Tag: WhatsApp

WhatsApp

  • Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

    আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    ১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে “সেটিংস” কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে “সেটিংস” -এ ক্লিক করুন।

    ২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

    ৩। তারপর যান প্রাইভেসিতে।

    ৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন ‘নোবডি’ বলে একটি অপশন।

    ৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

  • WhatsApp New Feature: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Feature: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নিয়মিতভাবে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছে। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করে মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এবারে মেসেজ ডিলিট ফর এভরিওয়ান (Message Delete For Everyone) ফিচারে নতুন আপডেট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আগেও অনেক নতুন ফিচার অন্তর্ভুক্ত করেছিল এই প্ল্যাটফর্মটি। এক সপ্তাহের মধ্যেই আবারও একটি নতুন ফিচার নিয়ে চলে এসেছে হোয়াটসঅ্যাপ।

    আরও পড়ুন:কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    হোয়াটসঅ্যাপের একটি সুবিধা ছিল যে এতে ‘ডিলিট ফর এভরিওয়ান’ এই ফিচারটি রয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব হত, তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। এর জন্য বর্তমানে সময় রয়েছে এক ঘণ্টা, আট মিনিট, ষোলো সেকেন্ড। অর্থাৎ ওই সময়ের মধ্যে যাকে মেসেজ করা হয়েছে তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিয়ো ডিলিট করা সম্ভব। সেই সময় শেষ হয়ে গেলে তারপর আর ডিলিট করা সম্ভব নয়।

    কিন্তু নতুন আপডেট অনুযায়ী, এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ‘ডিলিট ফর এভরিওয়ান’ (Delete For Everyone) ফিচারটি ব্যবহার করা সম্ভব। নতুন আপডেটে এর সময়সীমা বাড়ানো হচ্ছে। WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে, এর সময়সীমা বাড়িয়ে ২ দিন ১২ ঘন্টা করা হবে। এই ফিচারটি গ্রুপ মেসেজ করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। অনেকের জন্যই এই ফিচারটি অনেক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: এক মাসে ১৯ লক্ষের বেশি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যান ভারতে ! কারণ জানলে অবাক হবেন

    রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যে পুরো প্রক্রিয়াটির জন্য কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়েছে। তবে ঠিক কবে থেকে সমস্ত ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবে সেবিষয়ে কোনও তথ্য জানানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন বৈশিষ্ট্যটি আসতে পারে এমনটাই আশা করা হচ্ছে।

     

  • WhatsApp Updates: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    WhatsApp Updates: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ কল চলাকালীন কোনও ব্যক্তির অবাঞ্ছিত শব্দে অস্বস্তির মুখে পড়তে হয়? তবে নেই আর কোনও চিন্তা। হোয়াটস্যাপ ( WhatsApp) এর জন্যও নিয়ে এসেছে এক উপায়। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়।

    আরও পড়ুন: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    তবে এবারে গ্রুপ কল বিষয়ক কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার থেকে গ্রুপ কলে কোনও ব্যক্তি সমস্যার সৃষ্টি করলে তাকে তৎক্ষণাৎ করতে পারবেন মিউট(Mute)। আবার এর সঙ্গে সেই নির্দিষ্ট ব্যক্তিকে ম্যাসেজও করতে পারবেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    [tw]


    [/tw]

    শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের কথা মাথায় রেখে আরও একটি ফিচার অ্যাড করেছে, সেটি হল ‘Admin Approval’। অর্থাৎ এর আগে কোনও ব্যক্তি কোনও গ্রুপে জয়েন করতে চাইলে খুব সহজেই একটি লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে পারত। কিন্তু এখন থেকে গ্রুপ অ্যাডমিনের থেকে সম্মতি নিয়েই জয়েন করতে হবে। গ্রুপ অ্যাডমিনদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    WABetaInfo অনুসারে, পরবর্তীতে, কোনও ব্যক্তি গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন করতে চাইলে গ্রুপ অ্যাডমিন তাকে গ্রহণ বা বর্জন করতে পারবেন। যদিও এই ফিচারটি এখন বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস-এ পাওয়া যাবে।

     

  • WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। মেটা মালিকাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধাও রয়েছে। যাতে ব্যবহারকারীরা কোনও সমস্যা ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

    কিন্তু এবার এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকেই ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র গোপন তথ্য হাতানোর জন্য কিছু ক্ষতিকারক বা ম্যালিসিয়াস সফ্টওয়ার সংক্ষেপে ম্যালওয়ার ফাইল ট্রান্সফার করা হচ্ছে। লক্ষ্য, প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনার ক্ষতি করা। বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    সূত্রের খবর, একটি সন্দেহজনক নম্বর থেকে ‘CSO_SO on Deputation DRDO. apk’  নামে ম্যালওয়ার ফাইলটি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। এটি একটি ডিআরডিও-এর নামে ভুয়ো ফাইল, যেটি ডিআরডিও-তে ভর্তির আবেদনপত্র। গত ২৬ মে ডিআরডিও-র তরফে একটি আবেদনপত্র প্রকাশ করা হয়েছিল। এরপর সেটিরই ভুয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা হচ্ছে।

    সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ক্ষতি করতে বা ভারতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যে এক অভিনব পদ্ধতি ব্যবহার করছে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, যেসব ডিভাইসগুলো এই ম্যালিসিয়াস ফাইলে সংক্রমিত, সেইসব ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা গেছে, এই ক্ষতিকারক ফাইলগুলো ক্লিক করলেই জার্মানির নিউরেমবার্গের কোনও সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এর ফলেই সেনা ও ডিআরডিও-তে কর্মরত ব্যক্তিদের কোনওরকমের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    প্রসঙ্গত, কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছিল কারণ হোয়াটসঅ্যাপের মতোই দেখতে এমন কয়েকটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাপ বাজারে ছেয়ে গেছে। সেগুলি কেউ ইনস্টল করলেই সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। একাধিক ম্যালিশিয়াস অ্যাপগুলো ব্যবহার করলেই মানুষের ফোনে থাকা নানাবিধ গোপনীয়, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। 

  • WhatsApp: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    WhatsApp: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp), মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় অ্যাপ। মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য এবং ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নতুন আপডেটগুলো দেওয়ায় ব্যবহারকারীরাও খুশী।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    তবে আজ কোনও নতুন আপডেটের বিষয়ে বলা হবে না। আজ আলোচনা করা হবে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিকস বা টোটকা নিয়ে। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপে কাউকে কিছু মেসেজ করতে গেলে প্রথমে নম্বরটিকে ফোনে সেভ করতে হয়। তারপরেই সেই নম্বরে কিছু পাঠানো যায়। কিন্তু জানেন কি এই কাজ না করেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা সম্ভব? নম্বর সেভ না করেই কীভাবে কাউকে মেসেজ করবেন তার পদ্ধতি জেনে নিন। এই পদ্ধতিটির নাম ক্লিক-টু-চ্যাট ফিচার (Click-to-Chat Feature)। কিন্তু এই ফিচারটি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে করা যায় না।

    • তার জন্যে প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে।
    • ব্রাউজারে https://wa.me/<number> এই লিঙ্কটি দিতে হবে, এবং নম্বরের জায়গায় যে নম্বরে মেসেজ পাঠাবেন সেই নম্বরটি টাইপ করুন। নম্বরের আগে দিতে হবে সেই দেশের কোড। যেমন- ভারতের কোড ৯১। অর্থাৎ ভারতের যে কোন নম্বরের আগে ৯১ টাইপ করে তার পরে নম্বর টাইপ করতে হবে। যেমন https://wa.me/91XXXXXXXXXX)।
    • এই ইউআরএল খোলার পরে হোয়াটসঅ্যাপ খুলে যাবে।
    • এরপর continue to chat বাটন দেখা যাবে।
    • তারপরে এই বাটনে ক্লিক করলে টাইপ করা নম্বরের সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

    আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    হোয়াটসঅ্যাপের এই ফিচার ছাড়াও অনেক থার্ড পার্টি ওয়েবসাইট SendWhatsappMsg.com, Nocontact, Easy Message রয়েছে। আবার একাধিক থার্ড পার্টি অ্যাপও রয়েছে। এর মধ্যে অন্যতম WhatsDirect, Click to Chat ইত্যাদি। এই অ্যাপ ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। যে নম্বরে চ্যাট শুরু করতে চান সেই নম্বর এই অ্যাপে এন্টার করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট শুরু করতে পারবেন।

  • WhatsApp: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    WhatsApp: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটস্যাপ (Whatsapp) এক বড় পদক্ষেপ নিতে চলেছে। ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে পারেন মুহূর্তের মধ্যে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। কোনও ম্যাসেজ ডিলিট করার অপশন হোয়াটস্যাপ আপনাকে আগেই দিয়েছে অথবা কোনও ম্যাসেজ কোনও গ্রুপে ভুলবশত চলে গেলে সেটি সবার জন্য ডিলিট (Delete For everyone) করে দিতে পারেন। কিন্তু সমস্যায় তখনই পড়তে হয়, যখন ম্যাসেজটি ভুলবশত শুধুমাত্র ‘ডিলিট ফর মি’ (Delete for me) হয়ে যায়। তখনই চিন্তায় পড়ে যায় ব্যবহারকারীরা।

    আরও পড়ুন: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    তবে এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে আসতে চলেছে হোয়াটস্যাপ। ডিলিটেড ম্যাসেজ আবার ফিরে পেতে ‘আনডু’ (Undo) অপশন আসতে চলেছে হোয়াটস্যাপে। নতুন বৈশিষ্ট্য আসার পর দেখা যাবে, আপনি যখন এরপর কোনও ম্যাসেজ ডিলিট করতে যাবেন, তখন ‘ডিলিট ফর মি’ (Delete for me) ক্লিক করলেই আপনার মোবাইলের স্ক্রিনে ‘আনডু’ (Undo) অপশনটি চলে আসবে। সুতরাং আপনাকে আরও একবার সুযোগ দেওয়া হয় যে আপনি ম্যাসেজটি ডিলিট করতে চান কিনা। এমন অপশন টেলিগ্রামেও দেখা যায়, যেখানে ব্যবহারকারীকে কিছু সময় দেওয়া হয় ম্যাসেজটি আবার ফিরিয়ে আনার জন্য।

    আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    হোয়াটস্যাপে শুধুমাত্র এই ফিচারের ওপর কাজ করা হচ্ছে না, কোনও ফাইল শেয়ারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন হোয়াটস্যাপ থেকে ১০০ এমবি -এর বেশি বড় ফাইল শেয়ার  করা যেত না, তেমন এখন থেকে ১০০ এমবি-এর বড় ফাইল ২ জিবি (big file sharing) পর্যন্তও পাঠাতে পারবেন। যদিও এই অপশনটি এখনও পুরোপুরিভাবে আপডেট করা হয়নি।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    এছাড়াও হোয়াটসঅ্যাপে আরও নতুন ফিচার যেমন- ‘এডিটিং সেন্ড চ্যাটস’ (Editing send chats), ‘সেভ ডিসঅ্যাপেয়ারিং কনভারসেশন’ (save disappearing conversation) ইত্যাদির ওপর কাজ করা হচ্ছে। এছাড়াও কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে এসেছিল। যেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং  পজ (Pause) করা যাবে।  এছাড়া এবার কোনও চ্যাট থেকে বাইরে বেরিয়েও ভয়েস মেসেজ শুনতে পারবেন আপনি।

    অর্থাৎ, এতদিন কারও ভয়েস মেসেজ (whatsapp voice message) শুনতে হলে তার চ্যাট উইন্ডো খুলে শুনতে হত। ততক্ষণ অন্য মেসেজ চেক করা যেত না। কিন্তু এবার থেকে আপনি তা করতে পারবেন। ভবিষ্যতে আর কী কী নতুন ফিচার আসতে চলেছে সেটিই এখন দেখার।

  • Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    Whatsapp Status Emoji: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও ইমোজি- প্রতিক্রিয়ার (emoji-reactions) সুবিধা নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ।  কিছুদিনের মধ্যেই ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (WhatsApp Status) ইমোটিকন্স দিয়ে প্রতিক্রিয়া (Quick Reactions) জানাতে পারবেন ব্যবহারকারীরা। 
     
    এই প্রতিক্রিয়া বিনিময়ের জন্যে ৮টি নতুন ইমোজি (emojis) নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।  এছাড়াও আগামীতে আরও বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসতে চলেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। এক আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই মাল্টি ডিভাইস সাপোর্টের (multi-device support) সুবিধাও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে একাধিক ফোন থেকে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট। 

    এই নতুন আপডেটটি হোয়াটসঅ্যাপের একটি বিশেষ বিভাগে নিয়ে যাবে, সেখানে লেখা থাকবে ‘রেজিস্টার ডিভাইস অ্যাজ কম্পেনিয়ন’ (Register Device as Companion)। আর এই অপশনে ক্লিক করলেই আপনি একাধিক ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে চালাতে পারবেন। আপনাকে হয়তো প্রথমবার আপনার মূল ফোনটি থেকে QR Code- টিকে স্ক্যান করতে হতে পারে। আন্তর্জাতিক সংস্থার খবর অনুসারে, ভবিষ্যতে হয়ত ট্যাবলেটকে লিঙ্ক করার ফিচার নিয়েও হাজির হবে হোয়াটসঅ্যাপ। 

    ইতিমধ্যেই ব্যবহারকারীদের একগুচ্ছ নতুন ফিচার উপহার দিয়েছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) এই মেসেজিং অ্যাপ সংস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভয়েস কলিং ফিচারের নতুন সংস্করণটি। এর ফলে ৩২ জন ব্যবহারকারী একটি কলে একসাথে যোগ দিতে পারবেন।  

    সূত্র মতে, হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান (subscription plan for WhatsApp business) আনার চেষ্টাতেও রয়েছে এই সংস্থা। এই প্ল্যানে ব্যবসায়ীদের বাড়তি কিছু সুবিধা প্রদান করবে তারা।  যেমন সাধারণভাবে চারটি ডিভাইসে লিঙ্ক করা যায় একটি অ্যাকাউন্ট, কিন্তু এই বিশেষ প্ল্যানের উপভোক্তারা সেক্ষেত্রে ১০টি ডিভাইসে লিঙ্ক করতে পারবেন অ্যাকাউন্টটি।

     

     

LinkedIn
Share