Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

Subhman-Sara

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

 

 

 

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share