Yasin Malik: জ্যাক, জন, আলফা, এই সাক্ষীদের গোপন বয়ানেই দোষী সাব্যস্ত ইয়াসিন মালিক, কারা এই সাক্ষী?
NIA: মোট ২৫ জন সাক্ষীর বয়ানের ওপর ভিত্তি করে ইয়াসিনের বিরুদ্ধে কেসটি সাজিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Yasin Malik
NIA: মোট ২৫ জন সাক্ষীর বয়ানের ওপর ভিত্তি করে ইয়াসিনের বিরুদ্ধে কেসটি সাজিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি…
বিচারক তুলনা টানলেন গান্ধীর…
Yasin Malik: “ইয়াসিন মালিক আসলে পাকিস্তানেরই চর, তাই তার সাজাতে পাক সরকার খুব দুঃখ পাচ্ছে…”, কটাক্ষ প্রয়াত অফিসারের স্ত্রীর…
ক্রমেই শান্তি ফিরছে ভূস্বর্গে…
১৯৮৮ সালে ইয়াসিন মালিক নিয়ন্ত্রণরেখা (LOC) পেরিয়ে পাকিস্তানে যায়। সেখান থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে ভারতে ফিরে আসে সে।
Yasin Malik: সন্ত্রাসী কাজকর্মে আর্থিক জোগানের মামলায় দোষী সাব্যস্ত ইয়াসিন। আদালতের নির্দেশ দেওয়ার পরেই কাশ্মীরে বিশেষভাবে সতর্ক নিরাপত্তা বাহিনী…
Yasin Malik: কোনও আইনজীবী ছিল না মালিকের, এমনকী তার বিরুদ্ধে অভিযোগের প্রতিদ্বন্দ্বিতাও করেনি এই নেতা…
সচল উপত্যকার সিংহভাগ অঞ্চল, যথারীতি চলেছে সরকারি ও বেসরকারি যানবাহন…
আফ্রিদির মতে, কাশ্মীরি নেতাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ করা হয়েছে। অমিতের জবাব, ইয়াসিন মালিক নিজেই সব দোষ স্বীকার করেছেন।