Pradip Mukherjee: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিত রায়ের ‘সোমনাথ’

bengaliactor1661764042193

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত সত্যজিত রায়ের (Satyajit Ray) ‘সোমনাথ’। ফের বিনোদন জগতে শোকের ছায়া। সোমবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের (Pradip Mukherjee)। ‘জন অরণ্য’ (Jana Aranya) ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই তিনি যেন সকলের স্মৃতিতে এখনও বর্তমান। দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছিলেন তিনি। গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের ওপরের প্রাইভেট হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এরপর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় রবিবারই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মুখোপাধ্যায়।

প্রদীপবাবুকে শেষ ‘ড্রাকুলা স্যার’ ছবিতে দেখা গিয়েছিল। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’ -তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতেই বাংলা সিনেমা জগতে তাঁর হাতে খড়ি। এই ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শককে মুগ্ধ করে। এরপর তিনি গোলাপ বউ (Golap Bou), দৌড় (Dour), দুরাত্মা (Dooratwa), দুরের নদী (Durer Nadi), অশ্লীলতার দায়ে (Ashleelotar Daye), ললিতা (Lalita), অন্বেষণ (Anweshan), চপার (Chopper), মধুগঞ্জনের সুমতি (Madhuganjer Sumati), সতী (Sati), মানবপ্রেমিক (Manabpremik), সুমতি (Sumati), আনন্দনিকেতন (Anandaniketan), পুরুষোত্তম (Purushottam), হিরের আংটি (Hirer Angti) ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

আরও পড়ুন: ‘চাওয়া-পাওয়া’ থেকে ‘ভালোবাসার বাড়ি’! শেষ হল এক যুগ

এখানেই থেমে নয়, শুধু পুরনো ছবিতেই তিনি কাজ করেছেন এমনটা নয়, বর্তমান প্রজন্মের আধুনিক সিনেমা যেমন ‘উৎসব’, ‘যেখানে ভূতের ভয়’, ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’, ‘গয়নার বাক্স’, ‘বাদশাহী আংটি, ‘সজারুর কাঁটা’, ‘কাহানি ২’, ‘তরুলতার ভূত’ প্রমুখ ছবিতে তিনি অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউড তথা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও এই বছরের প্রথম থেকেই একের পর এক দুঃসংবাদ পাওয়া গেছে। চলতি বছরেই প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, পরিচালক তরুণ মজুমদার, গায়িকা নির্মলা মিশ্র প্রমুখ। শুধু বাংলা বিনোদন জগতেই নয়, শোকের ছায়া নেমেছে জাতীয় চলচ্চিত্র জগতেও। কলকাতা এসেই মৃত্যু হয়েছে বলিউড গায়ক কেকে-র। এছাড়াও লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির মতো তারকারাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share