Tag: Zakir Naik fake news

  • Zakir Naik: এইডস আক্রান্ত জাকির নায়েক? ভর্তি মালয়েশিয়ার বেসরকারি হাসপাতালে

    Zakir Naik: এইডস আক্রান্ত জাকির নায়েক? ভর্তি মালয়েশিয়ার বেসরকারি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্কিত ইসলামিক বক্তা (Islamic Preacher) জাকির নায়েক (Zakir Naik) গুরুতর ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সমাজ মাধ্যমে খবর ছড়িয়েছে, তিনি এইডস আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা জটিল হলেও তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, তিনি পেটালিং জায়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারে ভর্তি আছেন।

    মারাত্মক ভাইরাসজনিত রোগে আক্রান্ত জাকির নায়েক, খবর হাসপাতাল সূত্রে

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জাকির নায়েক (Zakir Naik) যে অসুখে ভুগছেন তা একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। তবে রোগের প্রকৃত ধরন প্রকাশ করা হয়নি। কেন রোগ সম্পর্কে বলা হচ্ছে না, তা নিয়েও উঠছে প্রশ্ন! হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সানওয়ে মেডিকেল সেন্টার মালয়েশিয়ার অন্যতম উন্নত হাসপাতাল হিসেবে পরিচিত। বিশেষ করে সংক্রামক রোগ, ক্যান্সার, হৃদরোগ, এইচআইভি চিকিৎসা ও জটিল বিপাকীয় রোগের জন্য এই হাসপাতাল আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। এছাড়া ভিআইপি পর্যায়ের চিকিৎসা দেওয়ার জন্যও এটি সুপরিচিত।

    সমাজ মাধ্যমে খবর

    এদিকে, সমাজ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে জাকির নায়েক নাকি এইচআইভি পজিটিভ (Zakir Naik)। একটি কথিত ডায়াগনস্টিক রিপোর্টও ছড়িয়ে পড়েছে, যেখানে একজন রোগীর নাম লেখা আছে “জাকির আবদুল করিম নায়েক”। রিপোর্টটি কুয়ালালামপুরের পান্তাই হাসপাতালের। তাতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট রোগীর এইচআইভি টেস্ট পজিটিভ এসেছে। তবে ওই রিপোর্টের সত্যতা যাচাই করা যায়নি, আর সেটি সত্যিই জাকির নায়েকের কিনা তাও নিশ্চিত নয়। এই গুজবের পরিপ্রেক্ষিতে জাকির নায়েকের আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছেন, “এইডসে আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এটি ভুয়া সংবাদ, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে।” তিনি আরও বলেন, রোগ সম্পর্কিত আসল তথ্য গোপন রাখা হচ্ছে চিকিৎসক ও পরিবারের অনুরোধে, তবে যে রিপোর্ট ঘুরছে তা একেবারেই বানানো।

    ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায়তে জাকির নায়েক (Zakir Naik)

    ভারতের মাটিতে উগ্রপন্থী বক্তব্য ও মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত হয়ে ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। ভারত সরকার তাঁকে প্রত্যর্পণ করার চেষ্টা চালালেও মালয়েশিয়া এখনও সেই আবেদন মঞ্জুর করেনি।এই প্রেক্ষাপটে তাঁর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার ঝড় উঠেছে।

LinkedIn
Share