Tag: Wolf

Wolf

  • Japan: নিজেকে নেকড়ে বাঘের আদলে সাজালেন জাপানি নাগরিক, খরচ হল ১৮.৫ লাখ টাকা

    Japan: নিজেকে নেকড়ে বাঘের আদলে সাজালেন জাপানি নাগরিক, খরচ হল ১৮.৫ লাখ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে সখের দাম লাখ টাকা! এবার সেই সখ কিনতে ৩০ লক্ষ ইয়েন মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা খরচ করলেন একজন জাপানি (Japan) নাগরিক। নিজেকে রূপান্তর করলেন একটি নেকড়ে বাঘে। পরিচ্ছেদটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হবে যে ওই নেকড়ে বাঘটি পিছনের পা দিয়ে হাঁটছে। ঠিক এমনি কস্টিউম তৈরি করল zeppet নামের একটি জাপানি (Japan) কোম্পানি। 

    নেকড়ে যিনি সাজবেন, তিনি কী বলছেন

    যার জন্য এমন পরিচ্ছেদ বানানো হলো অর্থাৎ যিনি নেকড়ের সাজে ঘুরে বেড়াবেন তাঁর ভাষায়, “ছোট থেকেই আমি জন্তু-জানোয়ার খুব ভালোবাসি। এবং তাদের প্রতি আমার এক আলাদা আকর্ষণ রয়েছে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যদি কখনও আমি এদের মত হতে পারি! এদের সঙ্গে থাকতে পারি! তবে আজকে আমার সেই সখ পূরণ হয়েছে। এতদিন আমি তাদের টিভিতে দেখতাম, এবার নিজেকেও সেভাবে আমি সাজাতে পারব”।

    কোম্পানি সূত্রে জানা গেছে যে ওই গ্রাহক অনেকবার স্টুডিওতে এসেছেন। মাপ দিতেন নিজের পরিচ্ছদের। বিভিন্ন নেকড়ে ছবিও দেখাতেন। কোম্পানি সূত্রে আরও জানা গেছে যে ওই সম্পূর্ণ পরিচ্ছদটি তৈরি করতে ৫০ দিনেরও বেশি সময় লেগেছে। জনৈক ব্যক্তি বলেন, “যেদিন সমস্ত কিছু সম্পূর্ণ হল, সেদিন আমি এটি গায়ে চাপিয়ে দেখলাম। আয়নার সামনে যখন দাঁড়ালাম তখন মনে হল যে আমার স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে। জিনিসটি খুবই আরামদায়ক এবং যথেষ্ট বায়ু চলাচল করে ভিতরে। নিঃশ্বাস-প্রশ্বাস নিতেও অসুবিধা হয়না। কোম্পানি যারা জিনিসটি বানিয়েছে খুব ভালই তৈরি করেছে। কোম্পানিকে ধন্যবাদ”। 
    প্রসঙ্গত, এই কোম্পানি এর আগেও এরকম পরিচ্ছদ বানিয়েছে। কয়েকদিন আগে একজন কুকুরের পরিচ্ছদ বানিয়েছিল। ভারতীয় মুদ্রায় তখন খরচ হয়েছিল ১২ লক্ষ।

    আরও পড়ুন: জোম্যাটো থেকে একবছরে ২৮ লক্ষ টাকার বেশি খাবার অর্ডার পুণের ব্যক্তির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share