Dwayne Johnson: “এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়”, ভারত-পাক ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত ডোয়েন জনসন

Dwayne_Johnson

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক ম্যাচ হতে চলেছে ২৩ অক্টোবর। বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে হাওয়া সব টিকিট। মেলবোর্নে ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন দুই দলের  সমর্থকরা। এখন শুধুই অপেক্ষা। প্রস্তুতি নিচ্ছে দুই দল। দুই দলই একে অপরের দুর্বলতা অত্যন্ত ভালো ভাবে জানে। গতবারের মত অবস্থায় যাতে না পড়তে হয় তার চেষ্টা চালাচ্ছে টিম ইন্ডিয়া। আর বাবর আজমরা চাইছে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখতে। বহু প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে উচ্ছসিত সমর্থকদের দলে নাম লিখিয়েছেন হলিউড তারকা ডোয়েন জনসন ওরফে দ্য রক। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধের আঁচ পড়েছে হলিউডেও।

আরও পড়ুন: “মেয়ের খেয়াল রেখ”, চপার দুর্ঘটনার আগে পাইলটের শেষ কল স্ত্রীকে

ম্যাচ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) সুপারস্টার দ্য রক। তাঁর ভিডিও বার্তা শেয়ার করেছে স্টার স্পোর্টস। ২০ সেকেন্ডের ভিডিওতে দ্য রক (Dwayne Johnson) বলেছেন, “যখন সেরা দুই শত্রু একে অপরের মুখোমুখি হয় তখন গোটা বিশ্ব থমকে যায়। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়। এবার ভারত-পাকিস্তান লড়াই। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার সময়।” 

 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হয়ে গিয়েছে টি২০ বিশ্বকাপ। বাছাইপর্বের খেলা হবে দীপাবলির ঠিক একদিন আগে। ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়বে। সুপার ১২-এ গ্রুপ-বি তে রয়েছে ভারত, পাকিস্তান। এই দুই দল ছাড়াও, এই গ্রুপে আছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বাছাই পর্বের গ্রুপ-২-র শীর্ষে থাকা দল এবং গ্রুপ-১-এর দুই নম্বরে থাকা দলও ভারতের গ্রুপে জায়গা পাবে।   

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডব্লিউকে), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ফখর জামান। 

স্ট্যান্ডবাই ক্রিকেটার: মহম্মদ হারিস, উসমান কাদির এবং শাহনওয়াজ দাহানি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share