Tag: WhatsApp New Feature

WhatsApp New Feature

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। শুধু ভারতেই ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে ফের যুক্ত হতে চলেছে নতুন এক ফিচার। তবে এবারে হোয়াটসঅ্যাপ বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি একটি বৈশিষ্ট্য নিয়ে আসছে। সেটি হল এবার থেকে মেসেজ পাঠানোর পরেও আপনি এটি এডিট করতে পারবেন। অর্থাৎ ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে।

    অনেক সময় মেসেজ টাইপের সময় ভুল হয়ে যায়। আর এক্ষেত্রে উপায় বলতে একটিই, মেসেজ ডিলিট করে ফেলা। কিন্তু এবারে মেসেজ ডিলিট না করেও সেই ভুল শুধরে, মেসেজ ঠিক করার সুযোগ এনে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এখানে জানানো হয়েছে যে, ‘সেন্ট মেসেজ’ ‘এডিট’ করার অপশন খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই জরুরি বৈশিষ্ট্যটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা 2.22.20.12 আপডেটে ফিচারটি সর্বপ্রথম দেখা যাবে। হোয়াটসঅ্যাপ এডিট মেসেজ ফিচারটি ভবিষ্যতের আপডেটে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আর অফিসিয়াল রোলআউটের আগে তা সর্বপ্রথম বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ করা হবে। তারা পরীক্ষা করার পর এই ফিচারে যদি কোনও ভুল নজরে আসে, তারপর তা ঠিক করার পরেই অফিসিয়াল রোলআউট করবে হোয়াটসঅ্যাপ।

    আরও জানা গিয়েছে, কোনও মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে। যদিও আগে কী মেসেজ পাঠানো হয়েছিল তা দেখা যাবে কিনা, তা সম্পর্কে জানানো যায়নি। এও মনে করা হয়েছে, মেসেজ পাঠানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করা যাবে। যদিও এই বিষয়ে মেসেজিং অ্যাপের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। 

  • WhatsApp: মেসেজ যতই হোক পুরনো, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার খুঁজে দেবে এক নিমেষে!

    WhatsApp: মেসেজ যতই হোক পুরনো, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার খুঁজে দেবে এক নিমেষে!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপটি লক্ষাধিক মানুষ ব্যবহার করে এবং বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অ্যাপ। অফিস থেকে বাড়ি পর্যন্ত, অ্যাপটিতে প্রতিদিন শত শত মেসেজ আদান – প্রদান করা হয়, ফলে এই মেসেজেগুলো কোনও প্রয়োজনে ট্র্যাক করা  কঠিন হয়ে পড়ে। কিন্তু আর চিন্তা নেই, কারণ ইউজারদের এই সমস্যা সমাধানের জন্যও হোয়াটসঅ্যাপ ফের এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। যেখানে আপনি খুব সহজেই কোনও নির্দিষ্ট তারিখ বসিয়ে সেই দিনের মেসেজ পড়তে পারবেন।

    এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ আপনাকে একটি সুবিধা দিয়েছিল যে, কোনও শব্দ দিয়ে খুঁজলে আপনার সেই প্রয়োজনীয় মেসেজটি সামনে চলে আসত, কিন্তু এবারে পুরনো মেসেজ খোঁজা হবে আরও সহজ। অনেক সময় কোনও পুরনো চ্যাট খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়, তাই এবার ব্যবহারকারীদের সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাাপ নিয়ে এসেছে চার্জ বাই ডেট ফিচার, অর্থাৎ আপনি এবার তারিখ দিয়ে মেসেজ খুঁজে বার করতে পারবেন। আপনি যদি কোনও নির্দিষ্ট বা বিশেষ দিনের মেসেজ খুঁজে বের করতে চান তবে এই ফিচারের সাহায্যে খুব সহজেই পেয়ে যাবেন পুরনো মেসেজ।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

    এই ফিচারে হোয়াটসঅ্যাপে একটি ক্যালেন্ডার আইকন যোগ করা হবে। ফলে আপনি মেসেজ টাইপ করার জায়গার পাশে এই আইকোনটি দেখতে পাবেন। আর এই আইকনে ক্লিক করলে আপনি নিজের ইচ্ছা মতো তারিখ পছন্দ করে বেছে নিলে সেই নির্দিষ্ট দিনের সব মেসেজ দেখতে পাবেন।

    wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি এই মুহূর্তে ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই এর টেস্টিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু কবে এই ফিচারটি আসতে চলেছে, এবিষয়ে কিছুই জানানো হয়নি হোয়াটসঅ্যাপের তরফে। কিন্তু অনুমান করা  হচ্ছে, খুব শীঘ্রই ফিচারটি হোয়াটসঅ্যাপ রোল আউট করবে। তবে জানা গিয়েছে, আইফোন  গ্রাহকরা এই ফিচারটি প্রথমে ব্যবহার করার সুযোগ পাবেন। অর্থাৎ এই ফিচার প্রথমে আইফোনে আনা হবে ও তারপরে অ্যান্ড্রয়েডে।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

    WhatsApp: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ (WhatsApp) একের পর এক নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের চমক দিয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সবসময় কোনও না কোনও আপডেট আসতে থাকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। এবারেও ব্যতিক্রম কিছু হয়নি। কারণ আবারও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এবারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন নিজের সঙ্গেই, তাও আবার অন্য কোনও নম্বরের সাহায্য ছাড়াই।

    বর্তমানে হোয়াটসঅ্যাপের কাছে এমন কোনও ফিচার নেই যার সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। তবে এখন এই নতুন লিঙ্কড ফিচারের মাধ্যমে সেই অসম্ভব কাজই সম্ভব হতে চলেছে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এই ফিচারটি আসতে চলেছে। তবে কী এই ‘লিঙ্কড ফিচার’ (Linked Feature), কীভাবেই বা কাজ করবে এটি, অনেকের মনেই এখন একই প্রশ্ন।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    রিপোর্টে বলা হয়েছে, এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনও ডেস্কটপে লিঙ্ক করা থাকলে নিজের কাছে নিজেই মেসেজ পাঠাতে পারবেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বিটার জন্য আপডেট নিয়ে আসা হচ্ছে। যেখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত কন্ট্যাক্ট দেখতে পান, সেখানেই নিজেকেও দেখতে পাবেন। অন্যদের নামের পাশাপাশি আপনার নামটি ‘YOU’ হিসেবে দেখানো হবে। আপনি ওই ‘YOU’ অপশনে ক্লিক করেই নিজের সঙ্গে চ্যাট করতে পারবেন। এই ‘YOU’ অপশনটি একেবারে সবার ওপরেই দেখতে পাবেন। মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে লগ ইন করলেও এই অপশন দেখানো হবে।

    এতে অনেক সুবিধা হবে ইউজারদারদের। কারণ অনেক সময় নিজেদের কিছু তথ্য নিজের জন্য নোট ডাউন করতে হলে সাধারণত এখন ফোনেই করে থাকেন। সেক্ষেত্রে অনেকে ফোনে নোটপ্যাড ব্যবহার করেন, তবে যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার বর্তমানে এক অভ্যেসে পরিণত হয়েছে, তাই ইউজাররা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

    তবে নিজেকে মেসেজ করার হোয়াটসঅ্যাপ ফিচারটি আপাতত টেস্টিং লেভেলে রয়েছে,  কিন্তু সমস্ত ব্যবহারকারীদের জন্য বৈশিষ্ট্যটি খুব শীঘ্রই আসতে চলেছে। জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ফিচারটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হবে।

    আরও পড়ুন: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

     

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুবিধা বা চাহিদার কথা মাথায় রেখেই নিয়মিতভাবে নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। প্রায় প্রতি মাসেই কোনও না কোনও নতুন ফিচার আনছে বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের একটি ফিচার হল এখানে গ্রুপ তৈরি করা যায়। কোনও না কোনও গ্রুপের সদস্য প্রায় সকলেই। এখন আবার অফিসিয়াল কাজ, পড়াশোনা বা যে কোনও প্রয়োজনীয় ক্ষেত্রেও গ্রুপ তৈরি করা যায়। এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যই একটি নতুন ফিচার আসতে চলেছে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    জানা গিয়েছে, এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মেসেজ আসার সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইল ফটোও পাশে দেখা যাবে। সাধারত হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার নম্বর সেফ করে না, ফলে কে কোন মেসেজ পাঠিয়েছে তা বুঝতে অসুবিধা হয়। যদি কারোর নম্বর সেফ থাকে তাতে হয়ত কোনও সমস্যা হয় না। গ্রুপের সবাইকে চিনতে বা কে কী মেসেজ পাঠাচ্ছে তার একটি প্রাথমিক পরিচয় পেলে তা বুঝতে সুবিধা হয়। আর এই সুবিধার কথা ভেবেই মেটা মালিকানাধীন সংস্থা এই ফিচারটি আনতে চলেছ যেখানে প্রোফাইল ফটোও দেখা যাবে।

    WABetaInfo তরফে বলা হয়েছে, এই ফিচার আর কিছুদিনের মধ্যেই বিটা প্রোগামারদের জন্য উপলব্ধ করা হবে। এই ফিচারটি আসার পর সব সদস্যদের জন্যই এটি উপলব্ধ হবে। প্রত্যেক সদস্যের প্রোফাইল গ্রুপে দেখা যাবে। এটি বন্ধ করার কোনও অপশন নেই।

    আরও পড়ুন: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

    এই নতুন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে এই ফিচারগুলো স্মার্টফোনে আসতে চলেছে। এগুলো এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগেও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়িয়ে করেছে ৫১২।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • WhatsApp: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    WhatsApp: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যের সুরক্ষার জন্য প্রায়শই নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবারে আবার নতুন ফিচার নিয়ে হাজির মেসেজিং প্ল্যাটফর্ম। এবারে একাধিক সুরক্ষা ফিচারের (Security Features) ঘোষণা করলেন হোয়াটসঅ্যাপ তথা মেটা সিইও মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)। যেসব ফিচারের কথা ঘোষণা করেছেন সেগুলো হোয়াটসঅ্যাপে আসার পর ইউজারদের অনেক সুবিধা হবে এবং এতে তাদের কোনও গোপনীয় তথ্যও অন্যের হাতে সহজে যাবে না।

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার থেকে ‘সি ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না। ‘ভিউ ওয়ান্স’ বা ‘সি ওয়ান্স’ ফিচারের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ, এই ‘সি ওয়ান্স’-এর মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু ছবি, ভিডিয়ো পাঠাতে পারেন,  যেটি দ্বিতীয়বারের জন্য দেখা যায় না। একবার দেখার পরেই তা ভ্যানিশ হয়ে যায়। তাই, অনেকেই ‘ভিউ ওয়ান্স’ মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা এই ফিচার আসার পর আর সম্ভব হবে না। এই ফিচারটি সাধারণত আমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপেও এই সুবিধা খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: হ্যাকিং রুখতে এই নতুন সিকিউরিটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, সুবিধা কী কী?

    এছাড়াও আরও একটি মজাদার ফিচার আসতে চলেছে। অনেক সময় আপনারা অফলাইন হওয়ার নাম করেও অন থাকেন, আর অপরদিকে অন্য ব্যক্তি দেখতে পাচ্ছে যে আপনি অলাইন আছেন। ফলে এমন অবস্থায় আর চিন্তা করার দরকার নেই। এরপর থেকে আপনি বেছে নিতে পারবেন যে, অনলাইন ‘স্টেটাস’ কাকে দেখাবেন। অর্থাৎ, আপনি বন্ধুবান্ধব থেকে লুকিয়েও হোয়াটসঅ্যাপ করে যেতে পারবেন। কিন্তু তাঁরা আপনাকে অফলাইনই দেখবেন। এই অপশনটি অন করলেই আপনি নিজেকে অফলাইন রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেতে পারবেন।

    আবার কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সহজেই বেরিয়ে যেতে পারবেন, এক্ষেত্রে গ্রুপের অন্য কোনও সদস্যের কাছে তার নোটিফিকেশন যাবে না। এই ফিচারও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, অনেক সময়ই আমাদের মনে হয়, কাউকে বিরক্ত না করে গ্রুপ থেকে বেরিয়ে যেতে। যাতে পরে কোনও প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তবে এক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।

    সুতরাং এইসব নতুন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে এই ফিচারগুলো স্মার্টফোনে আসতে চলেছে। এগুলো এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

     

  • WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও ‘কেপ্ট মেসেজ’ (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘Disappearing Kept Messages’।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ ‘কেপ্ট মেসেজ’ সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে হোয়াটসঅ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। সম্প্রতি এতে মেসেজ রিঅ্যাকশন ফিচার এসেছে। আগে এই ফিচারে মাত্র ৬টি ইমোজি পাওয়া যেত, যা হোয়াটসঅ্যাপ এখন বাড়াতে চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটে একটি বিশেষ বৈশিষ্ট্য দিতে চলেছে ব্যবহারকারীদের। আর সেটি হল, ভয়েস নোটস (Voice Notes)। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (Status Update) আপনারা ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

    আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ছবি বা ভিডিয়ো স্টেটাস হিসেবে শেয়ার করা যেত। কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে আপনি ভয়েস নোট রাখার সুবিধাটি পাবেন। হোয়াটসঅ্যাপের আসন্ন একটি ফিচারে ব্যবহারকারীদের অডিও নোটও শেয়ার করতে দেওয়া হবে। WABetainfo-এর তথ্য অনুযায়ী, এই খবরই সামনে এসেছে যে স্টেটাসেও শেষ পর্যন্ত ভয়েস নোট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    উল্লেখ্য, ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রথম ‘স্টেটাস’ নামক ফিচারটি এনেছিল। তারপর এখন আবার নয়া আপডেট আনতে চলেছে। রিপোর্টসূত্রে জানা গিয়েছে, এই ফিচারটি খুব শীঘ্রই আসতে চলেছে। সংস্থা থেকে আরও জানানো হয়েছে, ভয়েস নোট কেবল মাত্র তাঁদের সঙ্গেই শেয়ার করা যাবে, যাঁদের আপনি স্টেটাস প্রাইভেসি সেটিং-এ বেছে নেবেন। ছবি বা ভিডিয়োর মত স্টেটাস হিসেবে শেয়ার করা এই ভয়েস নোটও এন্ড টু এন্ড এনক্রিপশনে (end-to-end encryption)  থাকবে।

    তবে, এই হোয়াটসঅ্যাপ ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, বিটা টেস্টাররা কবে এটি পরীক্ষা করে দেখতে পারবে, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায় নি। এর পাশাপাশি আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। শীঘ্রই আপনি এই প্ল্যাটফর্মে মাল্টি ডিভাইস সমর্থনের মতো কম্প্যানিয়ন মোড পাবেন ও এছাড়াও মেসেজ রিঅ্যাকশনের ক্ষেত্রেও অনেক ইমোজি অন্তর্ভুক্ত করতে চলেছে।

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

LinkedIn
Share