Tag: Women IPL

Women IPL

  • WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেই মহিলা আইপিএলের (WPL Auction 2023) ঘোষণা করেছে বিসিসিআই। গতকাল ছিল তার নিলাম। কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা বিশ্বে জয়জয়কার রিচা-তিতাসদের। এই নিলামের দিকে তাকিয়ে ছিল সবাই।

    আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর হানা, কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

    বাংলা থেকে তিন ক্রিকেটার আইপিএলে জায়গা করে নিয়েছেন। দীপ্তি শর্মাকে কিনেছে উত্তরপ্রদেশ। রিচা ঘোষ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিতাস সাধু। এঁদের মধ্যে সব থেকে বেশি দর উঠেছে দীপ্তি শর্মার। ভারতীয় দলের এই অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। রিচাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে আরসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাসকে ২৫ লক্ষ টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
     
    এছাড়া কার কত দর উঠল? 

    • স্মৃতি মন্ধনা: ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • হরমনপ্রীত কউর: ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই। 
    • জেমিমা রড্রিগেজ: জেমিমা রড্রিগেজকে ২.২০ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
    • দীপ্তি শর্মা: ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। 
    • রিচা ঘোষ: রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • শেফালি ভার্মা: শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় শেফালিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
    • রাধা যাদব: রাধা যাদবের দর ওঠে ৪০ লক্ষ টাকা। কিনেছে দিল্লি ক্যাপিটালস। 
    • তিতাস সাধু: অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছিলেন বাংলার তিতাস সাধু। ফাইনালে ম্যাচ অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ২৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Women IPL: আগামী বছর মার্চে মহিলাদের আইপিএল! খেলবে পাঁচটি দল

    Women IPL: আগামী বছর মার্চে মহিলাদের আইপিএল! খেলবে পাঁচটি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেলেদের মতো মেয়েদের আইপিএল (Women IPL) শুরু করার দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি মিটতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মার্চেই পাঁচটি দলকে নিয়ে হবে মহিলাদের আইপিএল। খুব সম্ভবত ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবে সরকারি শিলমোহর পড়বে। বোর্ড (BCCI) সূত্রে জনা গিয়েছে, উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি দল খেলবে। দল গঠনের জন্য ক্রিকেটারদের নিলামও হবে। তবে ঠিক হয়েছে, একটি দলে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।

    আরও পড়ুন: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

    গত কয়েক বছরে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মহিলাদের টি-২০ লিগে দেখা যায় দারুণ উন্মাদনা। অনেক ভারতীয় মহিলা ক্রিকেটার এই দু’টি টুর্নামেন্টে খেলেন। তাই হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দাবি উপেক্ষা করতে পারেনি বিসিসিআই। মহিলাদের আইপিএল যে খুব শীঘ্রই শুরু হবে, সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে প্রাক্তন বোর্ড সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly) কথায়। সেটাই অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। এখনও পর্যন্ত প্রস্তাবি সূচি অনুযায়ী, লিগ পর্বে প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। অর্থাৎ লিগ পর্বে হবে ২০টি ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী দল সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল খেলবে এলিমিনেটর ম্যাচ।

    আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি! জানেন তিনি কে?

    বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, উত্তারাঞ্চলের দল হবে ধর্মশালা কিংবা জম্মু থেকে। পশ্চিমাঞ্চলের দল হবে পুনে কিংবা রাজকোটের। মাধ্যঞ্চলের দল বেছে নেওয়া হতে পারে নাগপুর, রায়পুর কিংবা ইন্দোর থেকে। রাঁচি বা কটকের দল মহিলাদের আইপিএলে অংশ নেবে পূর্বাঞ্চল থেকে। আর কোচি কিংবা বিশাখাপত্তনমের দল দক্ষিণাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে। উত্তর-পূর্বাঞ্চলের দলটি হবে গুয়াহাটির। মহিলাদের আইপিএলের ম্যাচগুলি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে, বড় শহরেই ম্যাচগুলি হতে পারে। সেক্ষেত্রে মুম্বই, কলকাতার পাশাপাশি খেলা হবে দিল্লি, আমেদাবাদের মতো শহরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share