Tag: Women’s cricket

Women’s cricket

  • IND-W Vs AUS-W: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিতে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

    IND-W Vs AUS-W: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিতে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের সামনে অস্ট্রেলিয়া। ইতিহাস অজিদের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তিনবার মুখোমুখি সাক্ষাতে তিনবারই জিতেছে অস্ট্রেলিয়া। সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ রিচাদের সামনে।

    পালা বদলের লড়াই

    ছোটদের পর এবার বড়দের পালা। কিছুদিন আগেই প্রথমবার মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব দেশে এনেছিলেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। এ বার রিচাদের সামনে সিনিয়র মেয়েদের টিমকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করার লড়াই। টুর্নামেন্টে সম্ভবত সবচেয়ে কঠিন হার্ডল টপকাতে পারলেই কাপ জয়ের দোড়গোড়ায় পৌঁছে যাবে হরমনপ্রীতরা। প্রতিপক্ষ পাঁচবারের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। গতবার এই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেই তীরে এসে তরী ডোবে হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানির। তবে এবার পালা বদলের লক্ষ্যে টিম ইন্ডিয়া। ভারতের সেরা বাজি শিলিগুড়ির মেয়ে রিচার কথায়,’যাই ঘটুক, ওরা আক্রমণাত্মক মেজাজে খেলা থেকে সরে না। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটাক করে। আমাদের টিমেও এমন ব্যাটার আছে, যারা আক্রমণাত্মক খেলতে পারে। আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। এমন নয় যে আমরা ওদের হারাতে পারি না বা পারব না। আমরা দেশের মাটিতে গত সিরিজেই ওদের হারিয়েছি। এর আগেও আমরা ওদের হারিয়েছি। তবে এটা সত্যি যে ওরা শক্তিশালী দল। কিন্তু আমরা ওদের হারাতেই পারি।’

    আরও পড়ুন: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    ম্যাচ-এর সময়

    কোথায় ম্যাচ?

    নিউল্যান্ডস স্টেডিয়াম, কেপ টাউনে ম্যাচ আয়োজিত হবে।

    কখন শুরু ম্যাচ?

    ম্যাচ শুরু সন্ধে ৬.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ৬টায়।

    কোথায় দেখা যাবে খেলা?

    ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

    ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, জেমাইমা রডরিগজ, অঞ্জলি সারভানি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শেফালি ভার্মা, রাধা যাদব, রিচা ঘোষ, শিখা পাণ্ডে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    Women T20 World Cup: মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত! আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে। ইংল্যান্ড আগেই বি-গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা, তা নির্ভর করছে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্য়াচের ফলাফলের উপর। ইংল্যান্ড এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপের প্রথম দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 

    ম্যাচ রিপোর্ট

    এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে। স্মৃতি মন্ধনা ৮৭, শেফালি বর্মা ২৪, জেমিমা রডরিগেজ ১৯ ও হরমনপ্রীত কউর ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। নতুন করে খেলা শুরু না হওয়ায় ভারত জয়ী ঘোষিত হয়। 

    হরমনপ্রীতের জোড়া রেকর্ড

    ব্যাটে বেশি রান না পেলেও সোমবার জোড়া নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০০০ রান হয়ে গেল তাঁর। পুরুষ এবং মহিলা সব ধরনের ক্রিকেটার মিলিয়ে হরমনপ্রীতই প্রথম, যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। টসে জেতার পর তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট সম্মান। দলের তরফেও আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসি-কে ধন্যবাদ, যারা আমাদের এত ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।”


    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট শনিবাসরীয় সন্ধ্যা। আজ চলতি কমনওয়েলথ গেমসের (cwg 2022) নবম দিন। সপ্তম দিনের পর পদক তালিকায় ভারতের স্থান ছিল সপ্তম। অষ্টমদিনে কুস্তিতে একের পর এক পদক এসেছে ভারতে (India)। এদিন এক লাফে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। আজ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে নামবেন পি ভি সিন্ধু। ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি আয়োজক ইংল্যান্ড। হকি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। এক নজরে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি —

    প্যারা অ্যাথলেটিক্স

    ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

    অ্যাথলেটিক্স

    মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

    বক্সিং

    ৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

    ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

    মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

    দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

    ৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

    ক্রিকেট 

    দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

    আরও পড়ুন: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

    লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

    প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।

    হকি 

    পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০.৩০ মিনিট)

LinkedIn
Share