Tag: WhatsApp New Feature

WhatsApp New Feature

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন নতুন ফিচারযুক্ত করছে। এখন থেকে সহজেই অন্য কারোর থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লুকানো যাবে। হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগে অনলাইন স্ট্যাটাস হাইডিং ফিচার চালু করেছে এবং এখন আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সমস্ত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি উপলব্ধ। সুতরাং, আপনি যদি আপনার বস বা একজন স্টকার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে চান, আপনি এখন তা করতে পারেন।
    এতদিন হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করা গেলেও অনলাইন থাকলে সকলে দেখতে পেতেন। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলছে।সংস্থার তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই প্রাইভেসি ফিচার পৌঁছে যাবে।

     

    হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) অনলাইন স্ট্যাটাস কিভাবে লুকাবেন?

    ধাপ ১: অ্যান্ড্রয়েড বা iOS ব্যবহারকারীদের প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করতে হবে
    ধাপ ২: আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন
    ধাপ ৩: সেটিংস মেনুতে যান
    ধাপ ৪: এরপর, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন
    ধাপ ৫: গোপনীয়তায় নিচে স্ক্রোল করুন বিকল্প
    ধাপ ৬: সর্বশেষ দেখা এবং অনলাইনে ক্লিক করুন
    ধাপ ৭: এখন, আপনি “who can see when I’m online” নির্বাচন করতে পারেন
    ধাপ ৮: আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সেটিং পরিবর্তন করুন।

    সম্প্রতি অ্যাপে স্ক্রিনশট ব্লক করার ফিচার এসেছে। এই ফিচারের সাহায্যে ভিউ ওয়ান মোডে পাঠানো ছবির স্ক্রিনশট কেউ নিতে পারবে না। এছাড়াও চলতি সপ্তাহে কমিউনিটিজ ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে স্কুল, কলেজ থেকে অফিস সহজেই বিভিন্ন গ্রুপ সাজিয়ে রাখতে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটে এবার নতুন ফিচার চালু হতে চলেছে। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে তাকে পিন করে রাখার সুবিধা পাবেন গ্রাহকেরা। এতদিন পর্যন্ত গ্রাহকরা হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কোনও কনট্যাক্ট বা গ্রুপে পিন করে রাখার অপশন পেতেন। এবার থেকে চ্যাটবক্সের মধ্যে মেসেজকে পিন করে রাখার সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি খোলসা করেছে মেটা।

    নতুন ফিচারে কী বলা হচ্ছে (WhatsApp Pin)?

    হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটবক্সে আগে যে কোনও মেসেজ ‘স্টার মার্ক’ রাখার সুবিধা ছিল আগে। সেই সঙ্গে এতদিন কনট্যাক্টও ‘পিন’ রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এবং ওয়ান টু ওয়ান চ্যাট। ফলে কম সময়ে দ্রুত প্রয়োজনীয় মেসেজ খুঁজে পেতে খুব সুবিধা হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। একটি মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারে।

    আর কী কী সুবিধা থাকবে পিনে?

    আরও জানা গিয়েছে, এই নতুন ফিচারের মধ্যে গ্রাহকরা লেখা, পোল ইমেজ, ছবি এবং ইমোজিও পিন করে রাখার সুবিধাও পাবেন। সমস্ত মেসেজ পিনড্ চ্যাটে অন্য মেসেজের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে।হোয়াটসঅ্যাপে (WhatsApp Pin) যে পিন মেসেজ ফিচার চালু রাখার কথা বলেছে মেটা, সেখানে গ্রাহকরা একটি মেসেজের একেবারে উপরে একটা মেসেজকে পিন রাখার সুবিধা পাবেন। এই পিনের সময় সীমা থাকবে পছন্দ অনুসারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিন। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গিয়ে যাতে সময় নষ্ট না হয় তাই মেসেজ পিনের ফিচার চালু করা হয়েছে।

    হোয়াটসঅ্যাপ পিন চ্যাট ফিচার কীভাবে কাজ করবে?

    >হোয়াটসঅ্যাপের (WhatsApp Pin) যে কোনও চ্যাটের উপর ট্যাপ বা বেশিক্ষণ ধরে চেপে রাখতে হবে।

    >এরপর তিনটি ডটের মেনু থেকে পিন অপশন বেছে নিয়ে তাকে নির্বাচন করতে হবে।

    >হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কত দিনের জন্য পিন করা হবে তা জানতে চাওয়া হবে।

    >ডিফল্ট হিসাবে ৭ দিন অপশন থাকবে। এছাড়াও ২৪ ঘণ্টা এবং ৩০ দিনের জন্য অপশন পাবেন গ্রাহকেরা।

    >তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এডমিনরাই কেবল পিন ব্যবহার করতে পারবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা অধীকৃত হোয়াটসঅ্যাপে  আরও একটি নতুন ফিচার (WhatsApp New Feature) যোগ হতে চলেছে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ২১টি নতুন ইমোজি দেখতে পাবেন ব্যবহারকারীরা। আর তা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্রাথমিক অবস্থায় উপলব্ধ হবে। পরবর্তীকালে অবশ্যই আইওএস প্ল্যাটফর্মে আসবে। কিন্তু এই ফিচার আপডেট ঠিক কবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য আসবে, সে নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই।

    নিজেদের মনের ভাব হোক বা অনুভূতি ইমোজি তো সবসময়ই ব্যবহার করি আমরা

    মেসেজ হোক কিংবা রিপ্লাই বা কারও কোনও পোস্ট অথবা স্টেটাস আপডেটে রিঅ্যাক্ট করা কম-বেশি আমরা সবাই ইমোজি ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রেই ইমোজি সেই ভাষা, আবেগ কিংবা অনুভূতির জানান দিতে পারে, যা অনেক সময় ভাষাতেও বোঝানো যায় না। সেই কারণে ইমোজির এত জনপ্রিয়তা  সারা বিশ্বে। এই ইমোজি পাঠানোর ক্ষেত্রে  অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সেই সুবিধাও রয়েছে, নিজের ইচ্ছে মতো কাস্টোমাইজ করে যে কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করার। অনেকেই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইউজ করে ইমোজি রিপ্লাই বা রিঅ্যাক্ট দেন। আইওএস প্ল্যাটফর্মে সেই অপশন অনেকটাই সীমিত। 

    কী বলছে হোয়াটসঅ্যাপ টিম

    হোয়াটসঅ্যাপ টিম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ নতুন ফিচার (WhatsApp New Feature) নিয়ে আসছে। এবার থেকে আর আলাদা কিবোর্ড ইউজ করতে হবে না ইমোজি মেসেজ পাঠানোর জন্য। হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকেই ২১টি ইমোজি পাঠাতে পারবেন। আপাতত এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য উপলব্ধ। যেহেতু এটি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তাই সমস্ত বিটা টেস্টার কিংবা ইউজারদের জন্য উপলব্ধ নেই। হোয়াটসঅ্যাপ নতুন আপডেট পাঠাচ্ছে। ইউনিকোড আপডেট যাঁরা পাবেন, তাঁরাই এই ২১টি নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকে। এর আগের আপডেটে সংশ্লিষ্ট বিটা ইউজাররা ইমোজি পেলেও, তা কিবোর্ড দেখা যাচ্ছিল, কিন্তু পাঠানো যাচ্ছিল না। তবে এবার সরাসরি পাঠানো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • WhatsApp New Feature: স্টেটাসেও দেওয়া যাবে ‘ভয়েস নোট’! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Feature: স্টেটাসেও দেওয়া যাবে ‘ভয়েস নোট’! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা সংস্থার হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। এতে ব্যবহারকারীদের ব্যাপক সুবিধা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপও সরল ভাবে ব্যবহার করা যাচ্ছে। নতুন বছরেও অনেক কিছু ফিচার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম হল, এবার থেকে স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট যুক্ত করা যাবে। এর আগের যে ফিচার (WhatsApp New Feature) হোয়াটসঅ্যাপ এনেছে সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাসেও এবার থেকে রিপোর্ট করা যাবে অর্থাৎ কোন ব্যবহারকারীর স্ট্যাটাসকে যদি মনে হয় এটি হোয়াটসঅ্যাপের গাইডলাইন মানছে না, তাহলে সেটিকে তৎক্ষণাৎ রিপোর্ট করার অপশন থাকছে।

    এই ফিচারের (WhatsApp New Feature) পর এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবার থেকে ভয়েস নোটও দেওয়া যাবে। প্রসঙ্গত এতদিন অবধি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শুধুমাত্র ভিডিও এবং ছবি দেওয়া যেত।

    হোয়াটসঅ্যাপের টিম কী বলছে

    হোয়াটসঅ্যাপ সূত্রে জানা যাচ্ছে যে এই ফিচার (WhatsApp New Feature) স্ট্যাটাসের টেক্সট স্ট্যাটাস অপশনে আসবে।

    টেক্সট স্ট্যাটাসে ক্লিক করলে এই ফিচার দেখা যাবে এবং সেটিতে সুইচ করলেই ভয়েস নোট এখানে দেওয়া যাবে। স্ট্যাটাসে ভিডিও যেমন ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যায় না। সেরকমই ভয়েস নোটও ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। তবে এজন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটাকে আপডেট করতে হবে। ছবি এবং ভিডিওর মতোই স্ট্যাটাসও ২৪ ঘন্টায থাকবে। তারপর এটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে এই ভয়েস নোটে স্ট্যাটাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp Feature: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও ‘ডু নট ডিস্টার্ব’! কীভাবে কাজ করবে এটি?

    WhatsApp Feature: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও ‘ডু নট ডিস্টার্ব’! কীভাবে কাজ করবে এটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ ফোন কলের ক্ষেত্রে ‘ডু নট ডিস্টার্ব মোড’ আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। আর এই ‘ডু নট ডিস্টার্ব’ ফিচার হোয়াটসঅ্যাপেও আনার কাজ করছে মেটা কর্তৃপক্ষ। এই আপডেটের সাহায্যে ডিএনডি মোডে আপনি কোনও কল মিস করে গিয়েছিলেন কি না, তা পরে জানা যাবে। তবে এবারে এই ডিএনডি-র সুবিধা আসতে চলেছে ডেস্কটপের ক্ষেত্রেও (WhatsApp New Feature)। অর্থাৎ যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপ ল্যাপটপ বা ডেস্কটপে করেন, তাঁরাও এর পর থেকে ডিএনডি ফিচারটি ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।

    ডেস্কটপে ডিএনডি ফিচারের সুবিধা

    ধরুন, আপনি কোনও প্রেজেন্টেশনের মাঝে ব্যস্ত। আর আপনি ল্যাপটপ অন রেখেই অন্যদের সঙ্গে মিটিংয়ে যোগ দিয়েছেন। ফলে হোয়াটসঅ্যাপ ডেস্কটপে (WhatsApp Desktop) খোলাও রয়েছে। আর দেখা গেল, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ ওয়েবে কল আসায় ল্যাপটপে বেজে উঠল, তখন আপনার প্রেজেন্টেশনে ব্যাঘাত ঘটবে। ফলে প্রেজেন্টেশন কিংবা মিটিংয়ের মাঝে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে কল চলে এলে, অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তেই হবে। আর এই অবস্থায় যাতে আপনাকে না পড়তে হয়, তার জন্য হোয়াটসঅ্যাপ এবারে এই ফিচারের উপরেই কাজ করছে (WhatsApp New Feature)।

    আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    তবে শুধুমাত্র উইন্ডোজ ইউজারদের (Windows Users) জন্যই এই ফিচার আপডেট (Feature Update)। মাইক্রোসফট স্টোর (Microsoft Store) থেকে হোয়াটসঅ্যাপ কল নোটিফিকেশন (WhatsApp Call Notification) টার্ন অফ করার এই আপডেট আপাতত বিটা টেস্টারদের (Beta Testers) জন্যই উপলব্ধ করছে মেটা। তবে এই ফিচার খুব শীঘ্রই সমস্ত উইন্ডোজ ইউজারদের জন্য আসতে চলেছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, নেটওয়ার্ক সমস্যার (Network Glitch) কারণে হোয়াটসঅ্যাপ কল মিউট (Call Mute) কাজ না করলে ডিএনডি ফিচার (DND Feature) কাজ নাও করতে পারে।

    কীভাবে এই ফিচার কাজ করবে?

    বিটা টেস্ট পর্ব শেষ হলে ডিএনডি ফিচার আপডেট সকল ওয়েব ইউজারদের জন্যই পাঠানো হবে। উইন্ডোজ প্ল্যাটফর্মে এই ফিচার আপডেটের সুবিধা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ (WhatsApp Web App) খুলবেন এবং সেটিংস (Settings)-এ যাবেন। সেখান থেকে নোটিফিকেশনে (Notification) যাবেন। দেখবেন নোটিফিকেশন বারের (Notification bar) অধীনে টগল (Toggle) অপশন থাকবে। আর সেই নোটিফিকেশন টার্ন অফ (Turn Off Notifications) করে দিন ‘হোয়েন হোয়াটসঅ্যাপ ইজ ক্লোজড (‘when WhatsApp is closed)’। একবার এই অপশন বেছে নিলে মেসেজ হোক কিংবা কল কোনও নোটিফিকেশনই আসবে না। ব্যাস, এতেই আপনার সব সমস্যার সমাধান (WhatsApp New Feature)।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার ‘ভিউ ওয়ান্স’

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিত্যনতুন ফিচারের ঝুলি নিয়ে হাজির। প্রতি সপ্তাহতেই আসছে নতুন নতুন ফিচার। কিছুদিন আগেও এল একটি ফিচার যেটির সাহায্যে মোবাইল ফোনে অন্য যে কোনও কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) ভিডিও কল। প্রায় দুই বছর আগে ২০২০ সালে এসেছিল একটি ফিচার ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এবার ওই ফিচারেরই আপডেটের কাজ চলছে। 

    কী এই ভিউ ওয়ান্স ফিচার ?

    এই নতুন ফিচারের নাম হবে ভিউ ওয়ান্স। অর্থাৎ মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    আরও পড়ুন: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

    ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতেই হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে আপাতত android version 2.22.25.20 মোবাইলের  ক্ষেত্রেই শুধুমাত্র এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে  হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। ভিউ ওয়ান্সের জন্য আলাদা অপশন থাকবে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। মেসেজের ক্ষেত্রে কোনও স্ক্রিনশট নেওয়া যাবেনা। একবার দেখার পরেই তা ডিলিট হয়ে যাবে। 

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুরক্ষার কথা ভেবে সবসময় হোয়াটসঅ্যাপ কিছু না কিছু ফিচার নিয়ে আসে। এবারেও ব্যতিক্রম কিছু হল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবারও ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে (WhatsApp New Feature)। আর এবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের জন্যও স্ক্রিন লক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে আপনি ডেস্কটপেও কোনও সমস্যা ছাড়া খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

    স্ক্রিন লক ফিচার উপলব্ধ মোবাইলে

    এতদিন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বজায় রাখতে এই ফিচার উপলব্ধ ছিল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট, তথ্য ইত্যাদি সুরক্ষিত রাখতে পারেন। এই ফিচারে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করতে পারেন। অন্যদিকে আইফোন- এ হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করা যায় টাচ আইডি বা ফেস আইডির সাহায্যে। এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল সেটাই এবার ওয়েব ভার্সনে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature)।

    ওয়েব ভার্সনে স্ক্রিন লক ফিচার

    WaBetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এই নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডেস্কটপের স্ক্রিন লক করে রাখতে পারবেন একটি পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ব্যবহার করেন, তবে ধরুন আপনি কোনও কাজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুলেই সেখান থেকে দূরে গেলেন, আর এদিকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা, তখন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ পড়তেই পারে বা কোনও তথ্য নিয়ে নিতেই পারে। ফলে এটি আটকাতেই অর্থাৎ আপনার তথ্য, চ্যাটের সুরক্ষা আরও বাড়াতেই নতুন ফিচার আনা হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। আর এর ফলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ছেড়ে উঠলেও কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    এই ফিচার চালু হয়ে গেলেই ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। তবে প্রত্যককে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে, একেবারেই তেমনটা নয়। কেউ চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা কেউ না করেত পারেন, ঠিক আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতই। আবার পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে তা পালটে ফেলাও খুব সহজ। তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে (WhatsApp New Feature)।

    সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এই ফিচারটি নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমে এটি তৈরি হওয়ার পর বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য আনা হবে তারপর সেটা সাধারণ মানুষের জন্য আনা হবে। তবে কবে এই ফিচারটি জনসাধারণের জন্য আনা হবে, তা মেটা পক্ষ থেকে জানানো হয়নি (WhatsApp New Feature)।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আরও সহজ ও আকর্ষণীয় করার জন্য প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে (WhatsApp New Feature)। ফলে সম্প্রতি আরও একটি ফিচার নিয়ে হাজির মেটা কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের নাম ‘ডু নট ডিস্টার্ব’ (Do Not Disturb)। আর কিছুদিন পর থেকেই ‘ডু নট ডিস্টার্ব’ সহ মিসড কল অ্যালার্টের সুবিধা পাওয়া যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এর ফলে কোনও ইউজার যদি হোয়াটসঅ্যাপে ডু নট ডিস্টার্ব মোড (Do Not Disturb Mode) বেছে নিয়ে থাকেন এবং তখন তার কাছে কোনও হোয়াটসঅ্যাপ কল (Whatsapp Call) আসে, তাহলে সেটা তিনি পরে বুঝতে পারবেন।

    ‘ডু নট ডিসটার্ব’ মোডের সুবিধা

    ইউজারদের সুবিধার্থে সবসময় কিছু না কিছু প্রয়োজনীয় ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এই ফিচারটি খুবই প্রয়োজনীয় ছিল ব্যবহারকারীদের জন্য। কারণ কেউ যদি হোয়াটসঅ্যাপের ডু নট ডিস্টার্ব মোড ফিচার বেছে নিয়ে থাকেন, তখন যদি কোনও ফোন আসে, তবে সে সেটি পরে বুঝতে পারবেন। সাধারণত ডু নট ডিস্টার্ব মোডে এই ফোন আসার নোটিফিকেশন না আসলে অনেককেই অসুবিধায় পড়তে হত। ফলে হোয়াটসঅ্যাপ এই কথা ভেবেই নতুন ফিচারটি অ্যাড করেছে। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা বোঝাতে পারবেন যে তাঁরা ইচ্ছে করে ফোনকল মিস করেননি। বরং এই মোডের জন্যই মিস হয়েছে কল।

    Android Police- এর তরফে জানানো হয়েছে ইউজাররা মিসড কল হিস্ট্রি অর্থাৎ যেখানে সমস্ত মিসড কল দেখা যায়, সেখানে তার নীচেই একটি ট্যাগলাইন দেখতে পাবেন। সেখানে দেখা যাবে যে, ডু নট ডিস্টার্ব মোডের জন্য কোন কোন কল মিস হয়েছে।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার উপলব্ধ হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে কিছু বিটা টেস্টারদের জন্য ইতিমধ্যেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে অনুমান করা হয়েছে, খুব তাড়াতাড়ি সব হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচার এবং আপডেট ব্যবহার করতে পারবেন (WhatsApp New Feature)।

    একাধিক নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    উল্লেখ্য, সম্প্রতি, হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচারই চালু হয়েছে। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। এরপর আরও একাধিক আপডেটের ওপর কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী সময়ে যে নতুন ফিচারগুলি পাওয়া যাবে, তার মধ্যে পোল, এডিট, ভয়েজ স্ট্যাটাস আপডেট, হোয়াটসঅ্যাপ অবতার ফিচারের মতো বৈশিষ্ট্যও রয়েছে (WhatsApp New Feature)। 

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। এবার আবারও একটি নতুন ফিচার নিয়ে হাজির তারা। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আগেই দেখা গিয়েছে ফেসবুক এবং ইস্টাগ্রামে।  বিটা ভার্সানেও দেখা গিয়েছে এই ফিচার। এতদিন যেমন হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখার জন্য একটি আলাদা অপশন পাওয়া যেত, এখন থেকে ব্যবহারকারীদের চ্যাটে থেকেও দেখা যাবে স্টেটাস। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীর জন্যই এর আপডেট প্রকাশ করা হয়েছে। এই আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইল ফটোতে স্টেটাস সাইনও দেখতে পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    প্রোফাইল ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে সেই ব্যবহারকারীর স্টেটাস ভেসে উঠবে। যে ব্যবহারকারী স্টেটাস আপডেট  করেছেন তাঁর প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ বৃত্ত দেখা যাবে। এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিটা সংস্করণে পরীক্ষা চলছিল। এছাড়াও আরও অনেক নতুন ফিচার আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রুপ কলিং লিঙ্ক এবং স্ট্যাটাস ইমোজি রিপ্লাই। অ্যাপল আইওএস ব্যবহারকারীদের জন্য স্টেটাস রিঅ্যাক্টের ক্ষেত্রে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে হাইড অনলাইন স্ট্যাটাস অপশন এসেছে। এর সাহায্যে আপনি আপনার অনলাইন স্টেটাস লুকোতে পারবেন।

    এছাড়াও ভবিষ্যতে আরও বেশ কিছু নতুন ফিচার যোগ হতে চলেছে অ্যাপটিতে। এমনই একটি ফিচার হল হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট। এই ফিচারের সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ১০২৪ হতে চলেছে। বর্তমানে একটি গ্রুপে ৫১২ জন ব্যবহারকারীকে যুক্ত করা যায়। এছাড়া খুব শীগগির ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করার অপশও আসতে চলেছে। ভিউ ওয়ানষ মোডে পাঠানো ছবির স্ক্রিনশট ব্লক করার অপশনেও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ফিচার এলে কেউ আর ভিউ ওয়ানস মোডে পাঠানো ছবির স্ক্রিনশট নিতে পারবেন না। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    নয়া ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)

    WhatsApp New Feature -এ এবার গুগলের মতোই একটি বিশেষ সুবিধা নিয়ে এল জুকারবার্গের সংস্থা মেটা । এই নয়া ফিচারের কারণে এবার WhatsApp-এ যুক্ত হল কললিঙ্ক।

    WhatsApp New Feature – কললিঙ্ক

    হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধাও এনে দেবে বলে দাবি জুকারবার্গের সংস্থার। গতকাল মেটার (META) মালিকাধীন হোয়াটসঅ্যাপ সংস্থার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ঘোষণা করেছেন যে তারা একটি নতুন ফিচার (Whatsapp New Feature) লঞ্চ করতে চলেছে, যার নাম ‘কল লিঙ্ক’ (Call Link)। বন্ধু বা পরিচিতদের সহজে ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ দিতে ‘কল লিঙ্ক’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

    এভাবেই কাজ করবে WhatsApp New Feature – কললিঙ্ক

    এই নতুন ফিচার (WhatsApp New Feature)-এর ফলে ইউজাররা গ্রুপ অডিও ও ভিডিও কল করতে চাইলে, আগেই একটি লিঙ্ক তৈরি করে নিতে পারবেন। এরপর এই লিঙ্কটি মেসেজের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব, পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। ঠিক যেমন আপনারা গুগল মিট-এ (Google Meet) করে থাকেন। তাঁরা ওই লিঙ্কটিতে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে ওই গ্রুপ কলে যোগ দিতে পারবেন। বলাই বাহুল্য, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার ইউজারদের জন্য সুবিধার হতে চলেছে। কারণ যদি কোনও ব্যক্তি গ্রুপ কলে জয়েন করতে দেরি করে ফেলে, তবে তিনি পরে ওই লিঙ্কের মাধ্যমেই গ্রুপে খুব সহজেই জয়েন করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপের কল ট্যাবেই এই কল লিঙ্ক অপশনটি দেখা যাবে। আর এই অপশন থেকেই গ্রুপ কল লিঙ্ক তৈরি করতে হবে। অনুমান করা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (iOS) – উভয়তেই আসতে চলেছে। জুকারবার্গ জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকেই এই ফিচারটির রোলআউট করা শুরু হবে।

    সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) আরও জানিয়েছেন, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ছাড়াও হোয়াটসঅ্যাপ ৩২ জনের জন্য সুরক্ষিত এবং এনক্রিপ্ট করা গ্রুপ ভিডিও কলের ওপর কাজ করা শুরু করেছে। ফলে এই ফিচারটি আসলে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে ৩২ জন পর্যন্ত ইউজার যুক্ত হতে পারবেন।

    বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিং-এ এখন পর্যন্ত আটজন ব্যক্তিদের একে অপরের সঙ্গে ভিডিও কল করার সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা যাতে বাড়ানো যায়, তাই নিয়েই কাজ চলছে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ‘কল লিঙ্ক’ (Call Link)-এর সাথে আরও একাধিক নতুন সুবিধা পেতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

LinkedIn
Share