UP Dengue: উত্তরপ্রদেশে ডেঙ্গি আক্রান্তকে প্লাজমার পাউচে মুসাম্বির রস! বেসরকারি হাসপাতাল সিল করল যোগী-প্রশাসন

dengue

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) ডেঙ্গি রোগীর (Dengue Patient) শরীরে প্লাজমার পরিবর্তে মুসাম্বির রস দেওয়ার অভিযোগ উঠল। প্লেটলেটের বদলে মুসাম্বির রস ওই রোগীর শরীরে যেতেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ওই ঘটনা ঘটে। এই অভিযোগ সামনে আসতেই ওই বেসরকারি হাসপাতাল সিল করে দেয় উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন: “পশ্চিমবঙ্গ, না কি হিটলারের জার্মানি?” টেট উত্তীর্ণদের উপর পুলিশের বলপ্রয়োগে ট্যুইট শুভেন্দু অধিকারীর

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঝালওয়া অঞ্চলের একটি হাসপাতালে ট্রমা সেন্টারে গত ১৭ অক্টোবর থেকে ভর্তি ছিলেন ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তি। গত ১৯ অক্টোবর হঠাৎ তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, প্লাজমা দেওয়ার পরই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ভুয়ো প্লাজমা দেওয়া হয়েছে বলেই অভিযোগ তাদের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওয় দেখা গেছে, প্লাজমার পাউচের ভিতরে ভরা রয়েছে মুসাম্বির রস। সেই রসই রোগী প্রদীপ পাণ্ডের হাত দিয়ে প্রবেশ করানো হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পরই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক গোটা ঘটনাটির তদন্তের নির্দেশ দেন। হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে। ওই হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি ছিলেন, তাদের ইতিমধ্যেই অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন: বিরোধী শিবির এগোতেই রিটার্নিং অফিসার ‘বিরতি’ নিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ব্যাপক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Uttar Pradesh Deputy Chief Minister Brajesh Pathak) । ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগেই ওই এলাকায় একটি ভুয়ো ব্লাড ব্যাঙ্কের খোঁজ মিলেছিল। এই ঘটনার নেপথ্যে কোনও জাল ব্লাড ব্যাঙ্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।প্লাজমার পরিবর্তে লেবুর রস এলো কী ভাবে তানিয়েই চলছে তদন্ত। প্লাজমা এবং মুসাম্বি লেবুর রস অনেকটা এক করম দেখতে, সেই মিলকে কাজে লাগিয়েই চলছিল প্রাণঘাতী জালিয়াতি কারবার চলছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share