Tag: WTC Final

WTC Final

  • WTC Final 2023: পাল্লা ভারী অস্ট্রেলিয়ার! গ্যালারিতে ভিড়, উড়ছে তেরঙ্গা, মিরাকেলের আশায় ভারত

    WTC Final 2023: পাল্লা ভারী অস্ট্রেলিয়ার! গ্যালারিতে ভিড়, উড়ছে তেরঙ্গা, মিরাকেলের আশায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সমর্থকদের মন ভারাক্রান্ত করার পক্ষে ওভালের স্কোরবোর্ডই যথেষ্ট। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার (WTC Final 2023) লিড ২৯৬ রান। হাতে এখনও ৬ উইকেট। অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারতের সামনে টার্গেট কমপক্ষে সাড়ে তিনশো তো হতেই চলেছে। চতুর্থ ইনিংসে বিশ্বের যে কোনও পিচে যা চেজ করা শুধু অসম্ভব নয়, অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকবে। তবে ইতিহাস তো এভাবেই লেখা হয়। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে বার বার লেখা হয়েছে। এমন কিছু মহাজাগতিক ঘটনা ঘটেছে বাইশগজে, যা কখনওই ভোলার নয়। প্রথম ইনিংসে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন আচরণের পরেও তাই এখনও আশা ছাড়তে নারাজ বহু টিম ইন্ডিয়ার সমর্থক। না হলে কী করে গ্যালারিতে এত ভিড় জমছে। উড়ছে তেরঙ্গা পতাকা।

    রাহানে-শার্দূলের লড়াই

    গত তিন দিনে ভারতের প্রাপ্তি শুধু একটাই, ব্যর্থতার মিছিলে রাহানে-শার্দূলের চোয়াল চাপা লড়াই। যা প্রথম ইনিংসে ভারতকে ২৯৬ রানে পৌঁছতে সাহায্য করেছে। শুক্রবার বল গড়ানোর পরেই শ্রীকর ভরত যখন বোল্যান্ডের বিষাক্ত ডেলিভারিতে বোল্ড হলেন, তখন ফলো-অনের আতঙ্ক রীতিমতো চেপে বসেছিল ভারতীয় শিবিরে। দূর দূরান্ত থেকে যাঁরা খেলা দেখতি এসেছিলেন ওভালে, তাঁরা ধরেই নিয়েছিলেন রবিবার আর মাঠে আসতে হবে না। তার চাইতে লন্ডন শহরটা ভালোভাবে ঘুরে দেখা যাবে। 

    ক্যাচ মিশ অস্ট্রেলিয়ার

    অস্ট্রলিয়ার শিবিরে যে আত্মতুষ্টি থাবা বসাতে শুরু করেছিল তা তিনটি ক্যাচ ফেলার মধ্যেই স্পষ্ট। অন্য কোনও দল হলে না হয় মানা যেত, এটা যে ব্যাগি গ্রিন, ডন ব্র্যাডম্যানের উত্তরসূরি, বিশ্বাসই হচিছল না। আরও খারাপ লাগছিল প্যাট কামিন্সকে দেখে। ৮৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন, কিন্তু দু’বার নো বল করে ভারতকে লড়াইয়ে ফেরার পথ করে দিলেন তিনিই। একবার রাহানে, আর একবার শার্দূল—দু’টি ক্ষেত্রেই  ভারতীয় ব্যাটসম্যানরা ভাগ্যের সাহায্য পেয়েছেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রাহানে ও শার্দূল খাদের কিনারা থেকে টেনে তুলেছেন দলকে।

    রাহানে স্পেশালিস্ট

    অজিঙ্কা রাহানে স্পেশালিস্ট ব্যাটসম্যান। খারাপ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। আবার ফিরে এসেছেন রনজি ও আইপিএলে ভালো খেলার সুবাদে। এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছেন চেন্নাই সুপার কিংসরে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকমেন্ডনশনও। কারণ, মাহি জানতেন ইংল্যান্ডর পিচে বিপর্যয়ে হাল ধরার মতো একজন ক্রিকেটার দরকার। সেই দায়িত্ব রাহানের চেয়ে আর কেউ ভালোভাবে পালন করতে পারবেন না। টিম ম্যানেজমেনেটর আস্থার মর্যাদা রেখেছেন রাহানে। ১২৮ বলে করেছেন ৮৯ রান। সেঞ্চুরিটা হতেই পারত। তবে গ্রিনের অসাধারণ ক্যাচের কাছে থামতে হয়েছে তাঁকে।

    আরও পড়ুন: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    স্থিতিশীল শার্দূল

    শার্দূলের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তিনি সত্যিই ‘বাঘের’ বাচ্চার মতো অজি পেসারদের মোকাবিলা করলেন। ১০৯ বলে ৫১ রান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা এক ইনিংস হিসেবেই পরিগণিত হবে। এই দুই ব্যাটসম্যান দেখিয়ে দিলেন, ওভালের পিচেও রান করা সম্ভব। তা থেকে রোহিত, কোহলিরা যদি নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে সেরাটা মেলে ধরতে পারেন, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনাল (WTC Final 2023) আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।

    শেষলগ্নে জাদেজার যাদু

    এখন, সবার আগে যেটা দরকার, সেটা হল অস্ট্রলিয়াকে দ্বিতীয় ইনিংসে দ্রুত অল-আউট করা। বল ঘুরছে। জাদেজার জোড়া সাফল্যে তা প্রমাণিত। অশ্বিনের অভাব বড় হয়ে দেখা দিচেছ। অস্ট্রলিয়া এখনও পর্যন্ত তুলেছে ৪ উইকেটে ১২৩। ফিরে গিয়েছেন খোয়াজা (১৩), ওয়ার্নার (১), স্মিথ (৩৪) ও ট্রাভিস হেড (১৮)। তবে ঘুম চোখে ব্যাট করতে নামা লাবুশানে দরজা আগলে রেখেছেন। ৪১ রানে তিনি অপরাজিত। সঙ্গী গ্রিন ৭ রানে ক্রিজে। পাল্লা অবশ্যই অসেট্রলিয়ার। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই আশা করতে দোষ নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    WTC Final: দলে যশস্বী, সূর্যকুমার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চূড়ান্ত দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের রেশ শেষ হতে না হতেই ক্রিকেটপ্রেমীরা মেতে উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final)। আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বৈরথ। দুই দলই রবির সন্ধ্যায় চূড়ান্ত দল ঘোষণা করে দিল। ১৭ সদস্যের স্কোয়াড। মূল দলে ১৫ জন ও স্ট্যান্ড বাইতে দুই ক্রিকেটার। দুই দলেই রয়েছে চমক।

    দলে যশস্বী, সূর্যকুমার 

    আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের ফলে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থাকছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। ব্যক্তিগত কারণে টেস্ট দলে যোগ দিতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর বদলে দলে যোগ দেবেন যশস্বী। তাঁর ইউকে ভিসাও রয়েছে। ফলে যশস্বীর উড়ান ধরতেও সমস্যা নেই। চলতি আইপিএলে যশস্বী ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। লন্ডনের উড়ান ধরবেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। সূর্যর আইপিএল অভিযানও দুরন্ত সফল। ১৬ ম্যাচে ৬০৫ রান করেছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। 

    নেই মিচেল মার্শ

    ভারতের বিরুদ্ধে ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হল না মিচেল মার্শকে। চার পেসার হিসেবে অজি স্কোয়াডে আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড। সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরুন গ্রিন। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে যে দল জিতবে, তারা পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩.২৩ কোটি। আর রানার্স দল পাবে ৮ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬.৬১ কোটি টাকা। 

    আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

    ১৫ সদস্যের দুই দল

    অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ, ম্যাথিউ রেনেশ

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট।

    স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC final : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    WTC final : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে লন্ডন যাচ্ছেন বিরাট-সহ ৯ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট টাইটান্সের কাছে হেরে আইপিএল থেকে রবিবারই বিদায় নিয়েছে আরসিবি। শতরান করেও দলকে বাঁচাতে পারেননি কোহলি। তাই মন ভেঙেছে। এবারও আইপিএল ট্রফির স্বাদ অধরাই থেকে গেল। কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন কিং কোহলি। তাই এবার দেশের হয়ে খেলতে ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন বিরাট। পরের মাস থেকে শুরু বিশ্ব টেস্ট ফাইনাল (WTC final)। তাই বিশ্রাম না নিয়ে প্রস্তুতি সারতে আগেভাগেই ইংল্যান্ডে চলে যাচ্ছেন বিরাট-সহ আরও ৯ জন ভারতীয় ক্রিকেটার।

    আজ ভোরেই বিমান

    বোর্ড সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলায় ইংল্যান্ডের বিমান ধরবেন কোহলি। তিনি একা নন, একই বিমানে মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর যাচ্ছেন। কোচ রাহুল দ্রাবিড়েরও মঙ্গলবার ভোরে একই বিমানে ইংল্যান্ডে রওনা হওয়ার কথা। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং দলের ম্যানেজারও ওই বিমানেই যাচ্ছেন।

    আরও পড়ুন: পাখির চোখ প্যারিস অলিম্পিক! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর নীরজ

    বোর্ড সূত্রে জানা গিয়েছে, দুই থেকে তিনটি ভাগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা। প্রথম দল মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বেরোচ্ছে। রোহিত শর্মা, ঈশান কিশন, শুভমন গিল, মহম্মদ শামি, কেএস ভরত এবং অজিঙ্ক রাহানে দেশে থেকে যাচ্ছেন নিজের দলের হয়ে প্লে-অফ খেলার জন্যে। চেতেশ্বর পুজারা আগে থেকেই ইংল্যান্ডে রয়েছেন। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC final)। ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। দু’মাসের আইপিএল খেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC final) খেলতে নামবে অধিকাংশ ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে অস্ট্রেলিয়া টেস্ট দলে থাকা মাত্র তিনজন অজি ক্রিকেটার আইপিএলে খেলেছে। গত সপ্তাহে রিকি পন্টিং জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি ভাল থাকবে অজিদের। তবে ভারতীয়দের কাছে থাকবে মূল্যবান গেম টাইম। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ফিরলেন অজিঙ্ক রাহানে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC 2023 Final) জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসসিআই। দলে রয়েছেন লোকেশ রাহুলও। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

    দলে ফিরলেন রাহানে

    দীর্ঘ দিন পর ভারতীয় দলে ডাক পেয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ঘরোয়া ক্রিকেট এবং চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে এতে সন্দেহ নেই। এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন। ইংল্যান্ডের ওভালে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আইপিএলের পরেই ইংল্যান্ডে যাবেন রোহিত এন্ড কোং। দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাঁকে। 

    দলে চার পেসার

    এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। গতবার নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই টেস্টে বিশ্বের সেরা দল হওয়ার লক্ষ্যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে রয়েছেন শ্রীকর ভরত। ঋষভ পন্থের এখনই দলে ফেরার সম্ভাবনা নেই। দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। স্পিন ছাড়াও এই ত্রয়ী ব্যাট হাতেও অনবদ্য। দলে রয়েছেন চার পেসার। যশপ্রীত বুমরার চোট থাকায় তাঁকে দলে রাখা হয়নি। দলে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    আরও পড়ুন: ভারতের উচ্চতম ফুটবল ময়দান নিয়ে ট্যুইট মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের! কোথায় জানেন?

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। টানা দ্বিতীয় বার। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আহমেদাবাদে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ড্র হলেও,  ক্রাইস্টচার্চ থেকে সুখবর চলে আসে সকালেই। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার দৌড়ে ভারতের সঙ্গে ছিল শ্রীলঙ্কাও। তার জন্য নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে হত শ্রীলঙ্কাকে। কিন্তু প্রথম টেস্টে নিউজিল্যান্ডের নাটকীয় জয় শ্রীলঙ্কাকে ছিটকে দিল। শেষ বল থ্রিলারে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড। এর ফলেই ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। 

    নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৫ রান করে। একটা সময় নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল উইলিয়ামসনদের চাপে ফেলার। কিন্তু সেখান থেকেই কিউয়িরা ১৮ রানের লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩০২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ রান করেন। নিউজিল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য দেন তাঁরা। টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ড সেই রান তাড়া করে জেতে। সেই সঙ্গে শ্রীলঙ্কার ২-০ ব্যবধানে সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। ভারত চলে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

    আরও পড়ুন: প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে শতরান বিরাটের

    কখন কোথায় ফাইনাল

    আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত চলতে পারে খেলা। ইংল্যান্ডের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। পাঁচ দিনের ফাইনাল টেস্টের জন্য রাখা হয়েছে একটি অতিরিক্ত দিন। বৃষ্টি বা কোনও কারণে খেলার সময় কমে গেলে, অতিরিক্ত দিনে খেলা গড়াবে। ১২ জুন রাখা হয়েছে অতিরিক্ত দিন হিসাবে।

    অন্যদিকে এদিন ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট অমীমাংসিত ভাবেই শেষ হয়। ম্যাচ যে ড্র হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছিল। তবে ম্যাচ ড্র হলেও বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারতই। ২-১ ব্যবধানে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। তবে শেষ দিনে ভারতীয় বোলিং নিয়ে রোহিত শর্মাকে দেখা গেল পরীক্ষা-নিরীক্ষা করতে। হঠাৎই তিনি বল তুলে দিলেন শুভমন গিলের হাতে। ছ’টা বল করলেন শুভমন। তার পরের ওভারে আবার চমক। এ বার বল উঠে এল চেতেশ্বর পুজারার হাতে। তিনিও এক ওভার বল করলেন। ভারত পেয়ে গেল অতিরিক্ত দুই স্পিনার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share