Tag: WhatsApp New Feauters

WhatsApp New Feauters

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এক নাগাড়ে ৩০টির বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে ১০০ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। 

    মার্ক জুকেরবার্কের মেটা অধিগৃহীত হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে হরেক রকমের ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এল। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য।

    আরও পড়ুন: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ 

    জানা গেছে, এক ক্লিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp)  ১০০টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর ৩০টির বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি ৩০-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে ১০০টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।

    আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন…

    কীভাবে ব্যবহার করবেন ফিচারটি

    ১. প্রথমে হোয়াটসঅ্যাপটি (WhatsApp) খুলুন আপনার মোবাইলে, এরপর গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটের অপশনে যান। যেখানে আপনি ছবি পাঠাতে চান।

    ২. পেপার ক্লিপের মতো দেখতে অ্যাটাচ আইকনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নীচের দিকে পাবেন এই অপশনটি। আপনার ফোনে থাকা ভিডিও এবং ছবি দেখা যাবে।

    ৩. এবার ছবি এবং ভিডিওগুলি সিলেক্ট করুন। যেগুলি আপনি পাঠাতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার (WhatsApp New Feauters) এসেই চলেছে। চলতি বছরেও বেশ কিছু নতুন ফিচার যোগ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ টিম। পরীক্ষামূলকভাবে কিছু ফিচারের(WhatsApp New Feauters)  কাজও চলছে। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে এবং এর ব্যবহারকারীদের কাছে এটিকে আরও বেশি উপযোগী করে তুলতেই নতুন নতুন ফিচার আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের নতুন কিছু ফিচার কয়েকদিনের মধ্যেই উপলব্ধ হবে বলে জানিয়েছে হোয়াটস্যাপ কতৃপক্ষ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে।

    কিছু নতুন ফিচার (WhatsApp New Feauters) , যেগুলি আসতে চলেছে

    অন্য ব্যবহারকারীকে ছবি পাঠালে কোয়ালিটি কমবে না

    হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সাধারণভাবে দেখা যায় ছবি বা ভিডিও এর কোয়ালিটি কমে গেছে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার (WhatsApp New Feauters)  নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা ছবি পাঠালে সেটির কোয়ালিটি কোন ভাবেই খারাপ হবে না বলে জানা যাচ্ছে। আবার ছবির কোয়ালিটি কম করেও ব্যবহারকারীরা পাঠাতে পারবেন। সেই অপশন থাকবে। 

    গ্রুপ সাবজেক্টের শব্দ সংখ্যা বাড়ানো হচ্ছে

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপে যেকোনও গ্রুপ সাবজেক্ট লেখা যেত মাত্র ২৫টি অক্ষরে এবার সেটি নূন্যতম ৫১২ থেকে সর্বোচ্চ ২০৪৮ করা হবে বলে মনে হচ্ছে।

    টেক্সট এডিটর

    টেক্সট এডিটর এর মাধ্যমে কাউকে টেক্সট করা আরও সহজ হয়ে যাবে এবং এখানে নতুন নতুন বেশ কতগুলি ফিচার যোগ করা হবে।

    নিউ ফন্টস

    এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো লেখাকে সাজাতে পারবেন বিভিন্ন ফন্ট দিয়ে ছবি ভিডিও ইত্যাদি যোগ করা যাবে। জানা যাচ্ছে Calistoga, courier prime ইত্যাদি যোগ করা হবে এই ফিচারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • WhatsApp New Feature: এবার থেকে এক সঙ্গে ৪টি ডিভাইসে চলবে এক নম্বরের হোয়াটসঅ্যাপ!

    WhatsApp New Feature: এবার থেকে এক সঙ্গে ৪টি ডিভাইসে চলবে এক নম্বরের হোয়াটসঅ্যাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের হোয়াটসঅ্যাপ টিম একের পর এক নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। ব্যবহারকারীরাও খুশি এতে। কারণ, নতুন ফিচারগুলির (WhatsApp New Feature) ফলে তাঁদের কাজ আরও সহজ হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপ এখন আর ব্যক্তিগত চ্যাটিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রায় সবরকমের অফিসিয়াল কাজেই এখন হোয়াটসঅ্যাপ দরকার পড়ে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন একটি নতুন ফিচার যেখানে একসঙ্গে ৪টি ডিভাইসে খোলা যাবে একই নম্বরের হোয়াটসঅ্যাপ। অর্থাৎ একটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ! এটা এখন পুরনো তত্ত্ব হয়ে গেল। অর্থাৎ এখন থেকে এই মাল্টি ডিভাইস ফিচারের মাধ্যমে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার প্রধান ফোন বাদ দিয়ে অতিরিক্ত কোনও ফোন থাকলে তাতে খুলে রাখতে পারেন। আবার চাইলে কোনও ট্যাব,  কম্পিউটারেও সেই একই নম্বরের অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন।

    কী বললেন মেটার কর্ণধার

    মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গ। তিনি তাঁর সমাজমাধ্যমে এই ঘোষণা করেন। জুকেরবার্গ লিখেছেন, “এখন থেকে চারটি ফোনে একই সঙ্গে একটি হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে।”

    আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে পরিষেবা (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপ সূত্রে খবর, এই পরিষেবাটি আগামী সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হবে। এখনও পর্যন্ত, ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। নতুন এই পরিষেবার মাধ্যমে, ব্যবহারকারী তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য মূল ফোন ছাড়াও অন্য ফোনগুলিতেও একই সঙ্গে দেখেতে পারবেন। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও তাঁরা অন্য ডিভাইসে হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp New Feature) ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে, নতুন ফোনে অ্যাকাউন্ট সেটআপের সময় ফোন নম্বর দেওয়া এবং  সাধারণভাবে লগ ইন করার বদলে, ‘link to existing account’ অপশনে যেতে  হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share