Tax-saving FDs: ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক? 

Tax-Saving_FD

মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ নাগরিকেরা বেশিরভাগ ক্ষেত্রে ঝুঁকিবিহীন জায়গাতেই নিজেদের শেষ সঞ্চয়টুকু রাখতে পছন্দ করেন। মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের মতো ঝুঁকিপূর্ণ আর্থিক বিকল্পগুলিতে টাকা রাখতে নারাজ। তাঁদের পছন্দের বিকল্পগুলির মধ্যে একটি হল স্থায়ী আমানত (FDs)। কারণ স্থায়ী আমানত কোনও আর্থিক ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন দেয়। এছাড়া আরবিআই রেপো রেট বাড়ানোর ফলে স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে ব্যাংকগুলি। তাই স্থায়ী আমানতে টাকা রাখলেই নিশ্চিত লাভ। দেশের এই প্রবীণ নাগরিকদের অন্যতম দুশ্চিন্তা বছর শেষের কর৷ ট্যাক্স-সেভিং স্থায়ী আমানত (Tax-saving FDs)আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে একটি আর্থিক বিকল্প, যা কর বাঁচানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ লাভজনক। ট্যাক্স সেভিং স্কিমে টাকা জমা রাখার ন্যূনতম মেয়াদ হল পাঁচ বছর।   

স্থায়ী আমানতে টাকা জমা রাখার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বেশি হারে সুদ দেওয়া হয়। ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে বেশি সুদ দেওয়ার পাশাপাশি প্রবীণ নাগরিকদের কর বাঁচাতেও সাহায্য করে। আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী ট্যাক্স-সেভিং এফডি-তে টাকা জমা রাখার জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হয়। ট্যাক্স-সেভিং এফডির মেয়াদ হয় ৫ থেকে ১০ বছর। এই সময়ের আগে টাকা তুলতে পারবেন না উপভোক্তারা। 

আরও পড়ুন: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?
 
যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকেই এফডি অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেওয়া হয়। অন্য কোথাও সুদের হার বেশি থাকলে এবং প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাসযোগ্যতা থাকলে সেখানেও খোলা যেতে পারে এফডি অ্যাকাউন্ট। ট্যাক্স-সেভিং এফডি-র মেয়াদপূর্তির পর সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। 

এই মুহূর্তে তিনটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক ট্যাক্স-সেভিং এফডিতে প্রবীণ নাগরিকদের সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এই তিন ব্যাংকে সুদের হার ৬.৮-৭.১%। জেনে নিন কোন কোন ব্যাংক। 

আরও পড়ুন: অবসরের পর কর কমাবেন কীভাবে?

ডিসিবি ব্যাংক: প্রবীণ নাগরিকদের ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে এই ব্যাংকে সুদের হার ৭.১%। ১ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা অবধি একটি অ্যাকাউন্টে রাখা যাবে। লক-ইন পিরিয়ড পাঁচ বছরের। এছাড়া সাধারণ নাগরিকরা ৬.৬% হারে স্থায়ী আমানতে সুদ পাবেন। এই ব্যাংক স্থায়ী আমানতের ক্ষেত্রে অটো রিন্যুয়ালের সুবিধা দেয় না এবং স্থায়ী আমানত থেকে কোনও ঋণ নেওয়া যাবে না। ২১ মে থেকে লাগু হয়েছে এই সুদের হার। 

ইয়েস ব্যাংক: এই ব্যাংক স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের ৭% সুদ দেয় এবং বাকিদের ৬.২৫% সুদ দেয়। একইভাবে ১ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা অবধি একটি অ্যাকাউন্টে রাখা যাবে। লক-ইন পিরিয়ড পাঁচ বছরের। ইন্টারনেট, ফোন ব্যাংকিং- এর মাধ্যমেও স্থায়ী আমানতের অ্যাকাউন্ট খোলা যায়। মেয়াদ শেষ হলে সেই টাকা আবার বিনিয়োগ করা যেতে পারে। ৬ জুন থেকে লাগু হয়েছে এই সুদের হার। 

আরবিএল ব্যাংক: প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্থায়ী আমানতে এই ব্যাংকে সুদের হার ৬.৮% এবং অন্যান্যদের ৬.৩%। ৮ জুন থেকে লাগু হয়েছে এই সুদের হার। একশো টাকা থেকে দেড় লক্ষ টাকা অবধি একটি অ্যাকাউন্টে রাখা যাবে। লক-ইন পিরিয়ড পাঁচ বছরের। একজন নমিনি রাখা যাবে। 

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share