Tag: Winter update

Winter update

  • Weather Update: দ্রুত নামবে পারদ! মাঝ-ডিসেম্বর থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং, বলছে পূর্বাভাস

    Weather Update: দ্রুত নামবে পারদ! মাঝ-ডিসেম্বর থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং, বলছে পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝোড়ো ব্যাটিং শুরু করতে চলেছে শীত। সপ্তাহান্তেই ৩ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ১৫ ডিসেম্বরের পর রাজ্যে জাঁকিয়ে শুরু হবে শীতের প্রথম ইনিংস। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই স্বমহিমায় ব্যাটিং করবে শীত। দার্জিলিং ৪, কালিম্পং ৬, পুরুলিয়া ৬, কলকাতা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের ইনিংস বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত ৩টি পর্বে ভাগ হয়ে আসতে চলেছে। চলতি বছর মন ভরবে শীত প্রেমীদের। মাঝে দুই দিন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তারপর আবার তা কমবে।

    কোথায় কেমন আবহাওয়া

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা থাকলে আকাশ। সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। সঙ্গে সকালের দিকে থাকবে কুয়াশা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

    আরও পড়ুন: ‘‘ভাইয়ের বাড়ির পাশেই থাকি’’! দাউদ-যোগ উস্কে দিল্লির দাবিতে সিলমোহর প্রাক্তন পাক ক্রিকেটারের

    শহরে সকালে শীতের ভাব

    মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। একেবারে ভোরের দিকে শহরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই বাড়তে গরমের ভাব। এমনকী, সোমবারের থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কিছুটা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫০ থেকে ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Winter Update: সুখবর শোনাল হাওয়া অফিস, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে চলতি সপ্তাহেই

    Winter Update: সুখবর শোনাল হাওয়া অফিস, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে চলতি সপ্তাহেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। কনকনে ঠান্ডার অনুভূতি ভালোই পাওয়া যাচ্ছে (Winter Update)। শৈল শহরগুলির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। লে, শ্রীনগর, গুলমার্গে তা মাইনাসেও পৌঁছে গিয়েছে। এরই মাঝে দার্জিলিং-এ তুষারপাত হওয়ারও খবর মিলেছে। জাঁকিয়ে শীত পড়াকে বেশ উপভোগ করে ভোজনরসিক বাঙালি। পিঠে-পুলি খাওয়া, পিকনিক করা চলতে থাকে শীতে। ভ্রমণপ্রিয় বাঙালির ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শীত খুব উপযুক্ত। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে বাংলা জুড়েই প্রবল কনকনে ঠান্ডা পড়তে (Winter Update) চলেছে। মানে এবার থেকে লেপ-কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে।

    দেশের মধ্যে লে-তে তাপমাত্রা সব থেকে কমবে

    ভ্রমণপিপাসু বাঙালি যদি কোথাও ঘুরতে যেতে চান, তাঁদের জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। শৈল শহর বলে পরিচিত সিমলা, মানালি লে’তে আগামী সপ্তাহেই তাপমাত্রা মাইনাসে নেমে যাচ্ছে। সারা দেশের মধ্যে সব থেকে শীতপ্রধান অঞ্চল হয়ে দাঁড়াবে (Winter Update) লে। দুদিন আগেই লে-এর তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কেরও ১১ ডিগ্রি সেন্টিগ্রেড নিচে। দেশের অন্যান্য প্রান্তে ঘুরতে যাওয়ার যাঁরা পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর।

    কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা

    অন্যদিকে, হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে এবার শীত পড়ার ক্ষেত্রে আর কোথাও কোনও রকমের বাধা নেই। আকাশ পরিষ্কার থাকবে, দাপট চলবে উত্তরের হাওয়ার। আগামী চার দিনে, চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। সারা রাজ্যে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।
    অন্যদিকে উত্তরবঙ্গে দু-তিন দিনের মধ্যে দার্জিলিং জেলায় বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলা শুষ্ক (Winter Update) থাকবে বলে জানা গিয়েছে। কুয়াশার দাপটের সঙ্গে ঠান্ডা ব্যাপকভাবে পড়বে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক কুয়াশা দেখা যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Winter Update: দার্জিলিঙে তুষারপাত! চলতি সপ্তাহেই রাজ্যে বাড়বে শীতের আমেজ, জানাল হাওয়া অফিস

    Winter Update: দার্জিলিঙে তুষারপাত! চলতি সপ্তাহেই রাজ্যে বাড়বে শীতের আমেজ, জানাল হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডা আপাতত বেশ উপভোগ করছে বাঙালি। দুদিন আগে নিম্নচাপের বৃষ্টির পরে পারদ যেন আরও খানিকটা নেমে গিয়েছে। চলতি সপ্তাহে শীতের আমেজ (Winter Update) আরও বাড়বে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শীতকাল মানে বাঙালির খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো। ভ্রমণ পিপাসু বাঙালির গন্তব্যস্থল দার্জিলিঙ। শীতের মরসুমে প্রথম তুষারপাতও হয়েছে দার্জিলিঙে। সেখানেও ইতিমধ্যে বেশ বড় সংখ্যার পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। হোটেলগুলিও ভিড়ে ঠাসা। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে কলকাতার পারদ নেমে (Winter Update) গিয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত নতুন করে কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

    শীতের আমেজ বাড়বে কলকাতায়

    শনিবারই তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা (Winter Update) ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবি ও সোমবার পারদে পতনের আরও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিস এও জানিয়েছে, গতবারের মতো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বেশ কম। শীত মানেই কলকাতাতে চিড়িয়াখানা সমেত অন্যান্য জায়গাগুলিতে ঘুরতে আসেন প্রচুর মানুষ। এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে সেই ভিড়।

    দক্ষিণ ও উত্তরবঙ্গেও কমবে পারদ

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে শীতের আমেজ আরও বাড়বে অর্থাৎ কমবে তাপমাত্রা। এমনিতেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল, পুরুলিয়া, বীরভূমে এখনই অনুভূত হচ্ছে প্রবল ঠান্ডা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজ (Winter Update) পড়তেই শুরু হয়েছে পিকনিকও। উত্তরবঙ্গের তাপমাত্রা নিচের দিকে নামছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে দার্জিলিং জেলাতে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। দার্জিলিঙের মতো ভিড় দেখা যাচ্ছে ডুয়ার্সেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি! কনকনে ঠান্ডা পশ্চিমে, কতদিন থাকবে শীতের দাপট?

    Weather Update: কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি! কনকনে ঠান্ডা পশ্চিমে, কতদিন থাকবে শীতের দাপট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত পড়েছে শহরে। হাসি ফুটেছে শীতবিলাসীদের মুখে। শনিবার ফের ১৪ ডিগ্রির ঘরে নামল কলকাতার তাপমাত্রা। ভোর থেকেই ঠান্ডা হাওয়ার দাপট আর পরিষ্কার আকাশের কারণে শীতের আমেজ ভরপুর শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। আরও বেশ কিছুদিন শীত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

    এখনও পর্যন্ত শীতলতম

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে আগামী সপ্তাহে আরও নামবে পারদ। মঙ্গল ও বুধবার তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এবার লম্বা শীতের স্পেল জারি থাকবে বাংলায়। কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। আজ, সারাদিন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে।

    ফের পশ্চিমী ঝঞ্ঝা

    তবে, মৌসম ভবন জানাচ্ছে, আরব সাগরে ঘূর্ণাবর্ত সঞ্চালনের জেরে ১৬ ডিসেম্বর, শনিবার পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে দেশের আবহাওয়ায়। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা পেরিয়ে গেলেই আগামী ২০ ডিসেম্বর বুধবার থেকে রাজ্যে রাজ্যে আরও বেশি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মোটের উপর শীতের অনুকূল পরিস্থিতি সারা দেশেই। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

    আরও পড়ুুন: রেশন দুর্নীতির তদন্ত নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে পরামর্শ-চিঠি ইডির

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। ফের তুষারপাতের সম্ভাবনা সিকিমে এবং তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনা প্রবল পার্বত্য জেলা ও কোচবিহারে। তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা এবার ক্রমশ  নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে মঙ্গল, বুধবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে নিম্নচাপ! বাংলায় কি প্রভাব পড়বে?

    Weather Update: ফের পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে নিম্নচাপ! বাংলায় কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুমান করা হয়েছিল যে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ শুরু হবে (Weather Update)। কিন্তু এবারে দেখা গেল প্রথম সপ্তাহেই পারদ নামল ২০ ডিগ্রির ঘরে। এর আগে অক্টোবরের শেষে কলকাতায় প্রথম পারদ নামে ২০ ডিগ্রির নিচে। আর আজ আবার নামল পারদ। আবহাওয়া দফতর অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এর ফলে সপ্তাহের শেষেই জেলায় জেলায় শীতের আমেজ শুরু হবে।

    কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়েছে। জলীয়বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯৩ শতাংশ।

    আরও পড়ুন: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে

    উল্লেখ্য, অক্টোবরের শেষে গত দশবছরে রেকর্ড তাপমাত্রা নামে। গত ২৯ অক্টোবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি কমে যায় রাতের তাপমাত্রা। এর আগে ২০১২ ও ২০১৮-র অক্টোবরেও ২০ ডিগ্রির নিচে নেমেছিল পারদ। তবে অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সেবার তাপমাত্রা নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে।

    ফলে এবছর তেমনভাবে এখনও পারদ নামতে না দেখা গেলেও, আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, আগামী সপ্তাহের শেষ থেকে শীতের আমেজ বাড়বে। এমনকি আজও সকালে অনেক জনকেই গায়ে চাদর নিয়ে ঘুরতে দেখা যায়। আবার অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যার ফলে শীতের প্রাক্কালে হতে পারে বৃষ্টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যেও। আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আবার হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে সিকিমের উঁচু এলাকায়।

LinkedIn
Share