Tag: Yuzvendra chahal

Yuzvendra chahal

  • T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান উইকেটে বরাবরই রিস্ট স্পিনাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। এই ভাবনা মাথায় রেখেই সুপার এইটের প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে দলে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের (T20 World Cup 2024) আগে সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়। মিস্টার ডিপেন্ডবল জানান, যুজবেন্দ্র চহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

    কী বললেন দ্রাবিড়

    আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারত। সেখানকার পিচ আলাদা। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, “কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে আলাদা কিছু দরকার। কুলদীপ বা চহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার রয়েছে। আমরা ভাগ্যবান।” ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে পারে। দ্রাবিড়ের কথায়, “প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।”

    বৃষ্টি হলে কী হবে

    স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘের আনাগোনা থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারত বনাম আফগানিস্তান ম্যাচ (T20 World Cup 2024) বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে  টুর্নামেন্টের নিয়ম অনুসারে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

    ম্যাচটি (India vs Afghanistan) ভারতীয় সময়ে রাত ৮ টায় শুরু হবে। স্টার স্পোর্টসের বিভিন্ন নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) এই ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

    IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

     নয়াদিল্লি: আমাকে একটি বহুতলের ১৫ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার এক সতীর্থ(teammate)। অন্তত এমনই অভিযোগ জানালেন ক্রিকেটার(cricketer) যুযবেন্দ্র চাহাল (Yuzvendra chahal)। চলতি মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের(rajasthan royals) হয়ে আইপিএল(ipl) খেলছেন। এর আগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indians) এবং রয়েল চ্যালেঞ্জার্সে। সম্প্রতি তাঁর এক টিমমেটের মাদকাসক্তি নিয়ে বলতে গিয়ে তাঁর এক এমন অভিজ্ঞতার কথাই জানান চাহাল।
    ভারতীয় ক্রিকেটারদের অনেকেই নিয়মিত মদ্যপান করেন। একবার তেমনিই এক ক্রিকেটারের পাল্লায় পড়েছিলেন চাহাল। তাঁর সেই সতীর্থই তাঁকে ১৫ তলার ব্যালকনি থেকে ফেলে দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। 
    সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন চাহাল। ঘটনাটি ২০১৩ সালের। তখন তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একবার ম্যাচ শেষে গেট-টুগেদার হচ্ছিল। আমাদের কয়েকজন টিমমেট মদ্যপান করেছিলেন। তাঁদেরই একজন অনেকক্ষণ ধরে আমাকে নিরীক্ষণ করছিলেন। হঠাৎই তিনি আমাকে ডাকেন। উৎসবের আবহে আমিও সাতপাঁচ না ভেবে তাঁর কাছে চলে যাই। এর পর যা হল, তা ভাবলে আজও ঘুমের মধ্যে আমি চমকে উঠি। চাহাল বলেন, মদের নেশায় চুর আমার ওই সতীর্থ আমাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যান। তারপর একেবারে ধারে নিয়ে গিয়ে দোলাতে থাকেন। আমি যে তাঁকে জাপটে ধরব, সে রকম কোনও সুযোগ ছিল না। ভয়ে আমার প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। ১৫ তলা উঁচু জায়গা থেকে পড়লে আমার কী হবে, তা ভেবে শিউরে উঠছিলাম আমি। সেই সময় কয়েকজন এসে আমার ওই মত্ত সতীর্থের হাত থেকে আমাকে উদ্ধার করে। রাজস্থান রয়েলসের এই বোলার বলেন, এতদিন এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। এবার বললাম। সবাই জানল। তবে দয়া করে আমাকে কেউ আমার ওই সতীর্থের নাম জিজ্ঞেস করবেন না।  

LinkedIn
Share