Tag: Womens T20 World Cup

Womens T20 World Cup

  • Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার যাত্রা শুরু ভারতের। এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে পারেনি ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নবম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।  মরু শহর থেকে কাপ আনতে বদ্ধ পরিকর ভারত।

    রোহিতদের শুভেচ্ছা

    এখনও ভারত এই টুর্নামেন্টে একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক। সোশাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”

    কবে কবে ভারতের ম্যাচ?

    ৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড (সন্ধে সাড়ে ৭টা)
    ৬ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান (সাড়ে ৩টে থেকে)
    ৯ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সন্ধে সাড়ে ৭টা)
    ১৩ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (সন্ধে সাড়ে ৭টা)

    আরও পড়ুন: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    ম্যাচ এর নানা কথা

    কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷

    ভারতের গ্রুপে কারা: বিশ্বকাপে পুল এ’তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷

    ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষ হোক কিংবা মহিলা, জুনিয়র হোক কিংবা সিনিয়ার, ২২ গজের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই দেখা গিয়েছে বাড়তি উন্মাদনা। পুরুষদের ফরম্যাটে বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিপত্ব দেখিয়েছে বেশিরভাগ সময়। মহিলাদের ক্রিকেটেও সেই সাফল্য স্পষ্ট। রবিবার দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন যে জেমাইমা রড্রিগেজ। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। দুরন্ত ইনিংস খেললেন রিচা। শেষ দিকে ব্যাট করতে নেমে একের পর এক বড় শট খেললেন তিনি। টি-টোয়েন্টিতে কেন তিনি ভারতের অন্যতম ভরসার জায়গা তা আরও এক বার দেখালেন শিলিগুড়ির মেয়ে।  চাপের ম্যাচে অর্ধশতরান করলেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিকে ২০ বলে ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিচা।

    ম্যাচের বিবরণ

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসমাহ। শুরুটা অবশ্য ভাল হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খান আউট হন। উইকেট নেন দীপ্তি শর্মা। রান পাননি অপর ওপেনার মুনিবা আলিও। শূন্য রান করে সাজঘরে যান অভিজ্ঞ নিদা দার। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। ৫৫ বলে ৬৮ রান করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন আয়েষা নাসিম।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশকে হারিয়ে রনজি ফাইনালে বাংলা! প্রতিপক্ষ সৌরাষ্ট্র

     রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতও। সেখান থেকে ভারতকে জয়সূচক রান এনে দেন রিচা এবং জেমাইমা। হরমন আউট হয়ে যাওয়ার পরে ভারত চাপে পড়ে গেলেও ১৮ তম ওভারে পরপর তিনটি বলে তিনটি চার মেরে ম্যাচটা নিজেদের দিকে টেনে আনেন রিচা। তারপর ১৯ তম ওভারে বাকি কাজটা করে দেন জেমাইমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share