Tag: whatsapp new features

whatsapp new features

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে শীঘ্রই নয়া ফিচার, ‘মেটা এআই’ চ্যাটবটে তৈরি করা যাবে অবতার

    WhatsApp: হোয়াটসঅ্যাপে শীঘ্রই নয়া ফিচার, ‘মেটা এআই’ চ্যাটবটে তৈরি করা যাবে অবতার

    মাধ্যম নিউজ ডেস্ক: নিত্য নতুন ফিচার বছরভর এনেই থাকে জুকেরবার্গের মালিকাধীন মেটা। ফিচারের ফলে ব্যবহারকারীরা নানা সুবিধা পান ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে (WhatsApp)। এবার ‘মেটা এআই’ চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবতার তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি, মেটা এআই নামের ফিচার জুড়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে। গত বছরই চ্যাটজিপিটির সঙ্গে পরিচয় হয় বিশ্ববাসীর। যেকোনও প্রশ্নের উত্তর চটপট দিয়ে দেয় চ্যাটজিপিটি। এবার এই সুবিধা জুড়েছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)। এর আগে গত বছর থেকেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে অবতার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করেন অনেকে। তবে চাইলেই ইচ্ছেমতো চেহারার অবতার তৈরি করা যায় না।

    স্বয়ংক্রিয়ভাবে অবতার তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)

    শুধু তাই নয়, অবতার তৈরির জন্য পোশাক, দেহের গড়ন ও রঙ, চোখের আকার, ভ্রু, নাক, ঠোঁট ইত্যাদিও নির্বাচন করে দিতে হয়। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ভালোমানের অবতার তৈরি করতে পারেন না কেউ কেউ। ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানে ‘মেটা এআই’ (AI avatar) চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবতার তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নতুন এই সুবিধা চালু হলে চেহারা ও শারীরিক গড়নের বর্ণনা লিখে দিলেই সে অনুযায়ী অবতার তৈরি করে দেবে চ্যাটবটটি।

    কী জানাল হোয়াটসঅ্যাপ?

    হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে অবতার তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এতে ভবিষ্যতে চ্যাটবটটির মাধ্যমে লেখা থেকে পছন্দমতো কৃত্রিম ছবিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা (AI avatar)। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় জুকেরবার্গের মালিকাধীন মেটা। তবে মেটার তৈরি এই চ্যাটবটটি এখনও সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বসেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটায় বিপ্লব এসেছে ভারতে। নিত্য দিন নয়া নয়া সুযোগের দরজা খুলে যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল হোয়াটসঅ্যাপের নামও। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, অন্যান্য শপিং অ্যাপ-এর মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চ্যাট করার সাথে সাথে সহজেই কেনাকাটা করা যাবে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যবহারকারীরা এবার UPI অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এই আপডেটটি (WhatsApp Payment Update) ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটা যেমন করা যাবে, তেমনি সিনেমার টিকিট পর্যন্ত বুক করা যাবে।

    কী জানিয়েছে হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে?

    হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, অন্যান্য অনেক শপিং অ্যাপের মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীরা সহজেই চ্যাট করার সাথে সাথে কেনাকাটাও করতে পারবেন। যেমন অন্য কোনও শপিং অ্যাপে আপনি আপনার পছন্দের জিনিস কার্ট করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপও এবার থেকে এই কার্ট অপশন দেবে, যেখানে আপনি আপনার জিনিস কার্ট করে রাখতে পারবেন। আর ঠিক ভারতের অন্যান্য UPI অ্যাপের মতো ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসগুলি কিনতে পারবেন (WhatsApp Payment Update)। 

    ভারতে কতজন এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট (WhatsApp Payment Update) ব্যবহার করেন?

    বিশেষজ্ঞদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে মাত্র ১০০ মিলিয়ন মানুষ এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করেন। ঠিক এই কারণে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারগুলি যোগ করতে চলেছে (WhatsApp Payment Update) কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড শপিং Jio Mart এবং চেন্নাই ও বেঙ্গালুরু মেট্রো সিস্টেমে ব্যবহার করা হত। কিন্তু এবার নতুন ফিচার পেমেন্টের জন্য আরও অনেক অপশন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

    ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

    শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে

    WhatsApp New Features: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন নতুন ফিচার (WhatsApp New Features) হোয়াটসঅ্যাপে এসেই চলেছে। সেরকমই হল, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কার্ড। এটি আদতে একটি বিন্যস্ত তথ্যপুঞ্জ যা কোনও কথোপকথনে কাজে লাগবে। নিজেদের উইন্ডোজ বিটা নেটিভ অ্যাপ উন্নত করছে হোয়াটসঅ্যাপ। এখানেই থাকবে এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features)।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    কী এই কন্ট্যাক্ট কার্ড ? 

    কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সম্পর্কিত সাম্প্রতিক আপডেটে যাওয়ার আগে, জেনে নেব কন্ট্যাক্ট কার্ড  সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য। 

    কন্ট্যাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সংক্ষিপ্ত তথ্য দেবে। এছাড়াও এই কন্ট্যাক্ট কার্ডের মাধ্যমে কাউকে ফোন করা, বার্তা পাঠানো এবং ইমেল করা যাবে।

    কন্ট্যাক্ট কার্ডে (WhatsApp New Features) ঢুকতে হোয়াটসঅ্যাপ চ্যাট অপশনে থাকা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর কন্টাক্ট কার্ড, উইন্ডোতে প্রদর্শিত হবে। বিভিন্ন অপশনের মধ্যে থেকে তখন আপনাকে বেছে নিতে হবে সেই অপশনটি, যেটির মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান ।

    আরও পড়ুন: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    হোয়াটসঅ্যাপে এই কন্ট্যাক্ট কার্ড কীভাবে শেয়ার করবেন?

    আপনি চ্যাটে কারও সঙ্গে যদি এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) শেয়ার করতে চান তাহলে এই ধাপগুলি জেনে নিন—

    ১) আইফোনে স্ক্রিনের নীচে + আইকন বা Android-এ পেপারক্লিপ আইকন প্রেস করুন।
    ২) এরপর মেনু দেখাবে, সেখানে গিয়ে কন্টাক্ট ক্লিক করুন ।
    ৩) iPhone-এ Done বা Android-এ Send অ্যারো-তে ট্যাপ করুন।
    ৪) আপনি যে তথ্যগুলি শেয়ার করতে চান না সেই তথ্যের পাশে থাকা সংশ্লিষ্ট চেকমার্কগুলির ‘টিক’ মুছে দিন। এটা হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করলে কন্ট্যাক্ট কার্ডটি হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে প্রদর্শিত হবে। আপনি তখন কন্ট্যাক্ট কার্ড শেয়ার করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীরাই এখন কেবল কন্ট্যাক্ট কার্ড শেয়ারের সুবিধা পাবেন। নতুন ভার্সেন WhatsApp beta for Windows 2.2247.2.0 খুব তাড়াতাড়ি মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে বলেই জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

  • WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক মজাদার ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features)। সম্প্রতি নতুন ফিচার রোলআইট করল হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ সংস্থা ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপে এবার চালু হয়েছে ‘মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) ফিচার। নিজেকেই এবার থেকে মেসেজ করতে পারবেন আপনি। আজই হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার ব্যবহার করুন।

    এই ফিচারটির কী সুবিধা?

    এই নতুন ফিচারের (WhatsApp New Features) সাহায্যে আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিজের হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারবেন তাও আবার মেসেজের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নামক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন সবার হাতের মুঠোয় চলে এসেছে। কোনও বিষয়ে নোট, বা কোনও লিস্ট করার ক্ষেত্রে আগে মানুষ নোটপ্যাড ব্যবহার করত, কিন্তু এই ফিচার আসার পর থেকে নোটপ্যাডের আর দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপেই সেটি নোট করে নিজেকে মেসেজ করে রেখে দিতে পারবেন।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    মূলত নিজেকে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন (WhatsApp New Features)।

    এছাড়াও ফিচারটি (WhatsApp New Features) ব্যবহার করে ইউজাররা ফটো, অডিও, ভিডিও সহ মেসেজ পাঠাতে পারবেন। এই চ্যাটটি শুধুমাত্র আপনার কাছে থাকবে এবং শুধুমাত্র আপনিই অ্যাক্সেস করতে পারবেন৷ আপনি চ্যাটে যে তথ্য শেয়ার করবেন তা হোয়াটসঅ্যাপে অন্য কেউ দেখতে পাবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর নতুন চ্যাট শুরু করুন। কনট্যাক্ট দেখাবে যেখানে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটা আসবে। তাতে ক্লিক করলেই হবে। সেই চ্যাটবক্সে মেসেজিং শুরু করুন (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভারতে হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসু, আরেক উচ্চপদস্থ কর্তার পদত্যাগ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধার কথা ভেবে ফের নিয়ে এসেছে নয়া ফিচার (WhatsApp New Features)। যার নাম কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। শোনা গিয়েছে, ইতিমধ্যেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্প্যানিয়ন মোড নিয়ে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে।

    এই ফিচারের কী কী সুবিধা?

    বর্তমানে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা মোবাইলের পাশাপাশি অন্য একটি ল্যাপটপ বা ট্যাবলেটেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখন একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট মাত্র একটি ফোনেই খোলা যায়। কিন্তু কম্প্যানিয়ন মোড ফিচারটি আসলে আপনারা একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট দুটো ফোন থেকে খুলতে পারবেন। যদিও হোয়াটসঅ্যাপ ক্লোনিং- এর মাধ্যমে একটি ফোনে আপনি দুটো আলাদা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে এই ফিচার আসলে ইউজারদের সুবিধাই হবে বলে মনে করেছেন মেটা কর্তৃপক্ষ (WhatsApp New Features)।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    এই ফিচারের বিশেষত্বই হল যে এই সব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ইউজার তাঁর একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। আবার যখন অন্য ফোন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি খুলবেন, তখন দ্বিতীয় ফোনটিতে একাই আগের সব মেসেজ, ভিডিও যাবতীয় তথ্য সিঙ্ক বা আপডেট হয়ে যাবে। এই ফিচার চলে আসলে আপনাকে ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবের উপর নির্ভর হতে হবে না। কারণ এরপর থেকে একই অ্যাকাউন্ট অন্য ফোনেও ব্যবহার করা যাবে (WhatsApp New Features)। 

    অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের কম্প্যানিয়ন মোড সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ফিচার (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • WhatsApp: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    WhatsApp: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটস্যাপ (Whatsapp) এক বড় পদক্ষেপ নিতে চলেছে। ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে পারেন মুহূর্তের মধ্যে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। কোনও ম্যাসেজ ডিলিট করার অপশন হোয়াটস্যাপ আপনাকে আগেই দিয়েছে অথবা কোনও ম্যাসেজ কোনও গ্রুপে ভুলবশত চলে গেলে সেটি সবার জন্য ডিলিট (Delete For everyone) করে দিতে পারেন। কিন্তু সমস্যায় তখনই পড়তে হয়, যখন ম্যাসেজটি ভুলবশত শুধুমাত্র ‘ডিলিট ফর মি’ (Delete for me) হয়ে যায়। তখনই চিন্তায় পড়ে যায় ব্যবহারকারীরা।

    আরও পড়ুন: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    তবে এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে আসতে চলেছে হোয়াটস্যাপ। ডিলিটেড ম্যাসেজ আবার ফিরে পেতে ‘আনডু’ (Undo) অপশন আসতে চলেছে হোয়াটস্যাপে। নতুন বৈশিষ্ট্য আসার পর দেখা যাবে, আপনি যখন এরপর কোনও ম্যাসেজ ডিলিট করতে যাবেন, তখন ‘ডিলিট ফর মি’ (Delete for me) ক্লিক করলেই আপনার মোবাইলের স্ক্রিনে ‘আনডু’ (Undo) অপশনটি চলে আসবে। সুতরাং আপনাকে আরও একবার সুযোগ দেওয়া হয় যে আপনি ম্যাসেজটি ডিলিট করতে চান কিনা। এমন অপশন টেলিগ্রামেও দেখা যায়, যেখানে ব্যবহারকারীকে কিছু সময় দেওয়া হয় ম্যাসেজটি আবার ফিরিয়ে আনার জন্য।

    আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    হোয়াটস্যাপে শুধুমাত্র এই ফিচারের ওপর কাজ করা হচ্ছে না, কোনও ফাইল শেয়ারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন হোয়াটস্যাপ থেকে ১০০ এমবি -এর বেশি বড় ফাইল শেয়ার  করা যেত না, তেমন এখন থেকে ১০০ এমবি-এর বড় ফাইল ২ জিবি (big file sharing) পর্যন্তও পাঠাতে পারবেন। যদিও এই অপশনটি এখনও পুরোপুরিভাবে আপডেট করা হয়নি।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    এছাড়াও হোয়াটসঅ্যাপে আরও নতুন ফিচার যেমন- ‘এডিটিং সেন্ড চ্যাটস’ (Editing send chats), ‘সেভ ডিসঅ্যাপেয়ারিং কনভারসেশন’ (save disappearing conversation) ইত্যাদির ওপর কাজ করা হচ্ছে। এছাড়াও কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে এসেছিল। যেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং  পজ (Pause) করা যাবে।  এছাড়া এবার কোনও চ্যাট থেকে বাইরে বেরিয়েও ভয়েস মেসেজ শুনতে পারবেন আপনি।

    অর্থাৎ, এতদিন কারও ভয়েস মেসেজ (whatsapp voice message) শুনতে হলে তার চ্যাট উইন্ডো খুলে শুনতে হত। ততক্ষণ অন্য মেসেজ চেক করা যেত না। কিন্তু এবার থেকে আপনি তা করতে পারবেন। ভবিষ্যতে আর কী কী নতুন ফিচার আসতে চলেছে সেটিই এখন দেখার।

LinkedIn
Share