মাধ্যম নিউজ ডেস্ক: রীতি অনুযায়ী সরস্বতী পুজোয় (Saraswati Puja 2025) হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে। চলতি বছরে ৩ ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। পঞ্চমী পড়েছে আজ রবিবার ২ ফেব্রুয়ারি বেলা ১২টা ৩৪ মিনিটে। অন্যদিকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ মিনিটে পঞ্চমী ছাড়বে। সেই কারণে অনেকেই আজ রবিবারেও সরস্বতী পুজো করবেন। এদিন ছেলেদের হলুদ পাঞ্জাবি ও মেয়েদের হলুদ শাড়ি পরতে দেখা যায়। তবে ঠিক কোন কারণে হলুদ পরা হয়? সে কারণই আমরা জানব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (Saraswati Puja) আরাধিত হন দেবী সরস্বতী। অনেকে মনে করেন, এই দিন থেকেই আগমন ঘটে বসন্ত ঋতুর। তাই একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে বলেই জানাচ্ছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।
হলুদ রঙকে শুভ বলে মানা হয় (Saraswati Puja 2025)
হলুদ রঙকে শুভ বলে মানা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, হলুদ রঙ জীবনে আনে সুখ-শান্তি ও সমৃদ্ধি। ঠিক এই কারণেই মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। অন্যদিকে এর বৈজ্ঞানিক কারণও রয়েছে। মনে করা হয়, হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে গভীর শান্তি আনে। এর পাশাপাশি হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।
হলুদ রঙে থাকে পজিটিভ এনার্জি (Saraswati Puja 2025)
সরস্বতী পুজোর সময়ে সর্ষে ফুলে (Saraswati Puja 2025) ছেয়ে যায় চারিদিকে। তাই কেউ কেউ বলেন, হলুদ ফুল দিয়ে ঘর সাজালে পজিটিভ এনার্জি থাকে। একইসঙ্গে হলুদ রঙকে সুখ, আশা, জ্ঞান, সৃজনশীলতা ও রোদের প্রতীক বলে মানা হয়। বসন্ত ও বন্ধুত্বের রঙও হল হলুদ।
বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে
বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে। হলুদ রঙের অর্থ কোনও কিছুর নতুন সূচনা। হলুদ রঙ শুভ ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে। হলুদ রঙ আশার রঙ হিসেবেও পরিচিত অনেকের কাছে। একে জীবনের এবং শুভবুদ্ধির রঙ বলে মানা হয়। বসন্তের শুরুতে এই রঙ মনে নতুন আশার সঞ্চার (Saraswati Puja 2025) ঘটায় আবার সুস্বাস্থ্যেরও প্রতীকও হলুদ রঙ।