Tag: Zubir arrested for hurting religious sentiments

Zubir arrested for hurting religious sentiments

  • Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    Mohammed Zubair Alt News: চারদিনের পুলিশ হেফাজতে অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের পুলিশ হেফাজতে মহম্মদ জুবের (Mohammed Zubair)। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট (Fact Checking Website) অল্ট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা সাংবাদিককে। দিল্লি পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ও ২৯৫ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে জুবেরের বিরুদ্ধে। এদিন দিল্লি আদালতে তোলা হলে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

    আরও পড়ুন : গ্রেফতার তিস্তা, জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা রুজু

    অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এক ট্যুইট বার্তায় জানান, দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল জুবেরকে ডেকে পাঠায় ২০২০ সালের একটি মামলায়। ওই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। এদিন সন্ধ্যায় জানতে পারি জুবেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুবেরের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ মেলায় অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। জুবেরকে একদিনের পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে। যদিও তাঁর হয়ে আদালতে জামিনের আবেদন করেন তাঁর পরামর্শদাতারা। তবে জামিন মেলেনি। 

    আরও পড়ুন : কে এই তিস্তা শেতলবাদ? জানুন

    পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে করা একটি ট্যুইটের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে জুবেরকে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত একটি ক্লাসিক ছবির ক্লিপ শেয়ার করে একটি মন্তব্য করেছিলেন জুবের। অভিযোগ, ওই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। দিল্লি পুলিশ জানিয়েছে, অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা জুবেরের বিরুদ্ধে ট্যুইট বার্তায় হিংসার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। পরে করা হয় গ্রেফতার। জুবের তদন্তে সাহায্য করেননি বলেও অভিযোগ। পুলিশের দাবি, জুবেরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এদিকে, জুবেরের মুক্তির দাবিতে সরব হয়েছেন প্রাক্তন আমলা, লেখক, চিন্তাবিদ এবং মানবাধিকার কর্মীরা।

     

LinkedIn
Share