মাধ্যম নিউজ ডেস্ক: শেষ মুহূর্ত অবধি চমৎকারের আশা করেছিল গোটা বাংলা। এ কদিনে যেন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিল ঐন্দ্রিলা (Aindrila Sharma)। ঘরের মেয়েটি এ যাত্রায় বেঁচে যাক। জিতে যাক সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম। প্রার্থনা করেছিলেন সকলে। সকলের এত প্রার্থনা শেষেও হল না শেষ রক্ষা। মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শেষ হল ১৯ দিনের দীর্ঘ লড়াই। শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি ১০ বার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তারপর রবিবার দুপুর ১২ঃ৫৯- এ চিরতরে স্তব্ধ হয়ে যায় হৃদযন্ত্র।
আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির
প্রসঙ্গত, ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। এরপরই তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় অপারেশনও। সংক্রমণ বাড়তে থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে অবস্থার উন্নতি হলেও, গত বুধবার তাঁর হার্ট অ্যাটাক হয় পর পর দু’বার। এরপর কাল রাতে আরও ১০ বার। শেষ লড়াই জেতা হল না ঐন্দ্রিলার।
এর আগেও একবার রটে গিয়েছিল ঐন্দ্রিলা আর নেই। কিন্তু বন্ধু সব্যসাচী জানান, খবরটি সত্যি নয়। এতে সবার আশা আরও বেড়ে গিয়েছিল। আশা ছিল ‘মিরাকল’- এর। কিন্তু হল না কোনও মিরাকল।
ফিরে দেখা ঐন্দ্রিলার লড়াই
এর আগে মারণ রোগ ক্যান্সার দু দুবার থাবা বসিয়েছিল শরীরে। প্রথমবার ২০১৫ সালে অস্থিমজ্জায় এবং দ্বিতীয়বার ২০২১ সালে ডাই ফুসফুসে টিউমার রূপে। দু’বারই ক্যান্সারকে হারিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক থামিয়ে দিল সব লড়াই। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply