Tag: world cup

world cup

  • Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার যাত্রা শুরু ভারতের। এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে পারেনি ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নবম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।  মরু শহর থেকে কাপ আনতে বদ্ধ পরিকর ভারত।

    রোহিতদের শুভেচ্ছা

    এখনও ভারত এই টুর্নামেন্টে একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক। সোশাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”

    কবে কবে ভারতের ম্যাচ?

    ৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড (সন্ধে সাড়ে ৭টা)
    ৬ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান (সাড়ে ৩টে থেকে)
    ৯ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সন্ধে সাড়ে ৭টা)
    ১৩ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (সন্ধে সাড়ে ৭টা)

    আরও পড়ুন: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    ম্যাচ এর নানা কথা

    কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷

    ভারতের গ্রুপে কারা: বিশ্বকাপে পুল এ’তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷

    ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    ICC World Cup 2023: নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক! অপরাজেয় কিউইদের হারাতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুই দলই অপরাজেয়। প্রথম চারটি ম্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করেছে ভারত ও নিউজিল্যান্ড। অষ্টমীতে পাঁচে পাঁচ করার লক্ষ্য নিয়েই পুনেতে নামবে দুই দল। ভারতের কাছে বড় ধাক্কা বিশ্বকাপে নিউজিল্যান্ডের ম্যাচ থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি দলের সঙ্গে ধরমশালায় যাচ্ছেন না। ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে। 

    কেমন আছেন হার্দিক

    শুক্রবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ-গোড়ালিতে চোট লাগে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। অল-রাউন্ডারকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’  

    ভারতীয় বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘লাগাতার বিসিসিআই মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন (হার্দিক)। (সেই পরিস্থিতিতে) ২০ অক্টোবর (শুক্রবার) দলের সঙ্গে ধরমশালার বিমানে উঠবেন না হার্দিক। উনি সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে ভারত (২৯ অক্টোবর ম্যাচ আছে)।’

    হার্দিকের পরিবর্তে কে

    সেই পরিস্থিতিতে ধরমশালায় হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে কে ঢুকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হার্দিক দলে না থাকায় রোহিত শর্মাকে বাড়তি ব্যাটার বা বাড়তি বোলার খেলাতে হবে। ধরমশালায় ম্যাচ হওয়ায় মহম্মদ শামি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন শার্দুল ঠাকুর। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন। আর ট্রেন্ট বোল্টদের বিরুদ্ধে বাড়তি ব্যাটার চাইলে দলে ঢুকবেন সূর্যকুমার যাদব। কিন্তু সেক্ষেত্রে ৫০ ওভার করার জন্য মাত্র পাঁচজন থাকবেন। শার্দুল ফর্মে না থাকায় সেটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে রোহিতদের কাছে। এমনিতে এবার বিশ্বকাপের জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। ১০০ শতাংশ রেকর্ড বজায় রেখেছে। অষ্টমীতে যে দল ম্যাচ জিতবে, সেই দল সেমিফাইনালের দিকে এককদম এগিয়ে যাবে। 

    আরও পড়ুন: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    শীর্ষ স্থানের লক্ষ্যে ভারত

    বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতেও লিগ টেবিলের শীর্ষে ওঠা হয়নি ভারতের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বিরুদ্ধে টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। পয়েন্টের নিরিখে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেললেও নেট রান-রেটে পিছিয়ে থাকতে হয় রোহিত শর্মাদের। ভারতের নেট রান-রেট +১.৬৫৯। ভারত আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে যায়। আপাতত লিগ টেবিলে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখে নিউজিল্যান্ড। তারাও চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে জয় তুলে নিয়েছে। ৪ ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। তাদের নেট রান-রেট +১.৯২৩। ধরমশালায় কিউইদের হারাতে পারলে তবেই লিগ টেবিলে শীর্ষস্থানে উঠবে রোহিত-ব্রিগেড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    ICC World Cup 2023: শেষ চারে উঠতে পাকিস্তানের ভরসা টাইম্ড আউট! এ কী বললেন আক্রাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেন দেখতে চেয়েছিল ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল। তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাবরদের থেকে রানরেটের বিচারে বহুগুণে এগিয়ে নিউজিল্যান্ড। এরই মধ্যে বাবরদের শেষ চারে ওঠার আশ্চর্য পথ বাতলে দিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রাম। আজ ইডেনে বাবরদের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচে অবিশ্বাস্য কিছু না হলে মুম্বইয়ে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

    আক্রামের পরামর্শ

    কিংবদন্তি পাক ক্রিকেটার আক্রমের মতে পাকিস্তানের সেমিফাইনালে উঠতে হলে লাগবে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের দুষ্টু বুদ্ধি। আক্রম বলেন, ‘পাকিস্তানের আগে ব্যাটিং করা উচিত। একটা বড়সড় স্কোর খাড়া করা উচিত। আর তারপর? ইংল্যান্ড টিমকে ওদের ড্রেসিংরুমে তালাবন্ধ করে রাখুক। ক্রিকেটের নিয়মে টাইমড আউট হয়ে যাবে ওরা।’ আক্রমের এমন যুক্তি শুনে ক্রিকেট মহল অবাক। সত্যি বলতে কী, এমন আজব পথ ছাড়া পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কার্যত অসম্ভব। আক্রমের এই প্রস্তাব শুনে মিসবা উল হক বলেন, “তার থেকে টস জিতলে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে দিক। আর ওরা ব্যাট করতে নামার আগেই সাজঘরে আটকে দিক। তাহলেই ঝামেলা শেষ।”

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    কী বলছে অঙ্ক

    ইডেনে শনিবার সবার আগে বাবর আজমকে টসে জিতে ব্যাটিং নিতে হবে। পরে ব্যাট করলে পাকিস্তানের কাছে অঙ্ক আরও কঠিন হয়ে যাবে। আগে ব্যাট করলেও কাজ সহজ নয়। পাকিস্তান আগে ব্যাট করলে অন্তত ২৮৭ রানে জিততে হবে তাদের। অর্থাৎ পাকিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে ১৩ রানে। একই ভাবে ৩৫০ তুললে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে ৬৩ রানে। পাকিস্তান যদি ৪০০, ৪৫০ বা ৫০০ রান তোলে, তা হলে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে যথাক্রমে ১১২, ১৬২ এবং ২১১ রানে। কোনও ভাবেই ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের রানের ব্যবধান ২৮৭-র কম হওয়া চলবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India vs Sri Lanka: বিশ্বকাপে সমানে সমানে! শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত

    India vs Sri Lanka: বিশ্বকাপে সমানে সমানে! শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে চলেছে ভারতের জয়রথ। এবার সপ্তম জয়ের সন্ধানে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মা এন্ড কোম্পানি। অপরদিকে কঠিন অবস্থা শ্রীলঙ্কার। বিশ্বকাপে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। এই পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে দুই দল। 

    দুরন্ত ভারত

    ইতিমধ্যেই টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছে গিয়েছে। শুরু করে দিয়েছে অনুশীলনও। ভারতীয় ক্রিকেট দল টানা ৬ ম্যাচে জয়লাভ করলেও, এখনও পর্যন্ত সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারেনি। ফলে টিম ইন্ডিয়া চেষ্টা করবে যে আগামী ম্যাচে জয়লাভ করে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলতে। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে থাকতে পারবে। তিন বিভাগেই ভারত দারুণ ছন্দে রয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া ফিরলে শ্রেয়স আইয়ার একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। হার্দিক মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে খেলতে পারেন সেমিফাইনাল থেকেই। রোহিত, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুরের মতো শ্রেয়সের কাছেও মুম্বইয়ের ওয়াংখেড়ে হোম গ্রাউন্ড। তাই এখানে ছন্দে ফিরতে মরিয়া শ্রেয়স।

    আরও পড়ুন: ‘কোনওদিন ভাবিনি এত সেঞ্চুরি করব!’ আবেগাপ্লুত বিরাট

    বিশ্বকাপের পরিসংখ্যান

    একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আগামী ২ তারিখের ম্যাচে যে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৯৯৬ সালে ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে যেমন শ্রীলঙ্কার কাছে হেরে ভারতকে বিদায় নিতে হয়েছিল, ঠিক তেমনই ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছিল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়।

    ম্যাচের খুটিনাটি

    ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। টস হবে ঠিক দুপুর ১.৩০ টায়। ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া চাইলে এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বাবর আজমের পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশ (Bangladesh)। ইডেনে পরপর দুই ম্যাচ হারল বাংলাদেশ। টস জিতেও পিচ না বুঝতে পেরে ম্যাচ হেরে খেসারত দিতে হল বাংলাদেশকে। টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। 

    ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

    ক্রিকেটের নন্দনকাননে হতাশ করল না গ্রিন আর্মি। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওপেন করতে নেমে এদিন ব্যর্থ হন বাংলাদেশের তানজিদ তামিম। তিনি শূন্য রানে আউট হন। ওভারের পঞ্চম বলে তিনি আউট হন। এরপর তৃতীয় ওভারে ৪ রান করে আউট হন শান্ত। ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ৫ রান করে ফেলেন মুশফিকুর রহিম। সেই সময় বাংলাদেশের রান ২৩। শুরুর তিনটে উইকেট দেখেই বোঝা গিয়েছিল শেষটা কী হতে চলেছে। আর সেটাই হয়েছে। প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এদিন উপরের দিকে ব্য়াট করতে নামেন মাহমদুল্লা। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে করেন ৫৬ রান। ওপেন করতে নামা লিটন দাস ৪৫ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান অবশেষে রান পান। তিনি ৪৩ রান করেন। বল হাতে এদিন দুর্দান্ত কামব্য়াক করেন শাহিন আফ্রিদি। নতুন বলে তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। ৩ উইকেট নেন। 

    রান তাড়া করতে নেমে বাবরদের জয়ের ভিত গড়ে দেয় ওপেনিং জুটি। আবদুল্লা শফিক ও ফখর জামানের ১২৮ রানের ওপেনিং পার্টনারশিপ ছিল। ৮১ রান করেন ফখর। বাবর আজম অবশ্য রান পাননি। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১০৫ বল বাকি থাকতেই ২০৫ রানের টার্গেট পূরণ করে ফেলে গ্রিন আর্মি। ৩২.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

    বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ!

    এই পরাজয়ের ফলে, সরকারিভাবে বিশ্বকাপের প্রথম দল হিসেবে বিদায় নিল বাংলাদেশ। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে টাইগাররা। ৬টিতেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। বিশ্বকাপের ৭ ম্যাচে খেলে পয়েন্ট মাত্র ২। প্রথম ম্যাচে আফগানিস্থানের হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, এমনকী নেদারল্যান্ডসের কাছেও হারতে হয় সাকিবদের। বেঙ্গল টাইগারদের এদিন ইডেনে বধ করল পাকিস্তান। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শাকিবরা যোগ্যতা অর্জন করতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ, প্রথম সাত দল এবং আয়োজক দেশ (এক্ষেত্রে পাকিস্তান) চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ বর্তমানে রয়েছে নবম স্থানে।

    সন্ত্রাসকে সমর্থন!

    বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনের গ্যালারিতে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা। মাঠে ঢোকার গেটেও উড়ল সেই লাল-কালো-সাদা-সবুজ পতাকা। এর পরেই গ্যালারি থেকে চার জনকে ধরে নিয়ে গেল পুলিশ। ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর গেট থেকে দু’জন এবং ব্লক ডি থেকে দু’জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ভারতের! বিশ্বকাপে কবে পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি (ICC) সরকারিভাবে ঘোষণা করেনি। তবে সূত্র মারফত খবর, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা (Rohit Sharma) ও প্যাট কামিন্সের (Pat Cummins) দলের মধ্যে এই মহারণ চেন্নাইতে আয়োজিত হওয়ার কথা। আইসিসি থেকে পাওয়া খবর অনুসারে এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে বিসিসিআই (BCCI) ও পিসিবি-র (PCB) মধ্যে দ্বন্দ্ব চললেও, ভারতের মাটিতে কাপ যুদ্ধ খেলতে রাজি হয়েছে বাবর আজমদের (Babar Azam) ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে ১৫ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

    বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

    আগামী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই হওয়ার কথা ১৫ অক্টোবর।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    বিশ্বকাপের চূড়ান্ত সূচি

    আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ছাড়াও বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট এবং মুম্বইয়ে। মোহালি ও নাগপুরে সম্ভবত ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচ দেওয়া হবে না। একইসঙ্গে জানা গিয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ হতে পারে। ১০টি দল এবারের বিশ্বকাপে খেলতে নামবে। মোট ৪৮টি ম্যাচের জন্য দেশের মোট ১২টি ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি দল ৯টা করে লিগের ম্যাচ খেলবে। যার অর্থ বেশিরভাগ ম্যাচ কেন্দ্রেই ভারতের একটি করে লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। সেই নিরিখে কলকাতার ইডেন গার্ডেন্সেও টিম ইন্ডিয়ার একটি লিগ ম্যাচ আয়োজিত হতে পারে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনও ঘোষিত হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরেই সম্ভবত বিশ্বকাপের চূড়ান্ত সূচি সামনে আসবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের সব ম্যাচ হবে ভারতেই। এখনই অন্য কোনও দেশে ম্যাচ আয়োজনের কোনও চিন্তাভাবনা নেই বলে জানাল আইসিসি। চলতি বছরের শেষেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। আগেই জানা গিয়েছিল প্রতিযোগিতা শুরু হতে পারে অক্টোবর থেকে।

    দিল্লি অথবা চেন্নাইয়ে ভারত-পাক ম্যাচ

    বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কি না তা এখনও জানা যায়নি। কিন্তু যদি তারা রাজি হয়, তা হলে সেই মহারণ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে দিল্লি অথবা চেন্নাই। বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে এই দু’টি মাঠের নামই উঠে এসেছে। শেষ বার ভারতে বিশ্বকাপ হওয়ার সময় দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। মোহালিতে হয়েছিল সেই ম্যাচ। এ বার গ্রুপেই মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি জানা যায়, বিশ্বকাপ খেলতে ভারতে না-ও আসতে পারেন বাবর আজমরা। পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। পাক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছিলেন পিসিবির প্রাক্তন সিইও। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করছে আইসিসি।

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    আইসিসি-র সূত্রের দাবি, ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের প্রবেশের ব্যাপারে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই জানিয়েছেন, ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। সবরকম সহযোগিতাই প্রদান করা হবে। আয়োজক দেশের দায়িত্ব থাকে সব দেশ যেন সঠিক সময়ে ভিসা পায়। এমনকী ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা দূরে থাক, তা ভাবাই হয়নি। আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। আইসিসির ওই সূত্রের দাবি বরং বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Blind T20 World Cup: গ্রামে ফিরলেন ব্লাইন্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বাংলার শুভেন্দু

    Blind T20 World Cup: গ্রামে ফিরলেন ব্লাইন্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বাংলার শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরে ফিরলেন ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বাংলার শুভেন্দু মাহাতো। ঝাড়গ্রামের এই অলরাউন্ডারকে নিয়ে গর্বিত তাঁর গ্রাম। চলতি বছরের ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত। ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের একমাত্র বাঙালি সদস্য শুভেন্দু। সোমবার নিজের বাড়ি ফিরলেন শুভেন্দু। স্টেশন থেকেই তাঁকে রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আত্মীয়রা। 

    মনের জোরেই সাফল্য

    জীবনের শুরুতে শুভেন্দু দু চোখেই দেখতে পেত। ছোটবেলায় একটা দুর্ঘটনার পর  থেকেই দৃষ্টিশক্তি হারান শুভেন্দু। দৃষ্টি হারালেও মনের জোর হারাননি তিনি। উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নেমেছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল বিশ্বকাপে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখা। বাংলাদেশকে ১২০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেয় ভারত। সুনীল রমেশ ও ভারতীয় অধিনায়ক অজয় কুমার রেড্ডির শতরানের সুবাদেই টানা তৃতীয়বার বিশ্বকাপ জেতে ভারতীয় দৃষ্টিহীন দল।

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    সোমবার সকাল ন’টার সময় কলকাতা থেকে সাঁতরাগাছি লোকালে করে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছয় শুভেন্দু। ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন শুভেন্দুর মা দিপালী মাহাতো সহ কৈমা গ্রামের শতাধিক মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। শুভেন্দুকে মিষ্টিমুখ করায় তাঁর মা দিপালী মাহাতো। শুভেন্দুর সঙ্গে ছবি তুলতে এবং সেলফি নেওয়ার জন্য মানুষের হুড়োহুড়ি লেগে যায়। গ্রামের মাটিতে পা রেখে আবেগতাড়িত শুভেন্দুর কথায়, “ঝাড়গ্রামে ফিরে খুব ভালো লাগছে। আমার মা ও গ্রামের সকল মানুষজন এসেছে খুবই ভালো লাগছে। এই জয় আমার একটা স্বপ্ন ছিল। আমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরে আমি খুব আনন্দিত। ভবিষ্যতে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার (West Bengal News) যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমার এগিয়ে যেতে আরও সুবিধা হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে কাপ উঠল ফুটবল ম্যাজিশিয়ানের হাতে। কেরিয়ারের শেষ বিশ্বকাপটা বর্ণময় হয়ে থাকল লিওনেল আন্দ্রেস মেসির। ফুটবলের যাদুকরের খেলা দেখতে টিভির পর্দায় চোখ রেখেছিলেন বহু বাঙালি। রাতজেগে বিশ্বকাপ  ফুটবল ফাইনাল দেখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। আদ্যোপান্ত মারাদোনা ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুরু থেকেই আর্জেন্টিনার হয়ে গলা ফাটিয়েছিলেন। মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল, বলছেন বিচারপতি।

    কী বললেন বিচারপতি

    একটি মামলা চলাকালীন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে কথাবার্তার মধ্যেই উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। তখনই ফুটবল ভক্ত অভিজিৎ জানান, কলকাতাবাসীর পক্ষ থেকে মেসিকে ইমেইল করে শুভেচ্ছা জানানো উচিত। তবে মারাদোনা ভক্ত বিচারপতি বলেন, ” মেসির পায়ে শাপমুক্তি ঘটলেও লিও কিন্তু মারাদোনা নয়। মেসি মারাদোনা হলে একা দশজনকে কাটিয়ে গোল দিত। ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াত না। আর্জেন্টিনা না অন্য দেশ কে জিতলো সেটা বড় বিষয় নয়। ভাল ফুটবল খেলা দেখা গেল।” ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লা আলবিসেলেস্তেদের। কাতারে সাতটি গোল করে আর্জেন্টিনার (Argentina) জয় নায়ক কিন্তু মেসিই, বলছে ফুটবল বিশ্ব।

    আরও পড়ুন: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    আর্জেন্টিনা, মেসির জন্য খুশি হলেও বর্তমানে বাংলার ফুটবল নিয়ে আক্ষেপ শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। একদা ময়দানে নিয়মিত ফুটবল খেলতেন বিচারপতি। ১৯৭৭-১৯৭৮ সালে কলকাতার ভেটেরান ক্লাবে খেলতেন। পরিতোষ চক্রবর্তী’র কোচিংয়ে প্র্যাকটিস করতেন। লাতিন আমেরিকার ফুটবল তাঁকে বরাবর আকর্ষণ করে। ব্রাজিল জিতলে খুশি হন। তবে এবার ব্রাজিল বিদায় নেওয়ায় আর্জেন্টিনাকেই সমর্থন করছিলেন। তবে, আর্জেন্টিনা জিতলেও তাঁর গলায় আফসোসের সুর। বললেন, ” স্ক্রিনে স্ক্রল হতে দেখলাম মোস্ট এক্সাইটেড ফাইনাল ম্যাচ। ভালো কথা। আমরা খেলা দেখতে ভালবাসি। ভাল সমর্থক। কিন্তু আমরা খেলতে পারি না। দীর্ঘদিন সন্তোষ ট্রফি অধরা বাংলার। সুরজিৎ, পি কে, অমল দত্তরা অতীত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Byju-s Lionel Messi: আড়াই হাজার কর্মী ছাঁটাইয়ের পর বাইজুসের বাণিজ্যিক দূত মেসি! বিতর্কের ঝড় নেটদুনিয়ায়

    Byju-s Lionel Messi: আড়াই হাজার কর্মী ছাঁটাইয়ের পর বাইজুসের বাণিজ্যিক দূত মেসি! বিতর্কের ঝড় নেটদুনিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: লাভের মুখ দেখার জন্য সম্প্রতি এক-ধাক্কায় আড়াই হাজার কর্মীকে ছাঁটাই করেছে বাইজুস ( BYJU’s)। তার জন্য ক্ষমাও চেয়েছেন সংস্থার প্রধান। এই আবহেই নয়া চমক দিল বাইজুস। ফুটবলের মেগাস্টার লিওনেল মেসিকে (Lionel Messi) গ্লোবাল অ্যাম্বাসাডর (Global Brand Ambassador) হিসেবে নিয়োগের ঘোষণা করল তারা। সামনেই ফিফা বিশ্বকাপ। তার আগে বাজার ধরতেই এই সিদ্ধান্ত বাইজুসের। তবে এতগুলো কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে মেসিকে বিপুল টাকা দিয়ে অ্যাম্বাসাডর নিয়োগ করায় বিতর্ক দানা বেঁধেছে।

    বাইজুস-এর ব্যবসা নীতি নিয়ে বিভ্রান্ত অনেকেই। লোকসানে ডুবে থাকা সংস্থা কীভাবে বিশ্বসেরা ফুটবলারের সঙ্গে হাত মেলায়? প্রশ্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২০-২১ সালে বিপুল লোকসানের রিপোর্ট প্রকাশ করে বাইজুস। তারপরেই বাইজু-র বিনিয়োগকারীরা সংস্থার খরচে রাশ টানার জন্য চাপ দিতে শুরু করেন। এর আগে ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসাবে জায়গা করে নেয় বাইজুস। সম্প্রতি ৫৫ মিলিয়ন ডলারের(৪৫৩ কোটি টাকা) বিনিময়ে ফের সেই চুক্তি রিনিউ করে সংস্থা। বর্তমানে অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে, তারও অন্যতম প্রধান স্পনসর বাইজুস। বাইজুসের বিজ্ঞাপনের অন্যতম প্রধান মুখ শাহরুখ খান। তাঁর সঙ্গেও যে কম টাকার চুক্তি নয়। শুধু খরচে রাশ টানার ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হচ্ছে। যেভাবে একধাক্কায় একাধিক কর্মীকে বাইজুস ছেঁটে ফেলেছে, তার জেরে কর্মচারীদের আস্থায় জায়গা থেকে তাদের ভবিষ্যতে ভুগতে হতে পারে বলে অবশ্য আশঙ্কা অনেকের।

    দেশজুড়ে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করার অন্যতম বিকল্প মাধ্যম হয়ে উঠেছে বাইজুস। এডুকেশন ফর অল,তথা সবার জন্য শিক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্বব্যাপী বাণিজ্যদূত করা হয়েছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে। ভারতীয় কোনও সংস্থার এভাবে বিশ্বব্যাপী অভিযানের মাঝে লিওনেল মেসির মাপের ফুটবলারকে অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা একটি বড় চমক। মেসি এক বিবৃতিতে জানিয়েছেন, “সবাইকে পড়াশোনায় আগ্রহী করে তোলার বাইজুস-এর ভাবনার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। ভাল পড়াশোনা পারে জীবনের গতিপথ বদলে দিতে। আশা রাখি বাইজুসের কাজ আরও মসৃণ হবে। খুদেরা ভবিষ্যতে নিজেদের শিখরে দেখার স্বপ্ন নিয়েই এগিয়ে যাবে।”

LinkedIn
Share