Sushmita Sen: ‘চিকিৎসক বলেছেন, আমার হৃদয় খুব বড়’, অ্যাঞ্জিওপ্লাস্টির পর জানালেন সুস্মিতা 

sushmita

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব সুন্দরীর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। হার্টে স্টেন্ট বসানো হয়েছে। এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু তাঁর ভক্তরা কেউ টেরটি পায়নি। হার্ট অ্যাটাক হওয়ার দু’দিন পরে সুস্মিতা সেন (Sushmita Sen) তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আনলেন। তবে এখন তিনি আগের থেকে ভাল আছেন বলেই জানিয়েছেন। এতে বলিউড সতীর্থরা তাঁকে আয়রন লেডি হিসাবে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, ২০১৪ সাল থেকেই গুরুতর শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। ক্রনিক সমস্যা রয়েছে তাঁর একটি। যাকে বলে অ্যাডিসন’স ডিজিজ।

তিনবছর আগে হতাশ হয়ে গিয়েছিলেন সুস্মিতা (Sushmita Sen)

২০২০ সাল নাগাদ সুস্মিতা ভেবেছিলেন, এবার বুঝি সব শেষ। সোশ্যাল মিডিয়াতে সেসময় লিখেছিলেন, “আমার শরীর নিয়ে যুদ্ধ করছি প্রতিনিয়ত। এ বার বোধ হয় হাল ছেড়ে দিতে হবে। লড়াই করার আর একটুও শক্তি বাকি নেই। অ্যাডিসন’স ডিজিজ ধরা পড়ার পর আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। একই সঙ্গে রাগ, বিরক্তি। চোখের নীচে কালো দাগ। ৪ বছর ধরে সহ্য করেছি, স্টেরয়েড নিয়েছি। এই ক্রনিক সমস্যা নিয়ে বেঁচে থাকা ক্লান্তিকর।”

নিজেকে আবারও তৈরি করেন নতুনভাবে 

নিজেকে আবার প্রস্তুত করতে থাকেন নতুনভাবে। মার্শাল আর্টের নানচাকু কৌশল আয়ত্ত করে ফেলেন সুস্মিতা (Sushmita Sen)। তাতেই ধীরে ধীরে রোগের উপশম। আর ২০২৩ সালে বোঝা গেল, তিনি এখন মোটেও অসুস্থ নন।বৃহস্পতিবার দুপুরে বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, “নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সব থেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। কয়েক দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে যথাস্থানে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক আমায় বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা সেই সময় আমার পাশে ছিলেন।”

সুস্মিতার (Sushmita Sen) আরও সংযোজন, “এই মুহূর্তে এই পোস্টটা দেওয়ার একটাই কারণ। আমি এখন অনেকটাই সুস্থ। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে ভালবাসি।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share