Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

Tunisha_Sharma

মাধ্যম নিউজ ডেস্ক: তুনিশার (Tunisha Sharma) মৃত্যু আত্মহত্যা নয়, লভ জিহাদ-এর ফল, তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন, এমন দাবি করেছিলেন তুনিশার কাকা পবন শর্মা। আবার শীজানের বিরুদ্ধেও চরিত্র নিয়ে একাধিক দাবি করা হয়েছে। আর এবারে আরও এক বিস্ফোরক দাবি করলেন তুনিশার মা ভনিতা শর্মা। তিনি সংবাদমাধ্যমে শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে জানান, শীজানের পরিবার তুনিশাকে ব্ল্যাকমেল করত ও তাঁকে জোর করে উর্দু শিখতে বলত।

মৃতার মায়ের বিস্ফোরক দাবি

গত ২৪ ডিসেম্বর তাঁর সিরিয়ালের সেটে উদ্ধার হয় অভিনেত্রীর (Tunisha Sharma) দেহ। তাঁর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেমিক শীজান খানকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আর এর পর থেকেই একাধিক অভিযোগ করা হয়েছে শীজানের বিরুদ্ধে। মৃতার মা জানিয়েছেন, শীজানের সঙ্গে তাঁর মেয়ে সম্পর্কে থাকাকালীন তুনিশার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছিল। তাঁদের কাছ থেকে দূরে সরতে শুরু করেছিলেন তুনিশা। এমনকী তুনিশা নাকি উর্দুও শিখতে শুরু করেছিলেন।

তিনি জানিয়েছেন, তাঁর একটি মাত্র সন্তান ছিল। তাঁকেও হারিয়ে ফেললেন। তাঁর মেয়েকে মাসের পর মাস ব্যবহার করেছে। তিনি সরাসরি কথাও বলেছিলেন মেয়ের প্রেমিকের সঙ্গে। কিন্তু কোনো লাভ হয়নি। শীজানকে তিনি ছাড়বেন না। তিনি আরও জানিয়েছেন, তুনিশার মা বিচার চান, জানতে চান সে দিন কী হয়েছিল তাঁর কুড়ি বছরের মেয়েটার সঙ্গে? এমন চরম সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেন তিনি?

শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের

অভিনেত্রীর (Tunisha Sharma) মা ভনিতা শর্মা বলেছেন, “তুনিশাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাঁকে শীজানের পরিবারের সদস্যরা ব্ল্যাকমেল করেছিল। তাঁকে উর্দু শেখানো হয়েছিল, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।” তুনিশা শর্মার মা ভনিতা শর্মার দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share