Tag: WHO Chief

WHO Chief

  • WHO: “কোভিডের চেয়েও মারাত্মক অতিমারির জন্য প্রস্তুত থাকুন”, সাবধানবাণী হু কর্তার

    WHO: “কোভিডের চেয়েও মারাত্মক অতিমারির জন্য প্রস্তুত থাকুন”, সাবধানবাণী হু কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে ফের অতিমারির আশঙ্কা। করোনার (Covid) চেয়েও মারাত্মক এই অতিমারি হানা দিতে পারে পৃথিবীতে। তাই এখন থেকেই অতিমারির জন্য প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে। এমনই সাবধানবাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ট্রেডস অ্যাডামন গেব্রিয়েসাস। মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দেন হু-র প্রধান।

    মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা

    তিনি বলেন, “বিশ্বজুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে হলেও তা নয়। কোভিডের আরও একটি ভ্যারিয়েন্টের হানা দেওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী ও মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। এছাড়াও কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।” গেব্রিয়েসাস বলেন, “কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড অতিমারি একমাত্র আশঙ্কার কারণ নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শীঘ্রই পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিতভাবে সেই অতিমারির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

    কোভিডে মৃত্যুর খতিয়ান

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এই কর্তা বলেন, “কোভিড ১৯ মহামারির জন্য প্রস্তুত ছিল না গোটা বিশ্ব। গত তিন বছরে কোভিড ১৯ এ প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু আমরা জানি, এই সংখ্যাটা আরও কয়েকগুণ বেশি, অন্তত ২ কোটি। এই মহামারি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত সৃষ্টি করেছে এবং গুরুতর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি করেছে। কোভিড ১৯ আমাদের বিশ্বকে বদলে দিয়েছে এবং অবশ্যই আমাদেরও বদলাতে হবে।”

    আরও পড়ুুন: ২০২৩ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, পাশের হার ৮৯.২৫ শতাংশ

    গেব্রিয়েসাস বলেন, “কোভিডের আর একটি রূপভেদ উদ্ভূত হওয়ার হুমকি থেকেই গিয়েছে। যা গুরুতর রোগ এবং মৃত্যুর তরঙ্গ সৃষ্টি করতে পারে। এমনকী, কোভিডের থেকে আরও মারাত্মক সম্ভাবনা সহ আরও অন্য কোনও রোগজীবাণু উদ্ভূত হওয়ার হুমকিও রয়েছে। আমরা এটা না দেখার ভান করে থাকতে পারি না। যে যে পরিবর্তন করতে হবে, তা যদি আমরা না করি, তাহলে কে করবে? আমরা যদি সেই পরিবর্তনগুলি না করি, তাহলে আর কখন করব? তাই আমাদের অবশ্যই সমষ্টিগতভাবে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি (WHO) বলেন, “কোভিড ১৯ এর সমাপ্তি কোনও খারাপ স্বপ্নের শেষ নয়। যে ঘুম ভেঙে গেলেই তার শেষ হয়ে যাবে। আমরা আগের মতো উদাসীন হয়ে চলতে পারি না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • WHO Chief: চিনে করোনার নয়া ঢেউ ব্যাপক ক্ষতি করতে পারে বিশ্বের! উদ্বেগ প্রকাশ হু-র

    WHO Chief: চিনে করোনার নয়া ঢেউ ব্যাপক ক্ষতি করতে পারে বিশ্বের! উদ্বেগ প্রকাশ হু-র

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Covid 19) ভয়াবহ স্মৃতি এখনও কাটিয়ে ওঠেনি বিশ্ব। বর্তমানে ফের কয়েকটি দেশে চোখ রাঙাচ্ছে মারণ এই ভাইরাস। তবে একমাত্র চিন (China) ছাড়া এখনও করোনায় মৃত্যুর তেমন কোনও খবর মেলেনি কোথাও। করোনা অতিমারি পরিস্থিতিতে মার খেয়েছিল বিশ্ব বাণিজ্য। ধাক্কা খেয়েছিল জাতীয় অর্থনীতির বৃদ্ধি। ব্যাহত হচ্ছিল স্বাস্থ্য পরিষেবা। এসবই এখন অতীত। গোটা বিশ্বের ছবিটা যখন এই রকম, তখন করোনার ভ্যারিয়েন্টের ধাক্কায় কুপোকাত হওয়ার জোগাড় ভারতের প্রতিবেশী দেশ চিনের। সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশ, চিনের এই নয়া ভ্যারিয়েন্ট যদি দ্রুত ছড়িয়ে পড়ে, মারণ এই ভাইরাসের মুখে লাগাম পরানো না যায়, তাহলে তামাম বিশ্বে ফের একবার নেমে আসবে করোনার করাল গ্রাস।

    চিনের উহান প্রদেশে…

    তিন বছর আগে চিনের উহান প্রদেশে প্রথম খোঁজ মিলেছিল করোনা ভাইরাসের। তার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। সম্প্রতি চিনে যে হারে করোনায় মৃত্যুর ঘটনা ঘটছে, তাতে আতঙ্কিত গোটা বিশ্ব। ২০১৯ সালে যেমন করোনার খবর লুকিয়ে রেখেছিল চিন, এবারও তারা তেমনই করছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হাজার হাজার করোনা সংক্রমিতের মৃত্যু হচ্ছে চিনে। অন্ত্যেষ্টিক্রিয়া স্থলে লাশের স্তূপ। হাসপাতালগুলিতে করোনা সংক্রমিতের দীর্ঘ লাইন। তার পরেও তথ্য গোপনের অভিযোগ উঠেছে শি জিনপিংয়ের দেশের বিরুদ্ধে। দেশে করোনায় ফি দিন কতজনের মৃত্যু হচ্ছে, তা জানতে চেয়েছেন চিনা নাগরিকদের সিংহভাগ অংশ। যদিও চিন সরকারের দাবি, করোনায় এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

    আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি, মমতার ‘গোঁসা’য় তাল কাটল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে

    জানা গিয়েছে, সাংহাই এবং বেজিংয়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। বেজিংয়ের এক চিকিৎসক হাওয়ার্ড বার্নেস্টাইন বলেন, হাসপাতালগুলির ওপর থেকে নীচ পর্যন্ত সর্বত্র সংক্রমিতের ভিড়। সত্যি করে বলতে কী, এত বড় চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এদিকে, বিশ্ব স্বাস্থ্যসংস্থার ডিরেক্টর জেনারেল (WHO Chief) টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বৃহস্পতিবার বলেন, চিনের করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব সংস্থা উদ্বেগে রয়েছে। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, চিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগে রয়েছি। করোনা সংক্রমণে যাঁদের ঝুঁকি বেশি  চিনকে তাঁদের কোভিড ১৯টি টিকাকরণের ওপর জোর দিতে উৎসাহিত করছি। ক্লিনিক্যাল কেয়ার এবং স্বাস্থ্য ব্যবস্থা মজবুত রাখতে চিনকে আমরা সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19: ভাবাচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা, সতর্ক করলেন হু প্রধান

    Covid 19: ভাবাচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা, সতর্ক করলেন হু প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনা নিয়ে বিশ্বকে সতর্ক করলেন হু (WHO) প্রধান ডাঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)। মার্চ মাসের দিকে গোটা বিশ্বজুড়ে কমতে শুরু করেছিল করোনা (Covid 19) সংক্রমণ। অতিমারীর হাত থেকে মুক্তি পাওয়ার বিষয়ে আশার আলো দেখেছিলেন অনেকেই। কিন্তু এখনই নিষ্কৃতি দিচ্ছে না করোনা। এমনটাই জানিয়েছেন হু প্রধান। উল্টে বিশ্বের একাধিক জায়গায় সংক্রমণ বাড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    আরও পড়ুন: করোনায় আক্রান্ত হওয়া মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া নয়, জানাল হু

    ডাঃ ঘেব্রেইসাস মঙ্গলবার বিশ্ববাসীকে আরও একবার সাবধান করে বলেছেন যে, দুবছর অতিক্রান্ত হলেও করোনা ভাইরাসের একের পর এক নয়া স্ট্রেনের দাপটে সারা বিশ্বেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে যা নতুন করে এই ভাইরাসকে নিয়ে ভাবাতে শুরু করেছে।

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের  

    হু প্রধান বলেন, “ভারত সহ একাধিক দেশে করোনার বাড়বাড়ন্ত নিয়ে আমি উদ্বিগ্ন! কোভিডের সংখ্যা বৃদ্ধি আমাদের যে ভাবেই হোক আটকাতে হবে তা না হলে স্বাস্থ্য পরিষেবার ওপর ফের চাপ আসতে শুরু করবে। গত কয়েক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও যা নিয়ে নতুন করে সারা বিশ্বের মানুষদের মধ্যে আতঙ্ক কাজ করছে”।

    তিনি আরও বলেন, “যে সকল দেশে সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে সেই সকল দেশের সরকারের উচিত পরীক্ষার সংখ্যা বাড়ানোর পাশাপাশি কোভিড আক্রান্তদের খুঁজে বের করা। তাদের চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি টিকাহীনদের টিকার আওতায় নিয়ে আসা। আমরা আগের থেকে বর্তমানে অনেক ভাল আছি আমাদের প্রত্যেকের টিকা নেওয়া এবং কোভিড বিধি মেনে চলা উচিৎ।” 

    BA.4 এবং BA.5 ভ্যারিয়েন্টের প্রসঙ্গে হু প্রধান এদিন বলেন, “এই দুই ভ্যারিয়েন্টের প্রভাবে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তেমনই পাল্লা দিয়ে বেড়েছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। টিকা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। টিকাহীনদের খুঁজে বের করে অবিলম্বে তাদের টিকার আওতায় আনা উচিত।”    

    গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বাংলা সহ বিভিন্ন রাজ্যে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রত্যেকদিনই কার্যত দেশজুড়ে সংক্রমণের সংখ্যা ১৫ হাজারের উপরে। যা দেখে উদ্বিগ্ন দেশের চিকিৎসকরা। যদিও এখনও পর্যন্ত ভারতের তরফে চতুর্থ ঢেউয়ের কথা বলা হয়নি। 

     

     

LinkedIn
Share