Tag: Whatsapp status

Whatsapp status

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চান? জেনে নিন উপায়

    WhatsApp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চান? জেনে নিন উপায়

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীরা ব্যবহার করে থাকেন। ব্যবহারকারীদের চ্যাট এবং স্ট্যাটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের সাথে আরও ভালোভাবে সংযুক্ত হতে, অ্যাপটি সময়ের সঙ্গে সঙ্গে নানা ফিচারের পরিবর্তন করে থাকে। এর ফলে একাধিক বৈশিষ্ট্য যুক্ত হয়ে যায়। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বৈশিষ্ট্যটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যা ব্যবহারকারীদের ছোট ভিডিও, ভয়েস নোট, ছবি এবং আরও অনেক কিছু পোস্ট করতে সাহায্য করে। এবার থেকে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক (Facebook) স্টোরিতে শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপ পরিচিতির বাইরের শ্রোতাদের কাছে বার্তা পৌঁছে যাবে খুব সহজেই।

    করার ধাপ (WhatsApp)

    আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp) স্ট্যাটাসকে ফেসবুক (Facebook) স্টোরি হিসাবে বিনিময় করতে চাহিলে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন—

    প্রথম ধাপ: আপনার হোয়াটসঅ্যাপ খুলুন এবং আপনি শেয়ার করতে চান এমন একটি ফটো, ভিডিও বা পাঠ্য সহ আপনার স্ট্যাটাস আপডেট করুন।

    দ্বিতীয় ধাপ: আপনার স্ট্যাটাস আপডেট করার পরে, স্ট্যাটাস বিভাগে তিনটি বিন্দুতে ক্লিক করুন এবং এটিকে ফেসবুক স্টোরি করার বিকল্পটি খুঁজুন।

    তৃতীয় ধাপ: স্টিকার, টেক্সট বা অঙ্কন দিয়ে আপনার স্ট্যাটাসকে আরও আকর্ষণীয় করতে কাস্টমাইজ করুন।

    চতুর্থ ধাপ: আপনার সমস্ত বন্ধু বা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দৃশ্যমান একটি ফেসবুক স্টোরি হিসেবে এটি ভাগ করতে বেছে নিন।

    পঞ্চম ধাপ: ফেসবুক স্টোরি হিসেবে পোস্ট করার আগে আপনার কাস্টমাইজড স্ট্যাটাস ঠিক করুন এবং নিশ্চিত করুন।

    আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    সম্প্রতি এসেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল

    এদিকে, গত জুন মাসে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার চ্যানেল ফিচার চালু করেছে, যা এখন বিশ্বব্যাপী উপলব্ধ। চ্যানেল বৈশিষ্ট্যটি সম্প্রচারিত বার্তাগুলির মাধ্যমে এক থেকে একাধিক যোগাযোগের সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মালিক হিসেবে, আপনার চ্যানেল পরিচালনা করতে সাহায্য করার জন্য ১৬ জন অতিরিক্ত অ্যাডমিনকে আমন্ত্রণ করতে পাবেন। ইমোজির ধরন সহ চ্যানেলের নাম, আইকন, বিবরণ এবং সেটিংস পরিবর্তন করার ক্ষমতা অ্যাডমিনদের থাকে। অ্যাডমিনদের দ্বারা করা যেকোনও আপডেট অবিলম্বে শেয়ার করা যায় এবং চ্যানেল মালিকের কাছ থেকে অনুমোদনেরও প্রয়োজন হয় না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp Tricks: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

    WhatsApp Tricks: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি আজকাল অনেক অফিসিয়াল কাজও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়ে থাকে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ প্রতিনিয়তই ইউজারদের জন্য নতুন নতুন মজাদার ফিচার নিয়ে আসে। হোয়াটসঅ্যাপের ফিচারের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ফিচার হল ‘স্টেটাস’। ছবি এবং ভিডিও অনেকেই দেয় স্টেটাসে। তবে ২৪ ঘণ্টা পর তা অদৃশ্যও হয়ে যায়।

    কিন্তু অনেকেই আছেন যে যারা হোয়াটসঅ্যাপে লুকিয়ে কারও স্টেটাস দেখতে চান, অর্থাৎ আপনি তার স্টেটাস দেখলেও সেই ব্যক্তি জানতে পারবে না। এবার থেকে বন্ধুদের না জানিয়ে গোপনে তাঁদের স্টোটাসও দেখতে পারবেন। কিন্তু কীভাবে, আসুন জেনে নেওয়া যাক-

    আরও পড়ুন: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    গোপনে কীভাবে অন্যের স্টেটাস দেখবেন?

    অ্যাপে রিড রিসিপ্ট (Read Recipet) অপশনটি বন্ধ করলেই লুকিয়ে দেখতে পারবেন স্টেটাস। এছাড়াও অফলাইন হয়ে বা Incognito Mode-এও হোয়াটসঅ্যাপের স্টেটাস দেখতে পারেন। আবার স্টেটাস হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি না দেখে hidden WhatsApp Status folder থেকেও দেখতে পারেন। সুতরাং অনেক পদ্ধতিই আছে, যার ফলে আপনি স্টেটাস দেখলেও অন্য কেউ জানতে পারবে না।

    হোয়াটসঅ্যাপে রিড রিসিপ্ট কীভাবে বন্ধ করবেন?

    এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেকেই ডাবল ব্লু টিকও বন্ধ করে রাখেন।

    • প্রথমে Android বা iOS ডিভাইসে WhatsApp খুলুন।
    • উপরের ডানদিকে কোণায় ডট-এ ট্যাপ করে সেটিংসে ক্লিক করুন এবং অ্যাকাউন্টে ক্লিক করুন।
    • এরপর প্রাইভেসি অপশনটি ক্লিক করুন এবং রিড রিসিপ্ট ডিসএবল করুন।
    •  

    কীভাবে অফলাইন হবেন বা Incognito Mode চালু করবেন?

    ইউজাররা স্টেটাস দেখার আগে ডেটা বন্ধ করতে পারেন বা ব্রাউজারের মাধ্যমে মোবাইলে Incognito Mode-এ WhatsApp ব্যবহার করতে পারেন। এইভাবে ব্যবহারকারীরা অফলাইনে থাকবেন এবং অন্য ব্যক্তিকে না জানিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবেন। উল্লেখ্য, তবে ইউজাররা অনলাইনে ফিরে এলে অপর ব্যক্তি ওই ভিউটি দেখতে পাবেন। সুতরাং, এটি এড়াতে স্টেটাসের সময় শেষ হওয়ার ঠিক আগে এই পদ্ধতিটি ব্যবহার করুন।

    ফোনের ফাইল ম্যানেজার থেকে কীভাবে হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন?

    Android ইউজাররা ফোনের ফাইল ম্যানেজারের (File Manager) হোয়াটসঅ্যাপ স্টেটাস ফোল্ডার (WhatsApp Status folder) থেকে দেখতে পারেন স্টেটাস। কারণ যখন আপনারা হোয়াটসঅ্যাপের স্টেটাস ট্যাবটি ওপেন করেন তখন অ্যাপটি সমস্ত স্টেটাস ডাউনলোড করে নেয়। এরফলে ডাউনলোড করা স্টেটাসগুলো আপনি দেখতে পারবেন এবং অন্যদিকে আপনার বন্ধুবান্ধব জানতেও পারবে না।

  • Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও ইমোজি- প্রতিক্রিয়ার (emoji-reactions) সুবিধা নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ।  কিছুদিনের মধ্যেই ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (WhatsApp Status) ইমোটিকন্স দিয়ে প্রতিক্রিয়া (Quick Reactions) জানাতে পারবেন ব্যবহারকারীরা। 
     
    এই প্রতিক্রিয়া বিনিময়ের জন্যে ৮টি নতুন ইমোজি (emojis) নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।  এছাড়াও আগামীতে আরও বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। এক আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই মাল্টি ডিভাইস সাপোর্টের (multi-device support) সুবিধাও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে একাধিক ফোন থেকে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট। 

    এই নতুন আপডেটটি হোয়াটসঅ্যাপের একটি বিশেষ বিভাগে নিয়ে যাবে, সেখানে লেখা থাকবে ‘রেজিস্টার ডিভাইস অ্যাজ কম্পেনিয়ন’ (Register Device as Companion)। আর এই অপশনে ক্লিক করলেই আপনি একাধিক ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে চালাতে পারবেন। আপনাকে হয়তো প্রথমবার আপনার মূল ফোনটি থেকে QR Code- টিকে স্ক্যান করতে হতে পারে। আন্তর্জাতিক সংস্থার খবর অনুসারে, ভবিষ্যতে হয়ত ট্যাবলেটকে লিঙ্ক করার ফিচার নিয়েও হাজির হবে হোয়াটসঅ্যাপ। 

    ইতিমধ্যেই ব্যবহারকারীদের একগুচ্ছ নতুন ফিচার উপহার দিয়েছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) এই মেসেজিং অ্যাপ সংস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভয়েস কলিং ফিচারের নতুন সংস্করণটি। এর ফলে ৩২ জন ব্যবহারকারী একটি কলে একসাথে যোগ দিতে পারবেন।  

    সূত্র মতে, হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান (subscription plan for WhatsApp business) আনার চেষ্টাতেও রয়েছে এই সংস্থা। এই প্ল্যানে ব্যবসায়ীদের বাড়তি কিছু সুবিধা প্রদান করবে তারা।  যেমন সাধারণভাবে চারটি ডিভাইসে লিঙ্ক করা যায় একটি অ্যাকাউন্ট, কিন্তু এই বিশেষ প্ল্যানের উপভোক্তারা সেক্ষেত্রে ১০টি ডিভাইসে লিঙ্ক করতে পারবেন অ্যাকাউন্টটি।

     

     

LinkedIn
Share