Tag: women protest

women protest

  • Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    Iran: ইরানে হিজাবের বিরুদ্ধে পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ তরুণীর, শোরগোল মধ্যপ্রাচ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসালামি রাষ্ট্রের কঠোর পোশাকবিধির (Against Hijab) প্রতিবাদে ইরানের (Iran) বিশ্ববিদ্যালয়ে এক তরুণী নিজের পোশাক খুলে অন্তর্বাস পরে বিক্ষোভ দেখান। ইরানের ইসলামি আজাদ ইউনিভার্সিটির মুখপাত্র আমির মাহজব সামজিক মাধ্যমে এক্স হ্যান্ডলে বলেছেন, “পুলিশ স্টেশনে দেখা গিয়েছে মহিলা গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি একপ্রকার মানসিক ব্যাধির মধ্যে রয়েছেন।” তবে এই ভাবে কট্টর পোশাকবিধিকে উপেক্ষা করে সরাসরি আন্দোলনে নামায় মধ্যপ্রাচ্যে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও ওই দেশে হিজাবের বিরুদ্ধে আগেও মহিলা সমাজ আন্দোলনে নেমেছিলেন।

    তরুণীকে মানসিক বিকারগ্রস্থ (Iran)?

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শনিবার ইসলামি কট্টর পোশাকবিধিকে (Against Hijab) অমান্য করে ইরানের (Iran) ইসালামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের এক তরুণী বিক্ষোভ ঘোষণা করেছেন। তাঁকে নিজের জামা খুলে অন্তর্বাস পরে ক্যাম্পাসে হেঁটে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তরক্ষীরা তাঁকে আটক করে। সামজিক মাধ্যমে অবশ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই তরুণীকে মানসিক বিকারগ্রস্থ বলে বিবৃতি জারি করেছে।

    পোশাক বিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

    অপর দিকে ইরানের (Iran) এক নেট নাগরিক লেই লা বলেছেন, “ওঁই তরুণীর এই জামাকাপড় খোলার পদক্ষেপটি একটি ইচ্ছাকৃত প্রতিবাদ। মেয়েদের যেরকম বাধ্যতামূলক ভাবে হিসাব পরার বিধি আরোপ করা হয়েছে, এটা সেই পোশাকবিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। অধিকাংশ নারীর জন্য এই বিধি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। একজন নারীর অন্তর্বাস খোলার মধ্যে দিয়ে সামজের সকল নারীর মনের কথাকে ঐ তরুণী তুলে ধরেছেন।” উল্লেখ্য মহিলার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে মহিলাকে গুরুতর মানসিক বিকারগ্রস্থ বলা হয়েছে। আপাতত তদন্ত শুরু হয়েছে। খুব সম্ভবত একটি মানসিক হাসপাতলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ সাইবার হামলার হুমকি দিচ্ছে ভারত! ফের এক নতুন অভিযোগ কানাডার, কী প্রতিক্রিয়া দিল্লির?

    ২০২২ সালের কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়েছিল

    উল্লেখ্য ইরানে (Iran) মেয়েদের পোশাকবিধিতে (Against Hijab) হিজাব পরার বাধ্যতামূলক নিয়মভঙ্গের কারণে ২০২২ সালের সেপ্টেম্বরে কুর্দি নামক এক মহিলার মৃত্য হয়। আশ্চর্যজনক ভাবে যখন মৃত্যু হয়েছিল, তখন তিনি ইরান পুলিশের হেফাজতে ছিলেন। সাধারণ মানুষের দাবি, হিজাব পরার বিরোধিতা করায় তাঁকে খুন করা হয়েছিল। এরপর দেশব্যাপি নারী সমাজ গর্জে ওঠে, হিজাব, বোরখার মতো পর্দা প্রথার বিরুদ্ধে ইরানের মহিলা সমাজ বিরাট আন্দোলনে নামে। ঐ দেশ এবং একাধিক ইসলামি রাষ্ট্রের মহিলারা ইরানের নারী মুক্তির আন্দোলনে সামিল হন। প্রতিবাদের মূল ভাষাই ছিল মাথার চুল কেটে কট্টর মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paschim Bardhaman: অবৈধ মদের দোকানের প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ

    Paschim Bardhaman: অবৈধ মদের দোকানের প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় অবৈধ মদের দোকানের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মহিলারা সরব হয়ে ওঠে। প্রথমে কয়েকজন মহিলা হাতে লাঠি ও ঝাড়ু নিয়ে দোকানের সামনে গিয়ে বিক্ষোভ করে। এরপর মদের দোকানের সামনে গিয়ে আন্দোলন করে মদের দোকান বন্ধ করে দেয়। পরে মহিলারা হিরাপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং থানার মেজ বাবুর হাতে এক অভিযোগ পত্র তুলে দিয়েছে বলে, জানা যায়।

    পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কোথায় ঘটল ঘটনা?

    ৭৮ নং ওয়ার্ডের স্থানীয় মহিলারা বলে, বার্নপুর (Paschim Bardhaman) বাসস্ট্যান্ডের কাছে একটি বেআইনি মদের দোকান চলছে, যার জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রায়ই মদের দোকানে মদ্যপদের জমায়েত হয় ও তারা অশালীন আচরণ করে। যার ফলে, মহিলারা ওই রাস্তার পাশ দিয়ে যাতায়াত করার সময় নিজেদের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়ছে। এই সমস্যা একদিনের নয়, বর্তমানে নিত্যদিন ঘটে চলেছে। এলাকার মহিলারা আরও দাবি করে, একই সাথে অঞ্চলের পরিবেশ ও শান্তিকে বিঘ্নিত করছে, এই অবৈধ মদের দোকান। তাই মহিলারা বিক্ষোভ করে মদের দোকান বন্ধ করে দেয় । 

    স্থানীয় মহিলার বক্তব্য

    প্রতিবাদী এক স্থানীয় (Paschim Bardhaman) মহিলা দেবশ্রী ভদ্র বলেন, এই এলাকায় অবৈধ মদের দোকানের ব্যবসা খুব রমরমিয়ে চলছে। কোনও রকম রাখঢাক না রেখেই প্রকাশ্যে মদ্যপান চলছে। এলাকায় মাতালদের আনাগোনা অনেক বেড়ে গেছে। অনেক রাত পর্যন্ত এলাকায় মদের দোকান খোলা থাকে, রাস্তায় দিয়ে যাতায়াত করতে গেলে আমরা নিজেরা সুরক্ষিত বলে মনে করিনা বলে জানান তিনি। দেবশ্রীদেবী আরও বলেন, এলাকার মহিলাদের নিরাপত্তার কথা কোনও জনপ্রতিনিধি ভাবছেন না, আর তাই স্থানীয় থানায় আমরা অভিযোগ জানাতে এসেছি। অভিযোগ পত্র লেখা হয়ে গেছে, এবার থানার অফিসারের কাছে জমা করা হবে বলে জানান তিনি। এলাকায় মহিলাদের প্রতিবাদে মদের দোকান বন্ধ হওয়ায় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে বলে তিনি জানিয়েছেন।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share