তাহলে কী এমন ধারা দেওয়া হয়েছিল, যে সে জামিন পেয়ে গেল।

    আরও পড়ুুন: হাইকোর্টে ধাক্কা অভিষেকের! জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি, সঙ্গে বিপুল জরিমানা

    তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ এগরায়

    প্রসঙ্গত, এগরা বিস্ফোরণ কাণ্ডের পর তৃণমূলের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকার মানুষজন তাদেরকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু তাই নয়, সে সময় চোর চোর বলে স্লোগানও ওঠে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ‘‘চোরদের চোর বলবে না তো সাধু বলে ডাকবে? জুতো ছুড়ে মারেনি, গাছে বেঁধে রাখেনি, এটাই বড় ব্যাপার।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: মোকার গতি ২০০ পার! রবিবার দুপুরেই আছড়ে পড়বে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে প্রভাব কী?

    Cyclone Mocha: মোকার গতি ২০০ পার! রবিবার দুপুরেই আছড়ে পড়বে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে প্রভাব কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মোকার (Cyclone Mocha) গতি ঘণ্টায় ২০০ পার। ভয়ে কাঁপছে বাংলাদেশ এবং মায়ানমারের বিস্তীর্ণ অংশ। মোকা (Cyclone Mocha) মোকাবিলায়, যুদ্ধকালীন প্রস্তুতি চলছে দেশ দুটিতে। আতঙ্ক উপকূলবর্তী অঞ্চলগুলিতে সবথেকে বেশি। তাছাড়াও জানা যাচ্ছে, সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে ২০০ কিলোমিটার ভিতর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই প্রবল ঘূর্ণিঝড়। শনিবার অবধি জানা যাচ্ছিল যে ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ থাকতে পারে ১৭৫ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। কিন্তু ক্রমেই তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং মৌসম ভবন জানিয়েছে, আজ দুপুরে মায়ানমার উপকূলে ঘণ্টায় ২১০ কিলোমিটার ঝড় তুলে স্থলভাগে আছড়ে পড়বে মোকা। জানা গিয়েছে, শনিবার রাতে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে মোকার (Cyclone Mocha) গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। বাংলাদেশের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামে ব্যাপক আঘাত হানবে মোকা। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও এর প্রভাব পড়বে, বিশেষত ত্রিপুরা এবং মিজোরামে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজার সহ উপকূলীয় জেলাগুলিতে এই মুহূর্তে বইছে ঝড়ো হাওয়া। সঙ্গে চলছে বৃষ্টিপাত।

    মোকার (Cyclone Mocha) প্রভাব বাংলায় পড়বে না

    আবহবিদরা জানাচ্ছেন, এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর পড়বে না। শনিবার রাতে কলকাতা সমেত বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এতে তাপমাত্রাজনিত অস্বস্তি কিছুটা কমেছে। কিন্তু রবিবার সেভাবে কোনও ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে হাওয়া অফিস। সোমবার থেকে ফের গরম বাড়বে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসও। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কতগুলি জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

    উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। অন্তত হাওয়া অফিস এমনটাই বলছে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং এবং কালিম্পং-এ। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

    মোকা এত শক্তিশালী হয়ে উঠল কীভাবে?

    মৌসম ভবনের এক আধিকারিকের মতে, ‘‘ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলতলের তাপমাত্রা ২৬.৫° বা তার বেশি হতে হয়। জলতলের ৪ মিটার নীচ অব্দি এই তাপমাত্রা থাকতে হবে। মোকা যে পথে এগিয়েছে সেই মধ্য বা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কোথাও কোথাও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসও ছিল, যার ফলে ঘূর্ণিঝড় সমুদ্রের জল থেকেই তার প্রয়োজনীয় ইন্ধন খুঁজে নিয়েছে অর্থাৎ যত গরম জল হবে ঘূর্ণিঝড় তত তীব্র হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: ভাগ্যের কী নির্মম পরিহাস! অনুব্রত মেয়ের মুখোমুখি হলেন সেই তিহাড় জেলে

    Anubrata Mondal: ভাগ্যের কী নির্মম পরিহাস! অনুব্রত মেয়ের মুখোমুখি হলেন সেই তিহাড় জেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হয়েছিলেন গত বছরের অগাস্ট মাসে। চলতি বছরের এপ্রিলে গ্রেফতার হন কন্যা সুকন্যা। সূত্রের খবর, ২৬ এপ্রিল কন্যার গ্রেফতারির খবর শুনেই ভেঙে পড়েন অনুব্রত। জানা গেছে, ইডি অফিসারদের কেষ্ট বলেন, শেষ অবধি মেয়েকেও গ্রেফতার করলেন? তখনই মেয়ের সঙ্গে দেখা করার আর্জি জানান কেষ্ট। শনিবার বাবা-মেয়ের দেখা হল, তবে তিহাড় জেলে।

    আরও পড়ুন: দুমাসও বিয়ে হয়নি! রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ গেল বাংলার সিদ্ধান্তর

    বাবা মেয়ের দেখা তিহাড়ে

    জানা গেছে, এদিন দেখা হওয়ার সময় বাবা-মেয়ে দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা বলার সময়সীমাও বেঁধে দেয় জেল কর্তৃপক্ষ। মোট ১৫ মিনিট কথা হয় দুজনের। প্রসঙ্গত, জেলে ৬ নম্বর মহিলা সেলে রয়েছেন সুকন্যা, আর কেষ্ট রয়েছেন তার পরের ৭ নম্বর সেলে। একই জেলে থাকলেও গ্রেফতারির পর থেকে এতদিন পর্যন্ত বাবা বা-মেয়ের দেখা বা কথা কিছুই হয়নি। বৃহস্পতিবারই আদালতে যখন কেষ্ট মন্ডলকে (Anubrata Mondal) নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই জানা যায়, শনিবার তাঁর সঙ্গে দেখা হবে সুকন্যার। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, শনিবার দেখা করব। ও তো আমার মেয়ে। একশোবার দেখা করব।

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

    সুকন্যার জামিনের আবেদন

    অন্যদিকে গরুপাচার মামলায় জামিনের আবেদন করলেন কেষ্ট কন্যা। জানা গিয়েছে, তাঁর আইনজীবী অমিত কুমার এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে সুকন্যার জামিনের আবেদন করেন। ৩১ বছরের কেষ্টকন্যার জামিনের আবেদনে তাঁর আইনজীবী শারীরিক সমস্যার কথাও উল্লেখ করেছেন। জামিনের আবেদনের শুনানি রয়েছে ১২ মে। শোনা যাচ্ছে, সুকন্যার জামিনের বিরেধিতা করতে পারেন ইডি আধিকারিকরা। কারণ তদন্তকারী অফিসারদের যুক্তি হল, অনুব্রতর (Anubrata Mondal) গরু পাচার সংক্রান্ত যাবতীয় লেনদেন নিজেই দেখাশোনা করতেন সুকন্যা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share